![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাংবাদিক ও ক্ষুদ্রলেখক। সত্য তুলে ধরাই আমার লক্ষ্য।
আওয়ামীলীগের নিজাম হাজারির নির্দেশে ফেনী ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের চেয়ারম্যানকে গাড়িতে আগুন দিয়ে হত্যা!!
বাহ! বাহ!! বাহ!!!
দেশে স্বর্গের শ্বাসন যেন শেষই হচ্ছে না!
নারায়ণগঞ্জের ৭ হত্যার পরে নয়া মদিনার সনদের বাস্তবায়ন!!
যারা আওয়ামীলীগের বিরুদ্ধে লিখলেই জামাত শিবির বানাইয়া দেন তারা এই মদিনার সনদের ব্যাখ্যাটা কি একটু দিবেন????
কাইল ডাইল খাইয়া সংবাদ সম্মেলনে আইয়া এক আম্লীগ নেতা কইয়া দিবে ইতা জামাত-শিবিরের নাশকতা মুলুক কর্মকাণ্ডের অংশ বিশেষ!!!!!!!
বাস শেষ কেল্লা ফতে। আম্লীগের সাত খুন মাফ!!! এবার চেয়ারম্যান খুন ও মাফ!!!
মনে আছে লোকমান হত্যার কথা??????
ভুইলা জাওয়ারই কথা!!!
আমরা আমরাই তো! জাস্ট চুমা দিতে গিয়া নিহত!!
২| ২০ শে মে, ২০১৪ রাত ৯:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: মরে মারে নিজেরা নিজেরা
খালী দুষ খূজে অন্যের নামে!!!
এমন আত্মঘাতের শেষ পরিণতি কি?
অথচ নেত্রী কি বলছেন দেখুন-
তিনি এক বিবৃতিতে বলেন, একরামুল হক অত্যন্ত জনপ্রিয় একজন তরুন নেতা। ফুলগাজীকে একটি আধুনিক উপজেলায় পরিণত করতে তিনি ছিলেন নিবেদিত প্রাণ।
“যারা দেশের স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী, যারা হত্যা ও সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে দুর্বল করতে চায় সেই দেশবিরোধী অশুভ শক্তিই একরামুল হককে নৃশংসভাবে হত্যা করতে পারে।”
শেখ হাসিনা একরামের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং হত্যাকাণ্ডের বিচারের আশ্বাস দেন।
তাইলে কি দাড়াইল তারাই দেশের স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী! কারণ তারাইতো বারবার প্র্রমাণীত হচ্ছে হথত্য সন্ত্রাসের মূলে.. নারায়ানগঞ্জ টু ফেনি ভায়া বাকী অল ঘটনা
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১৪ রাত ৮:৫১
রাজীব বলেছেন: নারায়নগন্জ, ফেনী এরপর কে?
লক্ষীপুর?? ময়মনসিংহ??
পুরাতন গডফাদারা ফিরে আসছে???
তবে গান পাউডার কিন্তু একটি দলই ব্যবহার করে