নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্যা ডক্টর

^^^^^^^^^

দ্যা ডক্টর

কোন লিখা পাওয়া যায়নি

দ্যা ডক্টর › বিস্তারিত পোস্টঃ

মামা-ভাগ্নের আউলা কথোপকথন! B-);):D

১৪ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৫

দুই বন্ধু কাম মামা-ভাগ্নে একদা সিএনজি অটোতে করে যাচ্ছিল। মামার আছে আয়েল্টস ক্লাস আর ভাগ্নের ডেট। পথে সেই ট্রেডিশনাল বাংলাদেশি জ্যাম। দু'জনেরই ঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারার দুঃখে-রাগে লাগাতার মুখ দিয়ে এফ এর খই ফুটতেছিল। মামার আবার একটু হাই বিপি, সবে মাত্র জন্ডিস থেকে সেরে উঠেছে, আর ভাগ্নের আছে রাগের চোটে কোন একটা পাগলামো করার পুরনো কুখ্যাতি। দু'জনের মনে আলাদাভাবে আসছে কেমন করে পরিস্থিতি হালকা করা যায়.....

ফা_ন জ্যাম টাইপ কথাবার্তা গুলো থেকে হঠাৎ ভাগনে বেরিয়ে এসে বলে ওঠে-

> এই খানে আর থাকবনা, মরে যাইতে ইচ্ছে করতাছে। অলরেডি হেভেনের জন্য রোলস রয়েস, মাজেরাতি আর ল্যাম্বরগিনি কোম্প্যানিকে একটা কাস্টমাইজড গাড়ি বানানোর অর্ডার দিয়ে ফেলেছি।

>> তাই নাকি? আমিতো ভাবতাছি হেভেনে গিয়া খালি ওয়াইনের নহরে ডুবেডুবে শ্যাম্পেইন খাবো। তো তোমার তিন কোম্প্যানির গাড়িটা কেমন হবে?B-)B-)

> রোলস রয়েস এর থেকে লাগবে দুইটা জেট ইঙ্গিন, মাজেরাতির ডিজাইন আর ল্যাম্বরগিনির বডি।

>> এত্ত পাওয়ারের গাড়ি সেখানে করবে টা কি?

> আরে মামু তুমি এখনো আবাল রয়া গেলা। আমার গাড়িতে থাকবে মিনিমাম বাহাত্তরটা সিট এত্ত বড় গাড়িটাকে টানার জন্য জেট ইঞ্জিনের দরকার।B-)B-)

>> ওহ, বুঝলাম তুমি-তোমার বউ আর সত্তরজন হুর নিয়া তুমি ঘুরবে, তবে বাহাত্তরের পর আরো সিট চাও নাকি? :O :O

> মামা তুমি আমারে বদদোয়া করতেছ?? দুনিয়াতে আমার বউয়ের কিছু হলে তুমি কি বলতেছ আমার আর বিয়ে না হোক?X(X(

>> না না, মোটেও তেমন কিছু বলিনাই।

> শোন, আমার গাড়িতে আরো তিনটা সিট ইনভিজিবল থাকবে, দরকার হলে সেগুলো উঠিয়ে নেয়া যাবে.... হাহাহা, মিনিমাম চারটা বিয়েতো করতেই পারব।;);)

>> তুমি এত বোকা হইলা কেমনে, চারটারে একলগে নিয়া ঘুরবা। চুলাচুলি লাগলে তুমি গাড়ি থামাবা নাকি তেনাদের থামাবা?

> আরে মামু, আমি তাদের প্রত্যেক কে সতেরজন হুর দিয়ে ঘিরে রাখব যাতে কোন ক্যাচাল করতে না পারে। দুজন এক্সট্রা হুর সবসময় আমার সাথে থাকবে অদল বদল করে করে B-)B-)

>> ভাইগনা তুমি একটা জিনিস.... আমার মাথায় এমন চাল আসেইনাই!

> মামু তুমি কি যেন বলতেছিলা? ডুবেডুবে জল পান নাকি ওয়াইন পান.....

>> দুনিয়াতে তো ছুঁইনি কখনো, সেখানে গিয়ে সারাক্ষণ ওয়াইনের নহরে ডুচে থাকবো :D:D

> যাওয়ার কানে মনে করে ডাইভিং সেট নিয়ে যেয়ো....হাহাহা! :D:D:D

>> আরে ভাইগনা তুমিও দেখি বোকার মত কথা কও, সত্তুরজন হুর কেন থাকবে আর যদি আমাকে তারা অক্সিজেন সরবরাহ করতে না পারে।

> কেমনে?

>> আমি ডুবে থাকব, আর তারা একে একে উপরে উঠে মুখে করে আমার জন্য অক্সিজেন নিয়ে আসবে আর সেগুলো তাদের মুখ থেকে আমার মুখে পুরে দিবে, হলিউডি মুভিতে কখনো দেখ নাই? B-)B-););)

> ওহ হাহাহাহা! তাই তো। ওয়াটার ওয়ার্ল্ড, ইনটু দ্যা ব্লু মুভিগুলাতে দেখছি..... আচ্ছা এত্ত কাপড়চোপড় নিয়া হুররা ওয়াইন-নহরে ডুআবাডুবি কেমনে করবে? :|:-/

>> কে কইছে তোমারে তারা এত্ত কাপড় চোপড় পরবে? সব ইনভিজিবল বিকিনি পরা থাকবে....হাহাহা;););)

> হাহাহা..... ব্যাপক মজা হইব তখন, আমি মামু তোমার নহরের ঘাটে বেড়াতে আসব। তুমিতো জানই তোমার ভাগ্নে এখনো একটু লুল আছে..... হাহাহাহা ;););)

>> নো প্রবস! হুর এক্সচেঞ্জ হবে...... চিয়ার্স:D:D ;);)

> চিয়ার্স!!!:D:D ;);)



সি এন জি ওয়ালার ব্রেকের সাথে কথোপকথন থেমে যায়, এবার ভাড়া দেওয়ার পালা। মামা ভাগ্নে দু'জন একসাথে বলে উঠে...." আহ! যদি এখানেও হেভেনের মত আনলিমিটেড ডেবিট কার্ডের ব্যাবস্থা থাকত....." :D:D:D

মন্তব্য ২১ টি রেটিং +১০/-৬

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৫

রেফিন বলেছেন: মজা তো।

১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ২:০৩

দ্যা ডক্টর বলেছেন: ধন্যবাদ :)

২| ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:১৯

পলাশমিঞা বলেছেন: বদ্দা কেমন আছেন? আই গম আছি :P

৩| ১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৭

জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা হা , বিয়াফক মজারু :)

১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১:২৬

দ্যা ডক্টর বলেছেন: :) থ্যাংকস :)

৪| ১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১:১৩

দু-পেয়ে গাধ বলেছেন: ইকি? কমেন্ট এত্ত কম কেনু? জেনারেল ছিলেন নাকি? অনুমতি হৈলে রিপোস্ট দিতে পারি।

১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১:২৯

দ্যা ডক্টর বলেছেন: আমি সামুতে কখনো মডারেটরের চিঠি কখনো পাইনি, জেনারেলও হইনি :)
নতুন ছিলাম বলে হয়তো :)
দিতে পারেন যদি অন্যরা তাতে বিরক্ত না হয়।
থ্যাংকস :)

৫| ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১:৫৯

দু-পেয়ে গাধ বলেছেন: আরে ধুররররর
অন্যেরা বিরক্ত হল ত আমার কি? অন্যদের বিরক্ত করায় মজা আচে।

১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৭

দ্যা ডক্টর বলেছেন: :)

৬| ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ২:০০

দু-পেয়ে গাধ বলেছেন: পেত্তম পেলাচ দেলাম।

১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৮

দ্যা ডক্টর বলেছেন: থ্যাংকস, আপনি বিসমিল্লাহ করাতে আরো ৫ জন মহানুভব প্লাস দিয়েছেন এই পর্যন্ত :)

৭| ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:০৫

আব্দুল মোমেন বলেছেন: ভাইজান , আমারে সাথে নিয়ানেন।একা যদি সত্তুর জনরে না পারেন আমি সাহায্য করুম।

১৫ ই জানুয়ারি, ২০১১ ভোর ৫:০২

দ্যা ডক্টর বলেছেন: বেহেশ্তে একজনের পাওয়ার কত হবে জানেন? ওখানে হর্সপাওয়ার লিখবেনা কেউ, শক্তির একক সবাই লিখবে ম্যানপাওয়ার B-))

৮| ১৪ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:১৪

বন্ধুআমার বলেছেন: ফাটা ফাটি হয়ছে।

১৬ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫৯

দ্যা ডক্টর বলেছেন: তাই নাকি :)
থ্যাংকস :)

৯| ১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ২:৩০

গরম কফি বলেছেন:
হা হা হা

১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ২:৩৪

দ্যা ডক্টর বলেছেন: আপনার মন্তব্য উল্টা করে পড়লে হয়, হা হা হা বলেছেন গরম কফি
থ্যাংকস :)

১০| ১৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:০৫

জলপতনের নিরবতা বলেছেন: সেইরাম পোস্ট। +++

১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:০৫

দ্যা ডক্টর বলেছেন: থ্যাংকস :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.