নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি না।

সৌরভ১৫

সাধসিধে মানুষ আমি। এমনই থাকতে চাই।

সৌরভ১৫ › বিস্তারিত পোস্টঃ

তোমার চোখে আকাশ আমার!

২৩ শে জুন, ২০১২ রাত ১০:৫৭

আজ বহুদিন পর তোমার চোখে নিজেকে খুঁজে বেড়ালাম আরেকবার। আগেও দেখেছি, একবার, দুইবার, বহুবার.....। যত দেখি মন ভরে না। মনে হয়,

"আসলে আমিই তো?? সত্যিই কি তোমাকে পেয়েছি?"

নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হত তোমাকে পেয়ে।

মাঝে কী যেন হয়ে গেল!!

হঠাৎ একটা ঝড়! এলোমেলো হয়ে গেল আমার সব স্বপ্ন। তুমি যেন কোথায় হারিয়ে গেলে। মাঝ রাতে ঘুম থেকে উঠে তোমাকে খুঁজে বেড়িয়েছি কত! তুমি ছিলে না। কী যে ভয়ংকর একাকীত্ব, তুমি জানো না।

আজ আবার তোমার চোখে নিজেকে খুঁজে বেড়ালাম। হয়ত তোমার চোখের তারায় যে মানুষটার আনাগোনা সেটা আমিই। কিন্তু কীভাবে বুঝবো বল? আমার চোখ যে নষ্ট হয়ে গেছে। আমাকে একটু সাহায্য করবে? তোমার চোখে আমি আবার নতুন করে নিজেকে খুঁজবো।

একবার, দুইবার, বহুবার.....।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১২ রাত ১১:০৪

ফ্রেয়া রুনি বলেছেন: নষ্ট চোখ বন্ধ করে হৃদয়ের আলোতে দেখুনতো , দেখতে পাবেন সেই চোখে ভরসায় আবৃত ভালোবাসা ।

২৩ শে জুন, ২০১২ রাত ১১:০৯

সৌরভ১৫ বলেছেন: ধন্যবাদ। দোয়া করবেন যাতে স্বপ্ন আর না হারায়।

২| ২৩ শে জুন, ২০১২ রাত ১১:৩১

মামুন মুনতাসীর০০০ বলেছেন: চোখ নষ্ট?
ছানি পড়ছে?
তাইলে অপারেশন করেন।
আর পাওয়ার কমে গেলে হসপিটালে যান বহুত ফায়দা হবে ;)

২৪ শে জুন, ২০১২ রাত ১২:৪৬

সৌরভ১৫ বলেছেন: আপনি আমার অবস্থা বুঝলেন না। শুধু ডাক্তারি বিদ্যা দেখানোর চেষ্টা করলেন। যাহোক, আপনি কোন হসপিটালের? আসতেসি।

৩| ২৩ শে জুন, ২০১২ রাত ১১:৩৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চোখের পাতা জোড়া লাগিয়ে মনে পাতায় দেখুন; আশা করি পেয়ে যাবেন ;)

২৪ শে জুন, ২০১২ দুপুর ২:৪০

সৌরভ১৫ বলেছেন: চেষ্টা করছি। দোয়া করবেন।

৪| ২৪ শে জুন, ২০১২ রাত ১২:৫৯

ফারাহ দিবা জামান বলেছেন: মাঝ রাতে ঘুম থেকে উঠে তোমাকে খুঁজে বেড়িয়েছি কত! তুমি ছিলে না। কী যে ভয়ংকর একাকীত্ব, তুমি জানো না।
কি সহজ
তবু প্রচণ্ড কষ্ট .।.।.।.।.।
নিশ্চয়ই তার মাঝে নিজেকে খুজে পাবেন .।.।.।.।।।ইনশাল্লাহ

২৪ শে জুন, ২০১২ রাত ১:০৭

সৌরভ১৫ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু। দোয়া করবেন, যাতে আবার নিজেকে সেইখানে খুঁজে নিতে পারি।

৫| ২৫ শে জুন, ২০১২ রাত ১১:১৩

নাজিম-উদ-দৌলা বলেছেন: হৃদয়ের মাঝে যে আছে তাকে খুজতে হয়না ভাই। সে থাকে সব সময়।

২৬ শে জুন, ২০১২ রাত ১০:৪১

সৌরভ১৫ বলেছেন: সেজন্যই তো তাকে ভোলা যায় না। ঘুরেফিরে তারই অভাব বোধ করতে থাকি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.