নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক খন্ড মেঘ

শেখ সোভানা ইয়াসমিন

ইংরেজি সাহিত্যে মাস্টার্সের ছাত্রী। জন্ম চুয়াডাঙ্গা শহরে। পড়াশোনার পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলে সহকারী শিক্ষিকা হিসেবে পাঠদান করেছি। এছাড়াও একটি এতিমখানায় বাচ্চাদের শিক্ষা দানে নিয়োজিত ছিলাম। ছোট থেকেই বাংলা সাহিত্যের প্রতি টান অনুভব করেছি। ছড়া, কবিতা, গল্প, উপন‍্যাস পড়ার শখ ছিল। পছন্দ ছিল আর্ট করা। সহজ সরল সাধারণ মন মানসিকতার একজন প্রকৃতিপ্রেমী মানুষ। ভালো লাগা থেকে শুরু হয় নিজের মনের কথা গুলো কবিতা /ছড়া আকারে লেখার প্রয়াস।

শেখ সোভানা ইয়াসমিন › বিস্তারিত পোস্টঃ

ঘাস ফুল

১০ ই মে, ২০২৪ রাত ৮:১৮





ঝিরিঝিরি বাতাসে -
ভালো লাগে আজ কলেজ ক‍্যাম্পাসে,
ক্লাসে আজ কারও দেখা নাই
তবুও ভালো লাগে এ শূন্য অপেক্ষায়।

এই ভাবে এক পাশে-
আমি বসে বকুল গেছের নিচে,
হঠাৎ চোখে পড়ে -
আমার চারিদিক ঘিরে
অসংখ্য সাদা ঘাস ফুল।

ঝিরি ঝিরি বাতাসে -
মনে হলো আজ,
ওরা আমার বন্ধু হতে চায়,
সাজিয়ে ফুলের সাজ।

যদি এমন হতো -
আমি হতাম ওদের মতো,
ছুঁয়ে যেত ওই মৃদু বাতাস
গান যে শুনাতো কত!

মেলে দিতাম রোজ আমার
পাঁপড়ির ডানা-
ছুঁয়ে নিতে ওই দূর অজানা
আর কোনো মানা,
ছাড়িয়ে যেতে এই অবুঝ বেলা।

এমনই ভাবনায় কেটে গেছে
আজ অনেক সময়,
মনে পড়লো ফিরতে হবে এবার বাসায়
মা যে আছে আমার অপেক্ষায়।

আস্তে আস্তে ওদের কাছ থেকে
আমি দূরে চলে আসলাম,
সারাদিন শুধু আমি
ওদের কথায় ভাবলাম।

কি যে অপূর্ব ছিলো ওই মূহুর্ত -
আর একটু যদি থেকে যেতাম
ওদের সাথে,
কি যে এমন হতো অনর্থ।

এই ভাবে আমি আসবো আবার
বসবো ওই বকুল গাছের নিচে,
বন্ধুত্বের হাত বাড়িয়ে
যাব তোমাদের সাথে মিশে।।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২৪ রাত ৯:৩৪

ইসিয়াক বলেছেন: সুন্দর কবিতা।
সামহোয়্যারইন ব্লগে আপনাকে স্বাগতম।
ভালো থাকুন।

১১ ই মে, ২০২৪ রাত ১২:১৭

শেখ সোভানা ইয়াসমিন বলেছেন: অসংখ্য ধন‍্যবাদ এবং কৃতজ্ঞতা।

২| ১০ ই মে, ২০২৪ রাত ৯:৩৬

সায়েমুজজ্জামান বলেছেন: সুন্দর কবিতা। ব্লগে স্বাগতম।

শুভ কামনা।

৩| ১১ ই মে, ২০২৪ রাত ১২:১৯

শেখ সোভানা ইয়াসমিন বলেছেন: অসংখ্য ধন‍্যবাদ এবং অনুপ্রাণিত করার জন‍্য কৃতজ্ঞতা। দোয়া রাখবেন।

৪| ৩১ শে মে, ২০২৪ রাত ১:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগে স্বাগতম

০৪ ঠা জুন, ২০২৪ রাত ১২:৫৬

শেখ সোভানা ইয়াসমিন বলেছেন: ধন‍্যবাদ ভাইয়া। দোয়া রাখবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.