![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইংরেজি সাহিত্যে মাস্টার্সের ছাত্রী। জন্ম চুয়াডাঙ্গা শহরে। পড়াশোনার পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলে সহকারী শিক্ষিকা হিসেবে পাঠদান করেছি। এছাড়াও একটি এতিমখানায় বাচ্চাদের শিক্ষা দানে নিয়োজিত ছিলাম। ছোট থেকেই বাংলা সাহিত্যের প্রতি টান অনুভব করেছি। ছড়া, কবিতা, গল্প, উপন্যাস পড়ার শখ ছিল। পছন্দ ছিল আর্ট করা। সহজ সরল সাধারণ মন মানসিকতার একজন প্রকৃতিপ্রেমী মানুষ। ভালো লাগা থেকে শুরু হয় নিজের মনের কথা গুলো কবিতা /ছড়া আকারে লেখার প্রয়াস।
সে দিনের দেখা মেঘ
এক ভিন্ন অনুভূতি,
অবাক দৃষ্টিতে চেয়ে আমি
ভাবছি কি হবে এর পরিণতি!
হঠাৎ চোখের পলকে
মেঘ কেটে উজ্জ্বল নীল আকাশ,
সাত রঙে ছেয়ে গেছে দিগন্ত
একি রংধনু!!
এক পলকেই ছুঁয়ে গেল আমার মন,
খুঁজে ফিরি বার বার
তবুও দেখা না পেলাম তাঁর।
সে দিনের দেখা মেঘ
দাঁড়িয়ে আমি খোলা আবেগ
দু 'চোখে ছুঁয়ে গেছে স্বপ্ন
কালের সময় ছিল অতি নগ্ন।।
০৪ ঠা জুন, ২০২৪ রাত ১২:৫৪
শেখ সোভানা ইয়াসমিন বলেছেন: কবিতা গুলো পড়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০২৪ রাত ১:০৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দু 'চোখে ছুঁয়ে গেছে স্বপ্ন কালের সময় ছিল অতি নগ্ন।।
.......................................................................................
মেঘে মেঘে অনেক তো বেলা হলো ।