নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক খন্ড মেঘ

শেখ সোভানা ইয়াসমিন

ইংরেজি সাহিত্যে মাস্টার্সের ছাত্রী। জন্ম চুয়াডাঙ্গা শহরে। পড়াশোনার পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলে সহকারী শিক্ষিকা হিসেবে পাঠদান করেছি। এছাড়াও একটি এতিমখানায় বাচ্চাদের শিক্ষা দানে নিয়োজিত ছিলাম। ছোট থেকেই বাংলা সাহিত্যের প্রতি টান অনুভব করেছি। ছড়া, কবিতা, গল্প, উপন‍্যাস পড়ার শখ ছিল। পছন্দ ছিল আর্ট করা। সহজ সরল সাধারণ মন মানসিকতার একজন প্রকৃতিপ্রেমী মানুষ। ভালো লাগা থেকে শুরু হয় নিজের মনের কথা গুলো কবিতা /ছড়া আকারে লেখার প্রয়াস।

শেখ সোভানা ইয়াসমিন › বিস্তারিত পোস্টঃ

বৃদ্ধ বয়স

১১ ই মে, ২০২৪ বিকাল ৩:২৩

যে পথ আমাকে করেছে একা
ফেলে গেছে এ প্রান্তে,
জানি সে ফিরবে না এ
সময়ের কাটার অজান্তে।
এ পথ বড়ই দুর্গম
হেঁটে চলেছি আজ,
পিছু ফিরে সহযাত্রীদের খোঁজ
নিই বারবার।
একে একে থেমে গেছে
ক্লান্ত পথিকের দল,
খুঁজে নিয়েছে মাটির আশ্রয়
কেউ বা সমুদ্র সমতল।
এ পথ আজ চলেছি একা
ফেলে চোখের ক্লান্ত পাতা,
ওদের খোঁজে পিছু ফিরে_
থামতে ইচ্ছে হয়,
এ পথে আজ আমি একা
নিঃস্ব অসহায়।।
ও পথ আসবে না জানি
ফিরিয়ে নিতে আমায়,
সূর্য ডুবে সন্ধ্যা নামে
যখন ফেরার সময়।।
হাঁটতে হাঁটতে আমারও যখন
দু'চোখের পাতা হবে ভারি;
তখন বুঝি আমাকেও নিতে
আসবে এ পথে সময়ের গাড়ি।।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০২৪ রাত ১:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হাঁটতে হাঁটতে আমারও যখন দু'চোখের পাতা হবে ভারি;
...................................................................................
বুঝে নিও আমারও সময় হয়েছে বৃদ্ধানিবাসে যাবার ।

০৪ ঠা জুন, ২০২৪ রাত ১২:৫০

শেখ সোভানা ইয়াসমিন বলেছেন: সুন্দর বলেছেন। হাঁটতে হাঁটতে আমার ও যখন দু'চোখের পাতা হবে ভারি; তখন বুঝি আমাকেও নিতে আসবে এ পথে সময়ের গাড়ি" এখানে জীবনের অন্তিম পর্ব মৃত‍্যুকে বলা হয়েছে। জীবন পথে ক্লান্ত হয়ে থেমে যাব একদিন মৃত‍্যুকে আলিঙ্গন করে। ধন‍্যবাদ মন্তব্যের জন‍্য।
আপনার মন্তব্য লিখুন

২| ০৪ ঠা জুন, ২০২৪ রাত ১২:৫৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তখন বুঝি আমাকেও নিতে
আসবে এ পথে সময়ের গাড়ি।।

.......................................................
সময়ের আঙ্গিনায়
এমন মনকে চাই আলিঙ্গন করে মৃত্যুকে
আহব্বান,
জীবন পথে আমি ক্লান্ত হবোনা ,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.