![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইংরেজি সাহিত্যে মাস্টার্সের ছাত্রী। জন্ম চুয়াডাঙ্গা শহরে। পড়াশোনার পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলে সহকারী শিক্ষিকা হিসেবে পাঠদান করেছি। এছাড়াও একটি এতিমখানায় বাচ্চাদের শিক্ষা দানে নিয়োজিত ছিলাম। ছোট থেকেই বাংলা সাহিত্যের প্রতি টান অনুভব করেছি। ছড়া, কবিতা, গল্প, উপন্যাস পড়ার শখ ছিল। পছন্দ ছিল আর্ট করা। সহজ সরল সাধারণ মন মানসিকতার একজন প্রকৃতিপ্রেমী মানুষ। ভালো লাগা থেকে শুরু হয় নিজের মনের কথা গুলো কবিতা /ছড়া আকারে লেখার প্রয়াস।
কত কথা মনে মনে হয় বাস্তবতা মিলিয়ে,
অন্যের কাছের মানুষের শোক দেখে ভাবি
এমনটা যদি হয় কখনও আমার জীবনে,
আমি নরম মানুষ শোক যদি হয় কভু,
কেমন করে মেনে নেব,ধৈর্য্য কেমনে আসবে প্রভু!
মাঝে মাঝে অন্যের শোকটা উপলব্দি করতে যেয়ে,
যতপরিচিত বয়োবৃদ্ধের দিকে ক্ষণে ক্ষণে থেকেছি চেয়ে,
তারাও আমার অনেক কাছের কাউকে চাইনি হারাতে,
যারা ছিল একটু দূরের তবুও কত আপন,
শোকের ভয়ে মানাতে পারিনি তাদেরও হারাবে জীবন!
আমার নিয়তি এতটা করুণ কিভাবে মানা যায় ;
দূরের শোক নিতে পারবো না ভেবে দিন রাত করেছি ভয়।
সবকিছুর পালাক্রমে আমার জীবনেও শোক এলো,
তবে তা দূরের নয় কলিজার কাছের মানুষকে হারিয়ে দিলো।
দূরে মসজিদে মাইকে যতবার শুনি মৃত্যুর খবর আমার বাবার নামে,
ততবার হৃদয় আঁতকে ওঠে-
'এ সত্য নয় মিথ্যা ভাবি মিথ্যা অভিনয়ে'!
রাত গভীর হতেই বাবার নিথর দেহের পাশ থেকে একে একে সবাই চলে গেলে,
আমি শুধু দাঁড়িয়ে ভেবেছি অপলক দৃষ্টিতে চেয়ে
সব ভুল ভাঙিয়ে বাবা তুমি উঠবে এখনই বলবে ' কাছে আয় বড় মেয়ে'!
রাত পেরিয়ে সকাল হলে মানুষের আহাজারি গেছে ছেয়ে,
আমি তখনও শান্ত দেহে থমকে আছি অপরিচিত শোক পেয়ে!
এরপর কাছের আরো তিনজনকে হারিয়ে
শোকের সাথে সন্ধি হলো, সে বারবার আসবে হৃদয়ে বলে গেলো।
এখন আর হৃদয় ওঠেনা আঁতকে কখনো বা কারো দুঃখে,
নিজের মাঝেই স্তুপ গড়েছি পরিচিত -অপরিচিত পাওয়া শোকে!
©somewhere in net ltd.