![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইংরেজি সাহিত্যে মাস্টার্সের ছাত্রী। জন্ম চুয়াডাঙ্গা শহরে। পড়াশোনার পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলে সহকারী শিক্ষিকা হিসেবে পাঠদান করেছি। এছাড়াও একটি এতিমখানায় বাচ্চাদের শিক্ষা দানে নিয়োজিত ছিলাম। ছোট থেকেই বাংলা সাহিত্যের প্রতি টান অনুভব করেছি। ছড়া, কবিতা, গল্প, উপন্যাস পড়ার শখ ছিল। পছন্দ ছিল আর্ট করা। সহজ সরল সাধারণ মন মানসিকতার একজন প্রকৃতিপ্রেমী মানুষ। ভালো লাগা থেকে শুরু হয় নিজের মনের কথা গুলো কবিতা /ছড়া আকারে লেখার প্রয়াস।
আজও খুঁজে যাই কবি তারে
বৃষ্টিতেই নয়,
হাঁসের ডুব সাঁতারে।
খুলে দেখি জানালার পাল
দক্ষিণ দিকে যে টি,
চমৎকার অনুভূতি
এই তো বর্ষার রীতিনীতি।
আমি উষ্ণ তখনও
দাঁড়িয়ে শূন্য দেহ।
আমি তো আমাতে নেই
উড়ে গেছে মন,
ডানা তো নেই!!
এমন ভাবনা কেন যে এলো মনে?
কবিত্বের আচরণে যদি হয়
মনও ডানা মেলে দিতে পারে।।
আনতে পারে অনেক বর্ষা
ফুঁটাতে কদম ফুল,
নদীর কিনার ভেঙ্গে গেলেও
তাতে নেই কোন ভুল।।
কবি যদি হয় জাত কবি বটে
মুখে কথা যার ছন্দ ঠোঁটে,
রাতে করে দিন
দিনে আঁকে চাঁদ,
খুঁজে যাই কবি তারে।।
যদি পাও দেখা
বলো আজও আমি একা,
প্রতি নিয়ত ভাঙ্গা গড়ার খেলায়
মেতেছি হয়েছি শুধু বরবাদ।
তবু খুঁজে যাই কবি তারে
এ আমার অহংকারের অপবাদ।।
০৪ ঠা জুন, ২০২৪ রাত ১২:৪৮
শেখ সোভানা ইয়াসমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০২৪ রাত ১:০৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বৃষ্টিতেই নয়, হাঁসের ডুব সাঁতারে।
.............................................................
আমি খুঁজি কবিকে তার কবিতায় !