![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইংরেজি সাহিত্যে মাস্টার্সের ছাত্রী। জন্ম চুয়াডাঙ্গা শহরে। পড়াশোনার পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলে সহকারী শিক্ষিকা হিসেবে পাঠদান করেছি। এছাড়াও একটি এতিমখানায় বাচ্চাদের শিক্ষা দানে নিয়োজিত ছিলাম। ছোট থেকেই বাংলা সাহিত্যের প্রতি টান অনুভব করেছি। ছড়া, কবিতা, গল্প, উপন্যাস পড়ার শখ ছিল। পছন্দ ছিল আর্ট করা। সহজ সরল সাধারণ মন মানসিকতার একজন প্রকৃতিপ্রেমী মানুষ। ভালো লাগা থেকে শুরু হয় নিজের মনের কথা গুলো কবিতা /ছড়া আকারে লেখার প্রয়াস।
আকাশ পানে চাঁদটি দেখে উদাস কেন হই,
একলা ও চাঁদ আছে ভালোই হয়ে আমার সই।
ছায়া ছায়া মেঘের চাদর এ পাশ ও পাশ করে,
আমার সাথে খুনসুটি তার বহুদিন ধরে।
আলো ছায়ার মাঝে এ কেমন মায়ার ঘোর,
আজ রাত না কাটুক তোমার আমার
না আসুক বেখেয়ালি ভোর।
চোখে চোখে চাওয়া চাওয়ি হোক গায়ে জ্যোছনায় মাখামাখি,
খামখেয়ালি যতগল্প হোক আজ পুষিয়ে নেব বাকি।
দক্ষিণা হাওয়া থেমেথেমে ওঠে হিম হিম করা সুখে,
তোমার জ্যোছনার আলোয় আমাকে জ্বালাও কি নিদারুণ অসুখে!
তোমার আকাশ তোমার আলো,আমি শুধু বেসেছি ভালো এতটুকুই থাক,
একলা ও চাঁদ আছে ভালো, আমি চাইনে তো আর তার ভালো থাকার ভাগ!
২১ শে মে, ২০২৪ বিকাল ৩:২২
শেখ সোভানা ইয়াসমিন বলেছেন: ধন্যবাদ এবং উপদেশের জন্য কৃতজ্ঞতা আমি ব্লগ খোলার পরে এটাতে বেশি সময় দিতে পারেনি, চেষ্টা করবো ভালো লেখা দেওয়ার,আশা করি আপনাদের সহযোগিতায় আরো ভালো করবো। ধন্যবাদ মন্তব্যের জন্য।
২| ২১ শে মে, ২০২৪ দুপুর ১:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার কবিতা ভালো লাগলো
২১ শে মে, ২০২৪ দুপুর ১:৩৩
শেখ সোভানা ইয়াসমিন বলেছেন: অনেক ধন্যবাদ ছবি আপু আমার কবিতা পড়ার জন্য। আমার ব্লগে আপনাকে স্বাগতম। অনেক ভালো থাকেন দোয়া রইলো।
৩| ৩১ শে মে, ২০২৪ রাত ১২:৩০
নয়ন বড়ুয়া বলেছেন: আপনার কবিতা পাঠ করলাম কবি...
০৪ ঠা জুন, ২০২৪ রাত ১২:৩১
শেখ সোভানা ইয়াসমিন বলেছেন: কবিতা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ নয়ন ভাইয়া।
৪| ৩১ শে মে, ২০২৪ রাত ১:১৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চোখে চোখে চাওয়া চাওয়ি হোক গায়ে জ্যোছনায় মাখামাখি,
.......................................................................................
ততটুকুই কাম্য যেখানে স্বার্থপরতা বাসা বাঁধেনি এখনও।
০৪ ঠা জুন, ২০২৪ রাত ১২:৩৩
শেখ সোভানা ইয়াসমিন বলেছেন: আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০২৪ রাত ১১:৪০
আহমেদ জী এস বলেছেন: শেখ সোভানা ইয়াসমিন,
আমার ব্লগে আপনার পদচিহ্ন দেখে এখানে এলুম। বেশ অবাক লাগলো, আপনার পোস্টকৃত ১১টি লেখার ১টি বাদে বাকী সবগুলিই মন্তব্য শূন্য দেখে।
হয়তো আপনি নতুন বলে কিম্বা আপনার লেখার হাত এখনও কাঁচা বলে অমনটা হয়ে থাকবে।
এই কবিতাটির শুরুটা গতানুগতিক। লেখা আরও ঘসতে মাজতে হবে। ইংরেজী সাহিত্যের ছাত্রী আপনি। তাই ঘসা-মাজা সহজ হবে আপনার কাছে।
এমন অযাচিত উপদেশে কষ্ট পাবেন না। এসব আপনাকে আগামীদিনে আরও শুদ্ধ করবে বলে বিশ্বাস করি।
লিখতে থাকুন। ব্লগ পোস্টে মন্তব্য করুন বেশি বেশি।
শুভেচ্ছান্তে।