নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

অখাদ্য গিলছি অখাদ্য খাচ্ছি !

০৪ ঠা জানুয়ারি, ২০২১ সকাল ৭:২৪

অখাদ্য কথাটার মানে কি? যাহা খাওয়ার যোগ্য নয়। এই কথাগুলি খাবার এর বেলায় প্রযোজ্য। সোজা কথায় পেট সইবে না এইতো !

এখন সাহিত্য বা লেখনি যখন অখাদ্য হয় এর মানে কি? এর মানে মগজ সইবে না সাথে গোটা সমাজ হজম করবে না। সোজা কথায় এই তো ! কিন্তু কই পরিবর্তন তো দেখছি না। অখাদ্য ই বাজার দখল করে আছে। 

গত বই মেলায় একজন ব্যক্তির কবিতার বই এর খুব কাটতি গেছে। এবার ও যাবে হয়তো ! কিন্তু উনি কবিতার নামে লিখছেন কি?সোজা কথায় চটি ! খিস্তি! বিশেষ অংগের কামকাইজ ইত্যাদি নিয়া লেখা। এই সব কবে থেকে বাংলা সাহিত্যে আসল বা জায়গা নিল মাথায় আসে না। ইদানীং উনি যা লিখছেন তা পড়লে গোসল ফরজ নাউজুবিল্লাহ বলাও ফরজ। অনেকে হয়তো ধরে ফেলেছেন কার কথা বলছি। ধরে যখন ফেলেছেন নাম আর বললাম না।

এসব অখাদ্য লিখে কেমনে সাহিত্য চর্চা হচ্ছে তাই মাথায় বা মগজে ধরে না। এর জন্য কি পাঠক দায়ী না? অবশ্যই দায়ী। তারা খায় বলেই উনি লিখেন। প্রকাশকরা লুফে নেয়। আসলে ধান্ধা এখন সব খানে হোক সেটা পেট বা মগজ এর। অল্পদিনে অর্থ কড়ি কামাই মন্দ না সাথে নাম-ডাক !

তারমানে দেশে এক ধরনের অখাদ্য লেখার পাঠক তৈরী হয়ে গেছে। লেখক ও আছে। আসল সাহিত্য লুটপাট! সরকার ও সেদিকে নজর দেয় না। তবে অবাক হব না যদি উনি একুশে পদক বা যে কোন পদক পেয়ে যান!  বাংলাদেশে সব সম্ভব !  শেষ করছি একটি কথা বলে,

" অখাদ্য তুমি
অখাদ্য তোমার লেখনী
যতই হোক নামডাক
সবটাতেই নষ্ট কাহানী।  "

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.