নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

গার্বেজ একটি উপকারী শব্দ !

১৩ ই জানুয়ারি, ২০২১ ভোর ৫:৫৮

কেউ কেউ এখানে আছেন যারা নিজেদের লেখাকে এত উত্তম মনে করেন যে, ঐষী বাণীর পরের অবস্থান ! বলে দাবি করেন নি তবে ভাবে তাই বলে। যা আমাকে বিস্মিত করে।

ঠিক আছে সবাই ররবীন্দ্রনাথ,  নজরুল,  শেক্সপিয়ার বা জন কিটস না। যার যার নিজেদের স্টাইল আছে। সমালোচনা চলতেই পারে। সমালোচনা গ্রহণ ও করতে হবে কিন্তু খালি গার্বেজ গার্বেজ বলে চিল্লালে তখন গার্বেজ শব্দটি সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা কে মনে হয় বা তাঁর নামের আগে পিছে যোগ হয়ে যায়। তখন চিনতে সুবিধা হয় আমাদের ও উনি ! তবে একটা কথা গার্বেজ এর বহু উপকার ও আছে মাথায় রাখতে হবে। যেমন খিস্তি দেয়া অনেক সময় বহু কাজে লাগে শরীর এবং মনের! তা খিস্তি কি মানব সম্প্রদায়ের মুখের অংশ নয়?

যাক এ ব্যাপারে আর কিছু বলার ধৈর্য্য আমার নাই তাই ইতি টেনে দিলাম। কারো কলিজায় লাগলে জল ঢেলে নিবেন আর দাওয়াই নিলে ও নিতে পারেন ! পুরোটা নিজের খরচায় !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.