নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

খিস্তি !

১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৭

নেতা আসলেন
নামল গাড়ির কালো কাঁচ
নেতা হাসলেন
কপালে নেই চিন্তার ভাঁজ!

চোখে রোদ চশমা
গায়ে পাঞ্জাবি ধবধবে সাদা
উপরে কুচকুচে কালো কোট মুজিব
চারপাশে শ্লোগান
করতালি উল্লাস
নেতার জয় গান সর্বত্র হিট!

উনি উঠলেন মঞ্চে
নাড়লেন হাত
দেখলেন তাঁর ক্রেজ
মাপলেন মঞ্চের সকলের ফেস।

শুনলেন কিছু কথা
আগে পিছে সকলের
আসনটা টেনে নিলেন সামনে
চিহ্ন নেই কোন ধকলের।
তিনি শুরু করলেন কথা
বললেন,
তাঁর ও আছে দুঃখ ব্যথা !
দেখেন চেয়ে এসেছে কয়টা মিডিয়া?
ভাবছেন,
যাচ্ছে কি কথা লাইভে!

নেতার ও নেতা আছে
ভুল হলে সবশেষ
থাকবে না আরাম লাইফে।

নেতা বললেন,
ভালোর সাথে
আলোর সাথে
এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

করতালি উল্লাস
নেতা গেলেন চলে
ভাংগা হলো মঞ্চ
রয়ে গেল রেশ।


ঝুম করে মেঘ গর্জে এলো বৃষ্টি
আহ! কি অপরুপ সৃষ্টি
গেল ডুবে রাস্তা
জমে কোমর পানি
উল্টায় রিক্সা
খুব জোরে শুনতে পাই,
মাদারচোদ! খিস্তি।


১৪ জানুয়ারী ২০২১।




মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.