নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
রাষ্ট্র জানুক
জানুক সরকার
এ মুহূর্তে
এই শীতে
প্রেম দরকার।
রাষ্ট্র জানুক
জানুক সরকার
ফাটা ঠোঁটে
চুমু দরকার।
রাষ্ট্র জানুক
জানুক সরকার
মেলা ধোঁয়া চারপাশে
সবটুকু খোলাসা হওয়া দরকার!
রাষ্ট্র জানুক
জানুক সরকার
মানুষ তো মেলা
প্রাণের মানুষ
ভীষণ ভীষণ দরকার।
দরকারী বিজ্ঞাপন !
৩০ নভেম্বর ২০২০।
২৭ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:০৬
স্প্যানকড বলেছেন: মেলা অভাব! আটলান্টিকের পাড়ে থেকে জানা কি যায়? ভালো থাকবেন।
২| ২৭ শে জানুয়ারি, ২০২১ ভোর ৬:৩৯
সাসুম বলেছেন: সোন্দর কোবিতা।
অনুগল্প টাইপ, ভাল্লাগছে। পোস্টে পেলাস
২৭ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:০৯
স্প্যানকড বলেছেন: টাইপ যাই হোক দরকার কিন্তু সবার।
পেলাসে পেলাসে লাগছে জট
খুলতে গিয়া খাইছি কট!
ধন্যবাদ, ভালো থাকবেন। হাসতে থাকুন প্রাণ খুলে যদি না ঠোঁট ফেটে থাকে।
৩| ২৭ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:২১
পদ্মপুকুর বলেছেন: রাষ্ট্র আজ তবে জেনে যাক...
২৭ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:১০
স্প্যানকড বলেছেন: আবার জিগায়! ধন্যবাদ ভালো থাকবেন সব সময়।
৪| ২৭ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম
ভালো হয়েছে
২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫০
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ! আপনার মূল্যবান সময় দেয়ার জন্য ভালো থাকবেন।
৫| ২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০২
রানার ব্লগ বলেছেন: রাস্ট্র জানুক
জানুক সরকার
এই শীতে
ধোয়া ওঠা ভাত
কম্বল মুড়ি দেয়া রাত দরকার
২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫৩
স্প্যানকড বলেছেন: জানুক রাষ্ট্র
জানুক এইডা ও সরকার!
কম্বলের তলে
শরীর বেশি গলে
মনের মানুষ যদি মিলে!
৬| ২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:২৬
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: প্রেম না বউ দরকার...
২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫৫
স্প্যানকড বলেছেন: খাইছে ডাইরেক্ট জিনিস চাইছেন। মানুষ তো আগে ডাইনে বামে যায় ! ধন্যবাদ, ভালো থাকবেন।
৭| ২৭ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১৩
রাজীব নুর বলেছেন: ভালো হয়েছে।
২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:০৯
স্প্যানকড বলেছেন: বলছেন! তাইলে ঠিক আছে। ধন্যবাদ, ভালো থাকবেন ।
৮| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ২:১৫
নেওয়াজ আলি বলেছেন: রাষ্ট্র জানুক সরকার জানুক এই মুহূর্তে আপনাকে দরকার ।
২৮ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১০
স্প্যানকড বলেছেন: রাষ্ট্র এবং সরকার এর মেলা কাম আছে। আমার তাদের দরকার নাই। আসলেই কি আম জনতার দরকার আছে? ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৭ শে জানুয়ারি, ২০২১ ভোর ৫:৫৩
চাঁদগাজী বলেছেন:
প্রানের মানউষের অভাব নেই বাংলাদেশে।