নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
গাছটি টিকে ছিল মেলাদিন
ইয়ার বন্ধু কাক,
কিছু চেনা অচেনা পাখি
অনেক ইতিহাস গোপন করেছে সে
যে মেয়েটি প্রেমের টানে
উঠোন পেরিয়ে হাত ধরলো যার
আঘাতে আঘাতে গলায় দড়ি
গাছটি স্বাক্ষী তার।
যে পথিক রোজ দাঁড়ায়
হাতে কমদামি বিড়ি
দুটি চোখ
ট্রাফিক বাতির সিগন্যাল রং লাল।
বিড়বিড় করে
প্রভুর কাছে সময় করে আবদার
আদর এর ছেলেটি
এ যাত্রায় বাঁচবে?
হবে না তো কাল?
গাছটি টিকে ছিল মেলাদিন
যে বেশ্যা আব্রু বেঁচে
পা নাচিয়ে খাচ্ছে বাদাম
গুনগুনিয়ে গাইছে গান
পেটের চেয়ে বড় হারামি নেই কেউ আর!
এ বাক্যটি খোদার দেয়া কিমতি উপহার!
গাছটি টিকে ছিল মেলাদিন
যে ছেলেটি রোজ আসে
বেকার
একদম মুখ বেজার
ভাংগে গড়ে স্বপ্ন
গাছটি ওর জন্য
আশা দেয় ছায়া দেয়
বিনে পয়সার সেবা দিয়েই সে ধন্য।
সিটি করপোরেশনের সিদ্ধান্ত,
যৌবন হারা
না হয় ফল
না ধরে ফুল
পাতায় হলদে রং
বহু জায়গা দখলে
একদম সেকেলে
বাড়তি এ শহরে
উপড়ে ফেলতে হবে শিকড় সহ
বড় কর্তা এক শ্বাসে "হ্যাঁ "
সই করে কাগজে
গাছটি চুপ করেই জীবন দেয়
মিটিং মিছিল টু শব্দটি হয়নি
এখানে সেখানে ।
বোধ !
৩১ জানুয়ারি ২০২০।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৮
স্প্যানকড বলেছেন: কি বলছেন বুঝাইয়া কন? ধন্যবাদ। ভালো থাকবেন।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:০৯
ঢাকার লোক বলেছেন: কবিতা ভাল হয়ছে, গাছ কাটা নিয়ে আমাদের দেশে কেউ ভাবে তেমন বোধ হয় না!
"এ বাক্যটি খোদার দেয়া কিমতি উপহার!"
আপনার এ বাক্যটি এ কবিতার জন্য কতটা দরকারী বা একে কতটা এনহ্যান্স করেছে বোধগম্য নয়! নাকি ধর্মকে এক হাত নেয়াটাই শুধু লক্ষ্য বোঝা গেল না!
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৫
স্প্যানকড বলেছেন: আমি হাতাহাতি পছন্দ করি না। খোদার হুকুম ছাড়া তো গাছের পাতাও নড়ে না। ধন্যবাদ। ভালো থাকবেন।
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২৬
মিরোরডডল বলেছেন:
কবিতাগুলো পড়ি যদিও কমেন্ট করা হয়না । বুঝিনা কি লিখবো , শুধু এটুকু বলি কবিতাগুলো পড়তে ভালো লাগে ।
খুব চিরন্তন সত্য কথাগুলো সহজ ভাষায় কবিতায় উঠে আসছে । গুড জব !
০৪ ঠা জুলাই, ২০২১ রাত ৩:২৪
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মিরোরডল ! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২৮
রাজীব নুর বলেছেন: সবারব বোধ জাগ্রত হোক।