নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
( বব মারলে আর্টিস্ট লিয়ন ডেবেনাইস)
ঘাম নিয়ে শুতে যাই
ঘাম নিয়ে নাহাই
ঘাম নিয়ে উঠি
আমরা মধ্যবিত্ত
সমাজে মাছলি পুটি।
কত স্বপন
বুক ধরফর
নিকোটিন চোখে ঝাপসা
গোস্তের সনে পোড়ে
কলিজা ফ্যাপসা ।
আমরা শালায় আছি বেঁচে
কি নাই!
এই নিয়ে ভাবি
রাতদিন এক করে
বোকার মতন প্রেম খুঁজি।
মধ্যবিত্ত মানে,
মশারীতে আঁকা ফুল
সারাজীবন গুনতে হয়
ভুলের মাশূল।
মধ্যবিত্ত মানে,
তিন পাখার দৌড়
লোডশেডিং এ
লাল নীল ভোর।
মধ্যবিত্ত মানে,
রোজ এক খবর
" ভালা দিন আইব "
সবুরে জিন্দেগী পায় কবর।
মধ্যবিত্ত মানে,
ধার দেনা
জিতা নাই শুধু হার
ইধার কা মাল উধার।
মধ্যবিত্ত মানে,
এপাশ ওপাশ
আফসোস
মিলে কম দখিনা বাতাস।
মধ্যবিত্ত মানে,
এক জোড়া চাড্ডি,
কোনমতে প্যান্ট
লুংগী, গামছা,
দুই ফিতার সেন্ডেল,
সাবান হালাল!
মধ্যবিত্ত মানে,
গা ঘেঁষাঘেঁষি
বাসের রড
কোনমতে এক ছাদ
মান সম্মান আঁকড়ে
চার দেয়াল।
১ লা মার্চ ২১।
০২ রা মার্চ, ২০২১ রাত ২:৫২
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।
২| ০২ রা মার্চ, ২০২১ রাত ১২:০৮
রাজীব নুর বলেছেন: বুঝতে পারছি না আমি কোন বিত্ত?
০২ রা মার্চ, ২০২১ রাত ২:৫৩
স্প্যানকড বলেছেন: আপনি বৃত্ত ! ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০২১ রাত ১১:৪৫
মেহেদি_হাসান. বলেছেন: মধ্যবিত্ত মানে,
রোজ এক খবর
" ভালা দিন আইব "
কথাটা বেশি ভালো লেগেছে একদম খাঁটি কথা।