নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
তোমারে কাছে টানলে
ভেতর মোচড় মারে
যেন পাখির ঠোঁটে
বন্দি মাছের ছটফটানি।
তোমারে দূরে রাখলে
বিরহ মারে
নানান চিন্তায়
চুলে পাক ধরে।
এই যে,
কাছে দূরে
খেলা চলে
এই প্রেম
এই প্রেম!
তোমারে চুমু খেলে
শিহরণ জাগে
নিদ্রা ভালো হয়
আরাম লাগে
তোমারে না ছুঁলে
ভেতর বাহির জ্বলে।
এই যে,
ধরা, খরা, মরা
এই প্রেম
এই প্রেম!
তোমারে এক নজর না দেখলে
অস্থির লাগে
দম আসে যায়
আন্ধার সব লাগে
তোমারে কাছে পেলে
সব রোশনাই
মন হাসে খেলে।
এই যে,
আঁধার আলো
হাসি মায়া
এই প্রেম
এই প্রেম
গোটা দুনিয়ার আলো
শুণ্য বুকটা ধুক করে
বহু কিছু বয়ান কইরা যায়।
১০ জুন ২১।
©somewhere in net ltd.