নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

ছটফটানি !

১০ ই জুন, ২০২১ রাত ১১:১৮

ছবি নেট ।

তোমারে কাছে টানলে
ভেতর মোচড় মারে
যেন পাখির ঠোঁটে
বন্দি মাছের ছটফটানি।

তোমারে দূরে রাখলে
বিরহ মারে
নানান চিন্তায়
চুলে পাক ধরে।

এই যে,
কাছে দূরে
খেলা চলে
এই প্রেম
এই প্রেম!

তোমারে চুমু খেলে
শিহরণ জাগে
নিদ্রা ভালো হয়
আরাম লাগে
তোমারে না ছুঁলে
ভেতর বাহির জ্বলে।

এই যে,
ধরা, খরা, মরা
এই প্রেম
এই প্রেম! 

তোমারে এক নজর না দেখলে
অস্থির লাগে
দম আসে যায়
আন্ধার সব লাগে
তোমারে কাছে পেলে
সব রোশনাই
মন হাসে খেলে।

এই যে,
আঁধার আলো
হাসি মায়া
এই প্রেম
এই প্রেম
গোটা দুনিয়ার আলো
শুণ্য বুকটা ধুক করে
বহু কিছু বয়ান কইরা যায়।

১০ জুন ২১।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.