নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

দ্যা হোলি কাউ !

২৩ শে জুন, ২০২১ সকাল ১১:০৭

ছবি নেট ।

সে আমারে কোথায় নিয়ে যাচ্ছে?
পিংক কালার এর দরজা
রুম নম্বর ৩০২
খুব ধীরে ধীরে
জড়সড় হয়ে ন্যাংটো হই
সে হাসে
টের পাই
এখন আমি অন্য কেউ
এখন আমি কারো পিতা নই
অথবা স্বামী
এখন আমি খদ্দের
হোলি কাউ! 

এ সমস্ত কারবার
অন্যদের চোখ দেখেনা
আমার বউ জানে?
সে প্রশ্ন করে যায়
এ উত্তর
দেয় কোন শালায়!

তার পড়নে 
কমলা রঙ এর সালোয়ার
নীচে কালো ব্রা
লুকানো যতনে রাখা
দুটি সুডৌল স্তন
হায় ঈশ্বর!
জলজ্যান্ত
রাশিয়ান ক্লাসনিকভ
দোধারী তলোয়ার!

তারও ভেতর হৃদয়
সেখানে আর কে রয়?
আর কে অমন করে
আমার মতন টেনে ধরে তাকে ?
স্নান ঘর এ
তার শরীরে শাওয়ার জেল মাখে? 

আমি খুঁজতে থাকি উত্তর
ডুবতে থাকি নিরন্তর
ব্যস্ত ভীষণ
কানে আর শুনিনা
এত শত গাড়ির হর্ন
পাগলা ষাঁড় তখন।

মিছিলের উপর রঙিন জল
লাঠি চার্জ
পর্দা উড়ে
বিছানা কাঁপে
সে চিল্লাতে থাকে
ট্রিগার চেপে ধরি
এক সময় দ্রিম!
খোসার সাথে সর্বস্ব জলাঞ্জলি।

এবার চলে আসে সোজা উত্তর,
ওখানে তোর বাপ থাকে
গতকাল যার ভাষন চলেছে
চব্বিশ ঘন্টা এ রাজ্যে
গতকাল যার শপথ হলো
পবিত্র সংবিধান রক্ষাকারী হিসেবে
গতকাল আর আজ ফারাক অনেক
খেলা শেষে আমি জেনে যাই 
ভেতরে যে আমি নাই
নিশ্চিত জবাব পাই।

সে আমারে ছেড়ে দেয় যখন
এ শহর ছিল খুউব ব্যস্ত
ভিজতে শুরু করেছিল
শ্রাবণের প্রথম বর্ষণে
এ শহরের বহু নড়বড়ে দেয়াল
পেরেক ঠুকা যীশুর প্রতি
আর দেয়নি খেয়াল।

সে আমারে ডুবিয়ে
ভেসে আছে অন্যকারো কক্ষে
অন্যকোন জামা পড়ে
তার শরীরের মেয়েলি গন্ধটা
আজও ভীষণ টানে।

যাবার বেলায় তার কথা ছিল
বারবনিতাদের প্রিয়;
যত পুরুষ তত নোট!
ওসব ঠিক থাকলে
গরম ভাতে ফু। 

প্রেম!
বোকাচোদা,
" ওসব কিতাবি কথা
শুনতে জবরদস্ত লাগে
ছু মন্তর ছু "

এখন,
হাতে জ্যাক ড্যানিয়েল
বরফ গলছে
মাথায় চলছে
দক্ষিনবংগের চিংড়ি, লবন চাষ
গুলশানের ফ্লাট
অসমাপ্ত সংসার
নষ্ট কবিতায় করে বাস
আরেক কালুরঘাট !


২৩ জুন ২১।








মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধুর , হাতুড়ি দিয়া আপনের মাথায় বাড়ি দেওন লাগবোৱ

বিষয়বস্তু চেঞ্জ করে লিখেন মিয়া। ইতা কিতা লিখতাছেন হুহ

২৩ শে জুন, ২০২১ দুপুর ১২:২৯

স্প্যানকড বলেছেন: আপনার বাড়ি খাইতে কোন অসুবিধা নাই ! কিন্তু আপু যেসব বংগ সন্তান সুইস ব্যাংকে টাকা রেখে এখন তৃতীয় সারিতে চলে আসছে তাদের কি করবেন ? নষ্ট রাজ্যে নষ্ট খোয়াব ! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

২| ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:২২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার লেখার হাত অনেক অনেক চমৎকার। আপনি লিখতে থাকুন। সব সময় আপনার শুভকামনা।






ভালো থাকুন নিরন্তর।

২৩ শে জুন, ২০২১ দুপুর ১২:৩৪

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, কিন্তু ছবি আপু খালি মাইর দিতে চায় ডর দেহায় আবার এদিকে আপনি অনুপ্রেরণা দেন কোনখানে যাই ? দোটানায় আছি চিন্তায় আছি। করোনার আঘাত। সব মিলে নাস্তানাবুদ তাই ইটটু আটটু লিখি আর কি। শুভকামনা রইল আপনার জন্য।

৩| ২৩ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:০৩

কামাল১৮ বলেছেন: পৃথিবীতে অনেক রকমের বাস্তবতা আছে,এটাও একটা বাস্তবতা।সাহসী প্রকাশ

২৩ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩১

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.