নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

মস্ত কিছু এবং আরও কিছু !

২০ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১৯

ছবি নেট।

একটা সময় বিশাল কিছু হতে চেয়েছিলাম
এই যেমন আসমান
অথবা সমুদ্দুর ।

না,
সেরম কিছুই হতে পারিনি
ক্রমশ ছোট হতে হতে একটা
ক্ষুদে ভ্রমরা হয়ে গেছি
অথবা অশরীরী
যার হাড় গোনা যায়
যার মাংস, রক্ত
খুবলে খুবলে মহাজনের সুদ
অসুবিধা ছাড়া গিলে খায়।

কোন একদিন উদলা শরীরে
কড়া রোদ মেখে
সাইকেলে চেপে চলে গিয়েছিলাম
সবুজ এক গ্রামে
বেশ কাটতে ছিল সময়
পেটের জ্বালায়
সে সুখ
চোখ এর পলক
খোলা বুজার মতন
অল্প সময়ে ফুরায়।

আমাকে চুম্বকের মতন টানতে থাকে
শহর, কারখানা, কোলাহল, জোচ্চুরি, ঠকবাজি, বেশ্যালয়।

মস্ত কিছু হতে চেয়েছিলাম
মস্ত কিছু
দিন যাচ্ছে
রাত আসছে পালা করে
সর্দি-জ্বর, হাঁচির মতন
নতুন নতুন সমস্যা উপস্থিত।

কোন এক সময়
বাজার এর মস্ত বড় গরু, উট
কোরবানি দেয়ার ছিল জেদ
আর এখন,
ভেড়া, ছাগল অথবা
এর চেয়ে ক্ষুদ্র কোন প্রাণী হলে
এ গরীব
আল্লাহ কে খুশী করতে পারতো ! 
হাসি দিয়ে ভেংগে দিত বেজার চার মুখ।

একটা সময় কত কিছু হওয়ার খোয়াব ছিল
এখন সেখানে ধুলো জমা ক্যানভাস
কষ্ট আর নোনার আঁচড়
ভীষণ ঝাপসা এ জীবন
যেন ডাট ভাংগা চশমা
অথবা
জীবিত শরীরে মুর্দার গতরে দেয়া
গোলাপ, আতর !
ফিকে এক চিলতে রোদ্দুর।

মেলা কিছু হতে চেয়েছিলাম
মস্ত বড় ভুল অথবা
শুদ্ধ কিছু ।

২০ জুলাই ২১ ( মংগলবার )

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:০১

কামাল১৮ বলেছেন: উপমা এবং ছন্দের অপুর্ব মিলনে চিত্রগুলো খুবই সুন্দর।ভলো একটা কবিতা পড়লাম।

২০ শে জুলাই, ২০২১ রাত ৮:০২

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ কামাল ১৮। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন। ঈদ মোবারক।

২| ২২ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

আল-ইকরাম বলেছেন: এটাও ভাল লিখেছেন।

২৪ শে জুলাই, ২০২১ ভোর ৪:২৮

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.