নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

সাফাই !

০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৪৯

ছবি নেট।

বলে রাখি,
এমন কয়েকজন কে আমি চিনি
কোনায় কোনায় মুতে দেয়া যাদের কাজ
অনেক টা কুকুর এর মতন
খাম্বা দেখলেই দাঁড়িয়ে যায়
ঠ্যং তোলে
এরা অবশ্য জিপার খোলে
তারা হয়তো ভুলে গেছে
মুতে দেয়ার ও নিয়ম বিধান আছে।

যাক ওসব কথা
সময়ের অপচয়
ওরা ভেসে যাক স্রোতের টানে
আগস্টের মাঝরাত চাঁদের দেখা মিলছে না
বারান্দায় পায়চারি
ঘুম নেই
এ হয় আমার
প্রায়ই হয়
কানে ঠিকই যাচ্ছে রিক্সার টুং টাং
মাল বোঝাই ট্রাকের এদিক সেদিক কাঁপিয়ে
তীব্র বেগে ছুটা
বন্দর থেকে ছেড়ে যাচ্ছে কয়েকটি জাহাজ
যাত্রী মেলা।

এ কয়েকদিনে আমার অবস্থা
ধরা যায় ধুলো জমা মাউথ অর্গান
যতই ঠোঁটের কাছে নিবে
ধুলো লাগবে
কিচ্ছু এগুবে না তাতে
না শব্দ
না সুর
অবশ্য এ বেশ জানি
তোমার মতন ঠোকর দিতে ক'জন কে আর চিনি।
তুমি কাছে টানলেই অনবদ্য কবিতা
গানে গানে মুখরিত চারপাশ
উল্লসিত ধ্বনি।

জানো ইদানীং,
খুব বাজেভাবে মিশে যেতে ইচ্ছে করে
যে কারো দলে
বলা নেই কওয়া নেই ঝগড়া ফ্যাসাদ
বাঁধিয়ে
চুপচাপ
ঘুমিয়ে পড়ি তোমার নরম কোলে
ওম লই
শ্বাস ছাড়ি
আহ! শান্তি
এইবার বলো,
গোটা আমাকে কেন চাই তোমার?
বলে রাখি,
আমি কিন্তু
উড়নচণ্ডী নানান দোষে দোষী !

৩ আগস্ট ২১ ( মংগলবার )




মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৫৬

হাবিব বলেছেন: আমিও সাফাই গাইবো ভাবতেছি।

০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৪:০০

স্প্যানকড বলেছেন: শুরু কইরা দেন। আর দেরি কেন ? ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন ।

২| ০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৪:০৯

খোলা জানালা। বলেছেন: ্বাহবা!

০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৫:০২

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন ।

৩| ০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৪:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: মনিষীরা বলেন যে উড়নচণ্ডী ছেলেদের মেয়েরা বেশী পছন্দ করে। আপনার টাইপ নারীসঙ্গ পাওয়ার জন্য পারফেক্ট। :)

০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৫:০৪

স্প্যানকড বলেছেন: অনেক নারী গন ও একই কথা বলে ! ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৪| ০৩ রা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৩

ফুয়াদের বাপ বলেছেন: আপনার লেখাগুলোর আবৃত্তি শুনতে ইচ্ছে করে, কেমন আবেগে লেখা কথামালা। কর্কষ ভাষায় উচিৎ কথা শুনতে তিতা লাগলেও তা ভালো।

শুভেচ্ছা নিরন্তর...

০৩ রা আগস্ট, ২০২১ রাত ১০:২৬

স্প্যানকড বলেছেন: কে করবে কেউ নাই! ধন্যবাদ ফুয়াদের বাপ। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৫| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ১০:৪৭

অধীতি বলেছেন: আরো গাওয়া হোক অনবদ্য ছন্দে।

০৪ ঠা আগস্ট, ২০২১ রাত ২:০৮

স্প্যানকড বলেছেন: হুম, ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.