নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

তোমাকে ছাড়া ...

০৬ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:১১

ছবি নেট ।

বলো প্রিয়,
তোমাকে ছাড়া কি চলা যায়?
বাঁচা যায়?
সুর তোলা যায় জীবনের পথে?
না,
একদম যায় না
একটা খয়েরী রঙ এর পাতা
নড়বড়ে জীবন।

তোমাকে ছাড়া
আঁধারে ছুঁড়ে দেয়া
ঢিল আমি
জং করে একটা শব্দ
তারপর চুপ।

এতটাই চুপ যে
চারপাশের নেই না কোন খবর
তোমাকে ছাড়া কি জমে আড্ডা?
বিকেলের নাস্তা
কাবাব, রুটি, লাল চা
যা ভীষণ অরুচি
আজকাল পুরা বেখাপ্পা !

তোমাকে ছাড়া কেটে গেল মেলা রাত
বহু আলোর খেলা
বহু কথা জমতে জমতে
বিড়ির সনে দীর্ঘশ্বাস
খেলে এক্কাদোক্কা।

তোমাকে ছাড়া
আমি, স্বর্গ হারা
একা একা গন্দম
খেয়ে খেয়ে
সর্বনাশ দেখা।

তোমাকে ছাড়া যাচ্ছেতাই
অঝোরে ঝরে আমার কান্নার ধারা
তোমাকে ছাড়া
খোলস নিয়ে বাঁচা
শুধু শ্বাস নেয়া আর ছাড়া।

তোমাকে ছাড়া
মাঝ পথে ঘুরছি
কুল কিনারা নাই
বিপদগ্রস্ত দিশেহারা।

দেখা দাও প্রিয়,
ধরা দাও
তোমায় খুব দরকার
প্রেম দিয়ে মেরে ফেলো
চুমুতে চুমুতে
বেজে উঠুক
সুর লহরী ঝংকার
বনে যাই মাতাল বানজারা।

০৬ আগস্ট ২১। ( শুক্রবার )



        

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:০৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব রোমান্টিক হয়েছে কবিতাটা। ভালোও লেগেছে। আপনি প্রেমিকার প্রেমের আঘাতে মরতে চান। আপনার আশা আল্লাহ পূর্ণ করুক। আমিন।

০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:০৫

স্প্যানকড বলেছেন: প্রেম মিলে না
মিলে আঘাত
বিরহ আর সুখ
তুমুল লেগেছে সংঘাত !

ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

২| ০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৪৫

দেবদাস বাবু বলেছেন: অসাধারণ

৩| ০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:০৬

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ দেব বাবু। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৪| ০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। বিষকাটা ধারাবাহিক নাটকের শেষ দৃশ্যে ফরীদি প্রেমিকা বিপাশার গুলিতে মারা যাওয়ার এমন সংলাপই বলে।

০৬ ই আগস্ট, ২০২১ রাত ১০:৩৪

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৫| ০৬ ই আগস্ট, ২০২১ রাত ১০:২১

মাসউদুর রহমান রাজন বলেছেন: প্রেম দিয়া মেরে না ফেলে প্রেম দিয়া জ্বর কমায়া ফেললেই তো ভাল হয়। মাইরা ফেললে তো আর এই কাব্য হবে না।

০৬ ই আগস্ট, ২০২১ রাত ১০:৩৬

স্প্যানকড বলেছেন: তাই নাকি ভাইজান! সামনে প্রেম দিয়া অমর করে দিব ইন শা আল্লাহ। তখন ভেজাল এক্কেবারে শেষ। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৬| ০৬ ই আগস্ট, ২০২১ রাত ১০:৪৩

শায়মা বলেছেন: আহারে ভাইয়ু!

সব দুস্ক বুঝতে পারছি! :(

০৬ ই আগস্ট, ২০২১ রাত ১০:৫৮

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৭| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ১:৪১

মাসউদুর রহমান রাজন বলেছেন: ভাই, করোনা নিয়ে একটা কবিতা লিখেন। ব্লগার হিসাবে এইটা জাতির প্রতি আপনার একটা দায়িত্ব।

০৭ ই আগস্ট, ২০২১ ভোর ৬:৩২

স্প্যানকড বলেছেন: কয়দিন আগে না দিলাম একটা " মল্লিকা কে বলে দিও... " আরও লাগবে? আইচ্ছা চেষ্টা করমুনে ইন শা আল্লাহ। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৮| ০৭ ই আগস্ট, ২০২১ সকাল ৮:৪১

মাসউদুর রহমান রাজন বলেছেন: করোনা নিয়া কবিতার ডিমান্ড আছে ব্লগে। করোনার টাইমে প্রেম টেম নিয়া লেখা অনেকেই পছন্দ করছেন না।

০৮ ই আগস্ট, ২০২১ রাত ১০:২৩

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! আমি ডিমান্ড ফিমান্ড অত বুঝি না ইটটু বুঝাইয়া কন। অনেকে করছে না নাকি আপনার পছন্দ হচ্ছে না খোলাসা কইরা কন। যাই হোক বরাবর এর মতন দোয়া করছি ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.