নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

রবীন্দ্রনাথের সিফিলিস ও অন্য প্রসংগ !

০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:০৩

রবীন্দ্রনাথ ঠাকুর ছবি গুগল।


রবীন্দ্রনাথ ঠাকুর। নিঃসন্দেহে বাংলা সাহিত্যের জন্য যা করে গেছেন তা বলার অপেক্ষা রাখে না। বাংলা সাহিত্যের এমন কেউ নেই যে তাঁকে চিনে না। আমরা কম বেশী তাঁর সাহিত্য কর্ম নিয়ে আলাপ আলোচনা করি আবার সমালোচনা ও করি।

তিনি যে জোড়াসাঁকোর ঠাকুর পরিবার এর রত্ন ছিলেন তা বুঝি আর বলতে। তেমনি ঠাকুর পরিবার এর আরও অনেকে ছিলেন তার মাঝে তাঁর দাদা দ্বারকানাথের কথা উল্লেখযোগ্য।

তিনি ছয় বছর বয়সী এক জনকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন! এখনকার দিনে হলেতো মামলা খেয়ে বসে থাকতো তাই নয় কি? এ ঠাকুর পরিবার এর আয়ের উৎস নিয়ে কখনো কেউ তেমন কথা বলেনি। জানতে চায়নি কিন্তু আপনি যদি শোনেন এদের আয়ের উৎসের একটা অংশ বেশ্যালয় থেকে আসত। তাহলে হয়তো অবাক হবেন। কি রেগে গেলেন? না, ঘটনা তো ঘটায় দিছে লেখক গোলাম আহমদ মর্তুজা।

রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথের কলকাতা নগরীতে ৪৩টা বেশ্যালয় ছিলো। এছাড়া ছিলো মদ আর আফিমের ব্যবসাও।

(সূত্র: এ এক অন্য ইতিহাস, অধ্যায়: অসাধারণ দ্বারকানাথ, লেখক: গোলাম আহমদ মর্তুজা, পৃষ্ঠা: ১৪১)।

এ খবর আনন্দবাজার পত্রিকা ও প্রকাশ করে।

"রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ছিলেন দেড়শ টাকা বেতনের ইংরেজ ট্রেভর প্লাউডেনের চাকর । দ্বারকানাথ ধনী হয়েছিলেন অনৈতিক ব্যবসার দ্বারা। রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুরের তেতাল্লিশটা বেশ্যালয় ছিল কলকাতাতেই।

( তথ্যসূত্র: কলকাতার আনন্দবাজার পত্রিকা,২৮শে কার্তিক,১৪০৬, রঞ্জন
বন্দ্যোপাধ্যায়)"

এখন আমরা জানি বেশ্যালয়ে গেলে নানান রোগব্যাধি হতে পারে। সে আমলে তো আরও হওয়ার সুযোগ ছিল।

এখন যাহা বর্ননা করছি এতে হয়তো আপনারা আমাকে মারতে আসবেন কিন্তু কি করার সত্য যে বেড়িয়ে পড়ে।

১৯২৮ সালে অবতার পত্রিকায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সিফিলিস রোগের খবরটা তেমন গুরুত্ব পায় নি।

(রবীন্দ্রনাথের সিফিলিস হয়েছিলো এর সূত্র: বই-নারী নির্যাতনের রকমফের, লেখক: সরকার সাহাবুদ্দিন আহমদ, পৃষ্ঠা: ৩৪১,)



এই কিতাব থেকে জেনে নিবেন। রকমারি ডট কমে কিতাব টি পাবেন। তাই তো রবীন্দ্রনাথ লিখেছিলেন,

" বাংলার বধু বুকে তাহার মধু! "

মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩০

সাড়ে চুয়াত্তর বলেছেন: রবীন্দ্রনাথের দাদা সম্পর্কে যা বলেছেন সেটা সম্পর্কে আগেই জানতাম এবং ঘটনা ঐতিহাসিক সত্য। তবে রবীন্দ্রনাথ সম্পর্কে যা বলেছেন এটা আমার জন্য নতুন তথ্য। যাচাই না করে মন্তব্য করা ঠিক মনে করছি না। সত্যি হলেও মন্তব্য থেকে বিরত থাকাই নিরাপদ মনে করছি।

আপনি মৌচাকে ঢিল মেরেছেন। এখন তৈরি হন।

০৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:০৬

স্প্যানকড বলেছেন: আমি যা জানলাম তাই লিখলাম। এখন খারাপ যদি বলেন আমি তাইলে কেমনে কি! আমি জানি যাহা লিখছি বা যার কথা লিখছি তিনি সবার প্রিয়। আমার নিজের ও অনেক প্রিয় কবি। আমি রেডি আছি। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

২| ০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩১

কামাল১৮ বলেছেন: এরা কি মুসলমান ছিল যে নবীকে অনুসরণ করতে গেলো।ছয় বছরের চক্করে অনেকেেই পড়েছে।

০৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:০৭

স্প্যানকড বলেছেন: ঘটনা সত্য ! তাহলে নবীকে নিয়ে এত কথা হয় কেন ? ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৩| ০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:



আবর্জনা তৈরির মেশিন?

০৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:২৫

স্প্যানকড বলেছেন: আপনি তো এই নিয়া আছেন। আপনি ভাবেন আপনি বাদে সব আবর্জনা ! আপনি যখন ধর্মীয় কিছু দেখলে বিশেষ করে ইসলাম ধর্মের কিছু তখন যে বক্তব্য প্রদান করেন তাহা পড়ে আমার ও আপনাকে আবর্জনা মেশিনের চালক মনে হয় ! দুঃখিত এভাবে বলতে হলো। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৪| ০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫০

সাসুম বলেছেন: রবীন্দ্রনাথ রে কেউ তার ভাবীর লগে পরকীয়া কিংবা পতিতালয় এর বিজনেস এর জন্য বা সিফিলিস রোগের জন্য পছন্দ করেনা
করে- তার শিল্পের জন্য।।

নবী ৬ বছরের আয়েশা রে বিয়ে করছে বা গনিমতের মাল ইউজ করছে বা রক্তের হোলি খেলা খেলেছেন এই জন্য ধার্মিক রা উনারে পছন্দ করেন না-
পছন্দ করে- উনি খোদার প্রতিনিধিত্ব করে এই জন্য।
ধর্ম মতে উনি খোদার বাহক এবং উনাকে কাজকে ও কথাকে মানলে ধর্ম পাওয়া যাবে।
এই কারনে, উনার ব্যাক্তিগত দোষ এক পাশে রেখে ধার্মিকরা উনার কর্ম বা কাজ নিয়ে কথা বলেন ।

একই ভাবে,রবীন্দ্রনাথ কারে লাগাইল বা সিফিলিস বাধাইল কিনা সেটার চেয়ে বাংলা শিল্পে উনার অবদানের জন্য উনাকে মানুষ পছন্দ করে।
এই কারনে, শিল্প ও সাহিত্যানুরাগী রা উনার ব্যাক্তিগত দোষ বাদ দিয়ে উনার সৃষ্টি করা শিল্প নিয়ে কথা বলেন।

ব্যক্তির চেয়ে যখন ব্যাক্তির কাজ মানুষের মধ্যে প্রভাব ফেলে বেশি তখন মানুষ ব্যাক্তির দোষ ভুলে যায়। আমাদের হুমায়ুন আহমেদ মেয়ের বান্ধবীর সাথে প্রেম করে বিয়ে তার উতকৃষ্ট প্রমান।


তবে, ঘটনা যেহেতু সত্য, তাই আপ্নার এই পোস্টে প্লাস।

কারন, সত্য প্রকাশে দোষ নেই। সেটা যেদিন হোক না কেন।।

মানুষ কে সত্য জানানোর অধিকার সবার আছে।

০৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:২৯

স্প্যানকড বলেছেন: এটাই সমস্যা আমাদের সমাজে আপনি এমন কিছু বলবেন অমনি নানান বিশেষণে ভুষিত হবেন অথবা খিস্তি খাবেন। যাই হোক তাঁকে আমিও পছন্দ করি। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন। ধন্যবাদ।

৫| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:১৮

রানার ব্লগ বলেছেন: রবীন্দ্রনাথের সিফিলিস কেনো গনোরিয়া হলেও কোন ক্ষতি নাই মানুষ তাকে স্বরন করে তার লেখার জন্য।

০৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:৪৮

স্প্যানকড বলেছেন: একদম হাছা কথা । আমিও তাঁকে পছন্দ করি তাঁর অসামান্য সাহিত্যের জন্য। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৬| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কিছু লোক তাদের গল্পে সেই কুমিরের খাজ কাটা খাজ কাটা যোগ করবেই !!
এটা তাদের মুদ্রা দোষ !! কোথায় রবী ঠাকুরের সিফিলিস আর কোথায় ,,,,,,,,,,,,
অবিশ্বাসীদের জন্য ভবিষ্যত খুবই অন্ধকার !!

০৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:৫২

স্প্যানকড বলেছেন: অবিশ্বাসী আবর্জনার চালক! তাকে তার রাস্তায় ছেড়ে দেয়া হয়েছে তবে আলোর রাস্তা নয় অবশ্যই আঁধার এর যা অচিরেই টের পাবে ইন শা আল্লাহ। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৭| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:৩৮

শায়মা বলেছেন: রবীন্দ্রনাথের জীবনে তার বাবার জীবনে তার দাদার জীবনে তার চৌদ্দ গুষ্ঠির জীবনে কি হয়েছে তা দিয়ে কারো কিছু যায় আসে না কিন্তু রবীন্দ্রনাথের অমর সৃষ্টিগুলির কারনেই তিনি স্মরনীয় ও বরনীয় থাকবেন।

আর এই সাহাবুদ্দীন লেখকই বা কে???

চিনিও না...

ফুহ! /:)

০৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:৫৫

স্প্যানকড বলেছেন: একদম সত্যি ! রবীন্দ্রনাথ তাঁর সাহিত্য দিয়ে পরিচিত। তিনি আমারও প্রিয় কবি। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৮| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ৯:০১

নতুন বলেছেন: রবীন্দ্রনাথ মানুষ ছিলেন উনি এমনটা করতেই পারেন।

সাসুম বলেছেন: রবীন্দ্রনাথ রে কেউ তার ভাবীর লগে পরকীয়া কিংবা পতিতালয় এর বিজনেস এর জন্য বা সিফিলিস রোগের জন্য পছন্দ করেনা
করে- তার শিল্পের জন্য।।

বাংলা সাহিত্যে তার মতন ছোট গল্প অন্য কেউ লিখেছেন বলে আমার জানা নাই। উনার গান মানুষের হৃদয় ছুয়ে যায়।

ভালো মন্দ মিলিয়েই মানুষের। আমাদের হুমায়ুন আহমেদের ২য় বিয়ে নিয়েও অনেকে অনেক সমালোচনা করে।

০৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:৫৭

স্প্যানকড বলেছেন: একদম সত্যি ! ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন। ধন্যবাদ।

৯| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ৯:১৬

জহিরুল ইসলাম সেতু বলেছেন: রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা চিনি বাংলা শিল্প-সাহিত্যাঙ্গনে ওপরিমেয় অবদান রাখার জন্য। তিনি বাংলা সাহিত্যকে বিশ্বসাহিত্য দরবারে শুধু পরিচিতই করাননি, সম্মানের আসনে অধিষ্ঠিত করছিলেন। গল্প, উপন্যাস, কবিতা, সংগীত, নাটক, চিত্রকলা এক কথায় শিল্পের সকল শাখায় তিনি বিচরণ করেছেন প্রবল প্রতাপে। এবং সমৃদ্ধ করেছেন। আমরা তাঁকে স্মরণ করি গভীর শ্রদ্ধায়।
ব্যক্তিগতভাবে তিনি বা তাঁর পরিবার-পরিজনের কে কোথায় কি বাজে কাজ করেছেন, তা দেখার অবকাশ কেবল ছিদ্রান্বেষীদের। শিল্প প্রেমীদের নয়। হাস্যকর বিষয় হলো, তাঁর সিফিলিস/গণেরিয়া বা এইডস হয়েছিল কিনা এসব নিয়ে গবেষণার লোকও আজকাল বেরিয়েছেন।
"নারী নির্যাতনের রকমফের" বইটা প্রমোট করার অন্য কোন উপায় কি ছিল না !!!

০৮ ই আগস্ট, ২০২১ রাত ১২:০৫

স্প্যানকড বলেছেন: আমি কারো বই প্রমোট করেনি যা জেনেছি তাই লিখেছি মাত্র। অবশ্যই রবীন্দ্রনাথ অসাধারণ তাঁর সাহিত্য কর্মের জন্য তাঁর সমকক্ষ হয়তো কেউ নেই কিন্তু আরও অনেকে বাংলা সাহিত্য কে এগিয়ে নিয়ে গেছেন তা ভুলে গেলে চলবে না। আমিতো সিফিলিস কইছি আপনিতো এইডস পর্যন্ত নিয়া গেছেন ! খাইছে আমারে ! ১৯২৮ সালে অবতার পত্রিকা সিফিলিস এর কথা বলেছেন। তখন রবীন্দ্রনাথ ঠাকুর জীবিত ছিলেন তিনি কি এর কোন প্রতিবাদ করেছেন ? জেনে থাকলে অবশ্যই জানাবেন আশা করি। রবীন্দ্রনাথ ঠাকুর আমারও প্রিয় কবিদের একজন। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

১০| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ৯:৪৯

শূন্য সারমর্ম বলেছেন: রবীন্দ্রনাথ নিজেকে এত উচ্চতায় নিয়ে গেছেন যে উনার সিফিলিস নিয়েও বইটই বের হয়। বাহ!

০৮ ই আগস্ট, ২০২১ রাত ১২:০৬

স্প্যানকড বলেছেন: ঘটনা সত্য ! এই হলো ভালো কর্মের ফল ! ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

১১| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ১০:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কবিগুরু তার সৃষ্টির মাধ্যমে অমরত্ব লাভ করেছেন। তার পূর্বসরীদের নিয়ে যেসব সমালোচনা আছে তা সত্য হলেও কবিগুরুর কবিতা গান অনন্য। তিনি সুদীর্ঘ আশি বছর বেচেছিলেন। তার স্বাস্থ্যও বেশ ভাল ছিল। সিফিলিস বিষয়ে আমার জানা নেই ।

০৮ ই আগস্ট, ২০২১ রাত ১২:০৯

স্প্যানকড বলেছেন: আমার ও জানা ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর জীবিত অবস্থায় ১৯২৮ সালে অবতার নামক এক পত্রিকা বিষয়টি নিয়ে আসেন। এখন কবিগুরু কেন সেই পত্রিকার বিরুদ্ধে মামলা ঠুকে দেননি তাই ভাবছি ! ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

১২| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ১০:৫১

জগতারন বলেছেন:
রবীন্দ্রনাথ'কে আমি জানি ধর্ষন-কাম সম্পন্ন করা একজন হিসেবে।
সে তাঁর বড় ভাই-এর বউ-এর সাথে অকাম করেছিল।
এর পরে সেই বড় ভাই-এর বউ,
কাদম্বিনী দেবী শোকে ও দুঃখে আত্মবির্ষন
দিয়ে সেই গঞ্জনা থেকে বেঁচে গিয়েছিলেন।

০৮ ই আগস্ট, ২০২১ রাত ১২:১১

স্প্যানকড বলেছেন: এ তো আরেক কাহানী দেখছি ! ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

১৩| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:২৮

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " আপনি তো এই নিয়া আছেন। আপনি ভাবেন আপনি বাদে সব আবর্জনা ! "

-আবর্জনা আমার চোখেও পড়ে, আমি উহাকে ব্লগে লোড করি না।

০৮ ই আগস্ট, ২০২১ রাত ১২:২২

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! আপনি কি করেন সে তো দেখছি। দেশ নিয়ে ভাবেন, দেশের শিক্ষিত সমাজ নিয়ে ভাবেন কিন্তু আখেরাত নিয়ে ভাবেন না। সে যাই হোক সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ফিরে আসার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

১৪| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:৩০

আমি রানা বলেছেন: এসবের উপরেও তিনি মহান

০৮ ই আগস্ট, ২০২১ রাত ১২:২৩

স্প্যানকড বলেছেন: একদম সত্যি ! ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

১৫| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ১:১১

নেওয়াজ আলি বলেছেন: অনেকে বিশ্বাসই করবে না। তবে দোষে গুণে মানুষ হয়।

০৮ ই আগস্ট, ২০২১ রাত ১:২২

স্প্যানকড বলেছেন: ঠিক বলেছেন । বহুদিন পর আসলেন তা কেমন আছেন ? আমারও তাই মনে হচ্ছে ! ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

১৬| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ৩:৩৪

নেওয়াজ আলি বলেছেন: আমি ভালো আছি। ব্যস্ত থাকি তাই সময় পাই না। আপনি কেমন আছেন।

০৮ ই আগস্ট, ২০২১ ভোর ৫:৩৫

স্প্যানকড বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

১৭| ০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৪৯

তারেক ফাহিম বলেছেন: তাঁর বাপ-দাদা কি করছে সেটা দেখার বিষয় নয়।
তাঁর কর্মে মানুষ তাঁকে শ্রদ্ধা করে।

০৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৫০

স্প্যানকড বলেছেন: হুম, বেশ্যালয় এর টাকা উড়িয়ে যদি ভালো থাকা যায় তাতে দুঃখ কিসে ! ঠিকই বলেছেন। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন ।

১৮| ০৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৪

কুশন বলেছেন: সিফিলিস রোগী আপনি। আপনার নিম্মমানের পোস্ট দেখলেই সেটা অনুধাবন করা যায়। চিকিৎসা কোরআন।

০৮ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২৩

স্প্যানকড বলেছেন: সবার আগে আপনি বাংলা ভালো করে শিখে আসুন। লিখতে পারে না ঠিকঠাক।আপনি চিকিৎসা করিয়েছেন তো? ও আপনি তো কুশন! বহ বেকার জোয়ান পোলাপান কুশন রে বউ হিসেবে ধরে নিয়ে কাম চালায় জানেন তো ! কলার মোচা !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.