নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
তখন বয়স অত বেশী না ক্লাস তিন কি চার এর ছাত্র। দুনিয়ার অত কি আর বুঝি বলতে গেলে হালকার উপর ঝাপসা!
সে সময়কার ঘটনা মাঠে ক্রিকেট খেলছি। তো আমাদের বোলিং করা শেষ এখন ব্যাটিং চলছে। আমি আর আমার বন্ধুরা বসে আছি। আমরা যেখানে ছিলাম তার কিছু দূরে কিছু পিঁপড়ে ছিল। তা এক বন্ধুকে কামড়ে দিয়েছে একটা পিঁপড়ে! সে তো জিদ্দে পা দিয়ে পিষে মেরে ফেলল সেই পিঁপড়ে কে।
পাশ থেকে আরেক বন্ধু বলল, " লাল পিঁপড়ে হিন্দু, কালো পিঁপড়ে মুসলিম! " আমরা বিষয়টা আমলে নেই নি। সে বয়স আমলে নেয়ার মতন ও না।
আমার মনে হয় এই কথাটা মোটামুটি এক সময় ভালোই প্রচার হয়েছিল বা মার্কেট পেয়েছিল। দীর্ঘদিন অনেকের মগজে ছিল।কারা এটা প্রচার করল? কি উদ্দেশ্য নিয়ে? নবী মুহাম্মাদ সাঃ কোথাও এমন বলেছেন? তাইলে?
আজ এত বছর পর যখন এমন লজ্জাজনক ঘটনা গুলি দেখি তখন ভাবি এর বীজ কত আগে থেকেই বোনা হয়ে গেছে যার ফল এখন দেখতে পাচ্ছি।
আমাদের বিগত যত সরকার ছিল উনারা কোন সময়ে এসব বিষয়ে তেমন চিন্তা করেন নি। আমলে নেননি। খালি নিজেদের গদি নিয়ে করছে মারামারি আর আমরা সাধারণ জনতা হয়েছি বলি!
হয়তো কোন এক সময় আমাদের পরবর্তী প্রজন্ম যারা অনেক শিক্ষিত হবে তখন আমাদের নাম শুনলে খাড়াইয়া মুতে দিয়ে বলবে " খানকির পুতেরা জানোয়ার ছিল ! ভাই ভাইয়ে ঝগড়া লাগায় থুইয়া গেছে ! "
আমাদের দেশের রাজনৈতিক দলগুলির বরাবর হিসেব ছিল ভোটের রাজনীতি! এইটা মুজিব দল বলি আর জিয়া দল বেলা শেষে সবার হিসেব এক " ক্ষমতায় আসছি তো বা থাকছি তো ! "
মাঝে মাঝে ভাবি এই বালের রাজনীতি ডুবাচ্ছে সব!আরো বেশী খারাপ লাগে টিভি, মিডিয়ায় সব খানে যখন শিক্ষিত এক শ্রেণী হিন্দু ভাইদের ডাকে বা নাম দিয়েছে সংখ্যালঘু! কেন? তার কি এদেশে কোন অধিকার নেই? সংখ্যায় কম বলে যা ইচ্ছে তা করা যাবে? যা ইচ্ছে করে ডাকা যাবে? তোমার ধর্মের কই আছে এমন?
রাগে গিজগিজ করতাছে শরীর যখন শুনি এর পিছনে ধর্ম দায়ী ! কিছু বক ধার্মিক এর জন্য আজ ইসলামের হচ্ছে ক্ষতি।
হুজুর দের ওয়াজের ঠেলায় ঘুমান যায় না। তা হুজুর আপনার ওয়াজে কি বালের লাভ হচ্ছে? সেই তো অন্য ধর্মের মানুষ ডরে থাকে খুন হয়। এই কি আপনার ধর্মীয় শিক্ষা ?
ওয়াজ গুলিতে যেভাবে হিন্দু সম্প্রদায় কে গালি দেয়া হয় উন্নত বিশ্ব হলে মামলা খেয়ে সেই হুজুরদের পশ্চাদ দেশে লাল বাতি জ্বলে থাকতো। বাংলাদেশে ইহা ডাইল ভাত! মানে হুজুর দের লাইসেন্স দেয়া হইছে অন্য ধর্মের মানুষরে যত ইচ্ছে গালি দাও। ইটস ওকে নো প্রবলেম!
খালি কথায় কথায় শুনি ৯৫ ভাগ মুসলিম এর দেশ! একটা ঠিক মুসলিম আছে কি না সন্দেহ! দাঁড়ি, টুপি লাগাইয়া ঘুষ খায়। পর নারীর শরীর দেখে। ৯৫ ভাগ মুসলিম অথচ দূর্নীতিতে বিশ্বে সেরা! নিজেদের খাবারে ভেজাল দেয়। ওজনে কম দেয়।
সংখ্যালঘু আসলে আমি, আমরা যাদের ঈমান নাই।খালি মুখে মুখে আল্লাহ আল্লাহ কামের বেলায় শয়তান খাড়া !
১৯ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৫৫
স্প্যানকড বলেছেন: আর বাস্তবায়ন হইছে ! দেশ টা জন্ম নেয়ার কয় বছর যেতে না যেতেই গুটি কয়েক ইতর বংগবন্ধুকে নিহত করে যে ইতরামো শুরু করল তারপর থেকে চলছে তো চলছে থামার নাম নাই । আসলে থামাবে কে ? ইহাই ভাবি আর দুঃখে কিছু লিখি। ভালো থাকবেন।
২| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১১:১১
শূন্য সারমর্ম বলেছেন:
এখনো বড় মুরগীর বড় রানটা ঠিকই হুজুরের পাতে উঠে।
১৯ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৫৭
স্প্যানকড বলেছেন: একদম তাও আবার দেশী চাই ! বয়লার নট এলাউড ! ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।
৩| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৪৯
কামাল১৮ বলেছেন: সমস্ত রকম খারাপ কাজের পাপ থেকে রক্ষা পাওয়া উপায় আছে।আর জীবনের সমস্ত পাপ থেকে রক্ষা করতে পারে কালো পাথর।(এটাও এক ধরনের পাথর পুজা)কিন্তু আল্লার সাথে শরিক করলে সেই পাপ থেকে রক্ষা নাই।তা হলে খারাপ কাজ করতে সমস্যা কোথায়।কিছুটা সমস্যা হলো সরকারের আইন কানুন।কিন্তু হিন্দুদের পিটানো টিটানুতে আইন কানুন একটু শিথিল।আজ পর্যন্ত কোন টারই বিচার হয় নাই।বিচার হয়তো রায় হয় না।
১৯ শে অক্টোবর, ২০২১ রাত ১:০২
স্প্যানকড বলেছেন: ভেতর কালো রাইখা পাথর চুমাইয়া লাভ নাই ! প্রশাসন এর হাত পা বাঁধা ! সুতরাং সামনে আরও দুর্ভোগ আছে কপালে ইহা নিশ্চিত ! ভালো থাকবেন ।
৪| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৫১
১৯ শে অক্টোবর, ২০২১ রাত ১:০৬
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ আপু। শুনেছি এই গান। তিনি হাবিব ওয়াহিদের কাজিন । ভালো গায় । গানে যে কতদূর কি হবে যেখানে আসমানী কিতাবের কথা কেউ শোনে না মানে না। ভালো থাকবেন আপু।
৫| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৫৯
অধীতি বলেছেন: অস্বস্তির ভেতর দিন যাচ্ছে।
১৯ শে অক্টোবর, ২০২১ রাত ১:১৪
স্প্যানকড বলেছেন: সাবধানে থাকবেন এবং কোনরকম ক্যাঁচালে যাবেন না । ভালো থাকবেন।
৬| ১৯ শে অক্টোবর, ২০২১ রাত ১২:১৫
রাজীব নুর বলেছেন: অনেকদিন পর আপনার এই পোষ্টটি পড়লাম।
১৯ শে অক্টোবর, ২০২১ রাত ১:১৬
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন ।
৭| ১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:২৪
মরুর ধুলি বলেছেন: আপনি ওয়াজ-নসিহত শুনেন?
১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৩২
স্প্যানকড বলেছেন: কেন? শুনলে কোন সমস্যা ? শুনি কারণ এদের বুঝতে হলে এদের কথা শুনতে হবে। ভালো থাকবেন।
৮| ১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন: িক দিন আইলো খালি আগুন আর আগুন। ভালো থাকতে দেয়না।
১৯ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩৬
স্প্যানকড বলেছেন: এদের কৌশলই হলো এইটা কেউ যাতে ভালো না থাকে । তাই হচ্ছে। যার শরিক আমরা সকলে । ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।
৯| ১৯ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:০৭
রানার ব্লগ বলেছেন: কাদের কথা বলেন ? ওয়াজ ব্যাবসায়ীদের কথা !!! এদের ওয়াজের প্রধান বিষয় নারী ও অন্যধর্মী মানুষের নিয়ে দাঁত ক্যালানো !!!!
১৯ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩৭
স্প্যানকড বলেছেন: এছাড়া এদের কি আর কাম কাইজ নাই ? সত্যি ! অবাক করে। ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।
১০| ১৯ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৩৩
ফুয়াদের বাপ বলেছেন: মনে হচ্ছে আমার মনের ক্ষোভ গুলোই আপনি লিখছেন ভাই। কাঠমোল্লারা শিশুথেকেই মগজ ধোলাই করে ধর্মের পার্থক্য এমন ভাবে বুঝায় যে নিজ ধর্ম ছাড়া বাকী সবাই শত্রু। অথচ যাকে আদর্শ মুখে মানে তার কথাই বাস্তবে মানে না, রাসূল সা: কি কোথাও বলছেন যে অন্য ধর্মের লোকদের উপর অত্যাচার করতে!!!
চলমান সরকারই কার বা*ডা ফালায়!!! এতো বড় গোয়েন্দা বিভাগের বেতন তো আমাদের ট্যাক্সের টাকাতেই দেয়, তো তাদের নাকে সরিষার তেল দিয়ে ঘুম পাড়াচ্ছে নাকি!!! একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে অপরাধী সনাক্ত করতে পারছে না কেন!!!
আবারো ধন্যবাদ হুবহু মনের ক্ষোভ লেখায় ফুটিয়ে তোলার জন্য।
১৯ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩৯
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ ফুয়াদের বাপ ! ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন ।
১১| ১৯ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: মুসলমান পান কই?
বাত্তি দিয়াও খুঁইজা পাই না!
নামে ধামে আর পোষাকে হইলে গিজগিজ
কিন্তু বিশ্বাসে, কর্মে আর সত্যে সত্যিই কাদচিৎ মেলে তাঁদের দেখা
মানুষই হতে পারলো না মুসলমান হবে কিভাবে?
দু পেয়ে জীব থেকে আগে মানুষে উত্তরন ঘটাতে হবে
মানুষ থেকে হবে বিশ্বাসী
বিশ্বাসের গভিরে গেলে হবে মুসলমান!
নজরুলের কথায়- আল্লাহেত যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান? কোথা সে মুসলমান??
১৯ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৩৪
স্প্যানকড বলেছেন: একদম কোথা সে মুসলমান ?? ধন্যবাদ, ভালো থাকবেন।
১২| ২০ শে অক্টোবর, ২০২১ রাত ১২:০৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন ।
জ্বী ভালো আছি। পরিবারের কথা ভেবে সাবধানে থাকতে চেষ্টা করি।
২০ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:২৬
স্প্যানকড বলেছেন: হুম, ভালো করেছেন । কোন ধরনের ক্ষতি হলে এরাই ভোগবে কেউ কাছে আসবে না। তাই যত পারেন পরিবারকে সময় দেন। ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।
©somewhere in net ltd.
১| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৫৩
রূপক বিধৌত সাধু বলেছেন: স্বাধীনতার প্রথম দশকে '৭২ এর সংবিধানটা যদি শক্ত মতো বাস্তবায়ন করা যেত, তাহলে এদিন দেখতে হতো না।