নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

কারো পৌষ মাস কারো সর্বনাশ !

১২ ই নভেম্বর, ২০২১ ভোর ৫:০২

ছবি নেট ।

জানি,
লাভ নাই অত
তবু তোমায় ভালোবাইসা যাই
সাধ্যমতো।

জানি,
তুমি এহন করছ অন্যের ঘর
আছো বহুদূর
সারা রাইত তোমার আংগুল
লোমশ বুকে ঘুরে
কথা কয় ঠোঁট ফুসুরফাসুর !

ইদানীং কপালের চুলে রঙ লেগেছে
মনের রঙ তো তোমার কাছে
সেই যে গেছে
ফিরে আসার নামগন্ধ নেই
জীবন ও যায় যায়
যৌবন গেল মিছে।

জানি,
কথা বাড়াইয়া লাভ নাই অত
তবুও
তবুও
তোমায় ভালোবাইসা যাই
ইচ্ছেমতো ।

শোন,
নদীর পানি কোমড় থেকে হাঁটুতে
জাগবে চর যে কোনদিন
সবুজ গাছে গলবে শিশির
তুমি, আমি
এক চালা ঘর
খোয়াব কিন্তু টাটকা রঙিন ! 

আরও ফুটবে জুঁই, চামেলি, গোলাপ শত
জানি আজ
এসব অসার কথা
বলে লাভ নাই অত 
তবুও
তবুও
তোমারে চাই
জান দিয়া চাই
এই কথা মানতো !

১১ নভেম্বর ২১।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.