নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

দুরত্ব এবং বিষ !

১৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৬

ছবি নেট।৷


আমি দূর হতে তোমাকে দেখে চলেছি
যদিও দূরত্ব আনুমানিক মিটার কুড়ি
তবুও খুব কাছে আছি
টের পাওনি তুমি
একটা ছাল - বাকল, পাতাহীন
ন্যাংটো বৃক্ষের ন্যায় দাঁড়িয়ে আছি
অথবা
বলতে পারো একটা ছায়া মুর্তি
যার কোন জীবন নেই।

ঐ তো দেখছি তোমায়
কাপড় মেলে দিচ্ছ
ঝুল বারান্দার
এ মাথায় ও মাথায়
পড়নে প্রিন্টের সালোয়ার
ভিজে চুল
ভিজে তোয়ালে
যেমন টা সদ্য ফোটা গোলাপে গলে শিশির
তেমনি তুমি ভিজে আছো
শুকিয়ে নিচ্ছ নিজেকে দুপুরের
একপেশে রোদে।

বুকের ওড়না ঠিক করে নিচ্ছ
এদিক ওদিক দেখছ
যে চাহনিতে পাপ নেই
আফসোস!
সে দৃষ্টিতে আমি নেই।

অথচ
আমি দূর হতে
তোমার অনেক কাছে চলে আসি
ঐ তো দেখছি
তোমার চোখে আলোর ঝলকানি
নতুন নতুন স্বপনের হাতছানি
যেন কোন ব্যস্ত স্টেশনে দাঁড়িয়ে
সারি সারি গাড়ি।

আমি দূর হতে তোমার চিবুক ছুঁয়ে
বুকে নেমে আসি
মরণ খেলায় মেতে আছি
তুমি টের পাওনি আজও অব্দি
তুমি জানতে চাওনি
দুরত্ব ঠিকই জানে
কি বিষে মরছি !


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৪

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার এক অনুভূতির ছোয়া কবিতা কবি দা

১৭ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়।

২| ১৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: বেচারী না কইলে বুঝবো ক্যামনে

আর আপনার চোখ ভালা না। এত দূর থাইকাও চোখ বেচারী দিকে দেওন লাগবো হুহ

১৭ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৬

স্প্যানকড বলেছেন: হা হা হা... চোখ দিতে হয় না দিলে কষ্ট বাড়ে ! আবার ডর ও লাগে কে জানি এসে ছোবল মারে। এই হচ্ছে ঘটনা আপু।
ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময় আপু।

৩| ১৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৮

বৃষ্টি'র জল বলেছেন: অসাধারণ

১৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৮

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.