নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
যখন ডুবতে বসি
আঁধারে সাঁতরে সাঁতরে
ক্লান্ত পিপাসার্ত আমি
যখন একদম নিজেকে দেখছি
মিশে যেতে
তখন তোমার স্পর্শ টের পাই
নতুন করে বেঁচে উঠি
যদিও নফসের তাড়নায় ভুলে যাই।
যখন আমি থাকি ভালো
কিংবা মন্দ
নফসের ধোঁকায়
পুরোপুরি থাকি অন্ধ
ভুলে যাই
ভুলে যাই তোমায়
যেথায় আমার শেষ গন্তব্য।
আমি ভীষণ লোভী এবং মুর্খ
তুমি তো অন্ধকারে অপরুপ আলোর মতো
তুমি তো সত্য
তুমি তো মহারাজা
তোমার কল্যাণ এবং
স্পর্শ স্পষ্ট সর্বত্র ।
১৫ জুমাহদা আল আখিরা ১৪৪৩ হিজরি।
১৯ শে জানুয়ারি, ২০২২ ভোর ৫:৫৮
স্প্যানকড বলেছেন: না করে অন্য কোন উপায় নাই আপু। বেলা শেষে সে একমাত্র ঠাঁই । ধন্যবাদ, ভালো থাকবেন।
২| ১৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৭
মামুinসামু বলেছেন: সাগরের মাঝখানে যখন তোমরা বিপদে পড়ো, তখন তোমরা (স্বাভাবিক অবস্থায়) আল্লাহ ছাড়া যাদের ডাকো তাদের ভুলে যাও। তারপর যখন আল্লাহ তোমাদের স্থলে (সৈকতে) এনে উদ্ধার করেন, তখন তোমরা (আল্লাহর দিক থেকে) মুখ ফিরিয়ে নাও। (সুরা বনি ইসরাইল, আয়াতঃ ৬৭)
১৯ শে জানুয়ারি, ২০২২ ভোর ৬:০০
স্প্যানকড বলেছেন: হুম, আমরা মানুষ জাতি বড্ড অকৃজ্ঞ ! প্রভুর দেয়া নেয়ামত ফ্রিতে নেই অথচ শুকরিয়া জানাই না। ধন্যবাদ, ভালো থাকবেন।
৩| ১৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৮
সোবুজ বলেছেন: তবু ভাল তার স্পর্শ টের পান।আমিতো তার অস্তিত্বই টের পাই না।কপাল খারাপ বলতে হবে।শয়তানের স্পর্শ টের পান।যদি না পান তবে কি ধরে নিবো শয়তান নাই।
১৯ শে জানুয়ারি, ২০২২ ভোর ৬:০২
স্প্যানকড বলেছেন: আপনি আগে নিজেকে খুঁজতে থাকেন ! ভালো থাকবেন।
৪| ১৯ শে জানুয়ারি, ২০২২ ভোর ৪:৪৮
নেওয়াজ আলি বলেছেন: কাবার ঘরের পাশেই দুই মাস মাগরিবের নামাজ পড়েছি কয়েক বছর আগে। আল্লাহ গুনাহ মাফকারি।
১৯ শে জানুয়ারি, ২০২২ ভোর ৬:০৩
স্প্যানকড বলেছেন: আপনি বড়ই ভাগ্যবান । ধন্যবাদ, ভালো থাকবেন সব সময় ।
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:০০
শায়মা বলেছেন: বাহ সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতার কবিতা।