নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

রাইত ফুরায় কি এক চিন্তায় !

০৭ ই মার্চ, ২০২২ দুপুর ১:১০

ছবি নেট ।

গেল রাইত যাইবার কালে একটা ব্যবহৃত তাজা কনডম স্বাক্ষী রাইখা
আমারে চুতমারানি কইয়া
মহল্লার চিপা গলি, ময়লা, নোংরা জল, চিপস এর প্যাকেট, ছেঁড়া চটি জুতা
নানান কিসিমের গন্ধ আঁতরের মতন গতরে মাইখা
কাঁচা বাজারে হান্দাইয়া দাম জিগায়
কি মিয়া কত হইছে
আলু, পটল, পেঁয়াজ, নুন, মরিচ, তেল !

৭ মার্চ ২২। সোমবার ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২২ দুপুর ২:১০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আগামাথা কিছু বুঝলাম না।

২| ০৭ ই মার্চ, ২০২২ দুপুর ২:৫৯

স্প্যানকড বলেছেন: সোজা জিনিস দ্রব্যমূল্য যে হারে বাড়তাছে তাতে ঘুম নাই ! সবকিছু ঐ কাঁচা বাজারে অবস্থান করে খাওয়া দাওয়া ঘুম শান্তি ইত্যাদি। এইবার বুজছেন ? ভালো থাকবেন।

৩| ০৭ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গেল রাইত যাইবার কালে একটা ব্যবহৃত তাজা কনডম স্বাক্ষী রাইখা,
আমারে চুতমারানি কইয়া,
ছেঁড়া চটি জুতা পাইরা, চিপস এর প্যাকেট হাতে লাইয়া,
মহল্লার চিপা গলি দিয়া ঢুইকা,
ময়লা, নোংরা জল, নানান কিসিমের গন্ধ আঁতরের মতন গতরে মাইখা,
কাঁচা বাজারে হান্দাইয়া দাম জিগায়,
কি মিয়া কত হইছে,
আলু, পটল, পেঁয়াজ, নুন, মরিচ, তেল !

পড়েছি তাই ঠিকঠাক করছি। পারলে আমারেও সাহায্য করবেন।

৪| ০৭ ই মার্চ, ২০২২ রাত ৯:২৫

স্প্যানকড বলেছেন: কি ধরনের সাহায্য ? ভালো থাকবেন।

৫| ০৭ ই মার্চ, ২০২২ রাত ৯:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই ধরেন, আমার লেখা পড়ে আপনার মতামত জানাবেন, এবং বানান ব্যাকরণ ভুল থাকলে বলবেন এই আরকি।

আমি একলা আর পারছি না :(


আমি মজা করছি না, আপনি যা লিখেছেন তাতে আরো কিছু কাজ করলে সত্যি আচম্বিতে কবিতা হবে। এমন কবিতা লেখার সাহস খুব কম কবির হয়।

০৮ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৫৯

স্প্যানকড বলেছেন: সাহস কতদূর আছে জানি না তয় কলম চললে থামিনা। আচ্ছা আছি আমি আপনার লগে। ভালো থাকবেন এবং ধন্যবাদ।

৬| ০৭ ই মার্চ, ২০২২ রাত ১০:৩৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: সাত আটবার স্ক্রোল করে নিচে নামলাম-উপরে উঠলাম। কি মন্তব্য করা যায় বুঝতে পারলাম না। কারণ পোষ্টের আগা-মাথা বুঝি নাই। দিন দিন বুদ্ধি লোপ পাচ্ছে।

০৮ ই মার্চ, ২০২২ বিকাল ৫:০০

স্প্যানকড বলেছেন: দুঃখিত আপনি এতবার উপরে নীচে আইছেন গেছেন ! আমিই ব্যর্থ আপনারে বুঝাইতে পারছি না। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.