নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
ভালো তো আছি এই আমি
পথ দেখায়
যেতে হবে আরও দূর
হাসে এখনো
এক ফালি রোদ্দুর
ভালোবেসেই ভীষণ দোষী।
সরে যায় খুব দ্রুত মেঘ
এতো তাড়া ওদের ক্যান
চাঁদ ঠায় দাঁড়িয়ে
হাতে আমার বনলতা সেন।
চুম্বনে না দাগ মুছে
গভীর থেকে আরও গভীর
শুকায় ঠিকই
জমে থাকা নোনা পানি
প্রেম কখনো হয়না পুরনো
কিংবা পঁচা বাসি
ভালোবেসেই ফেঁসে গেছি !
ছুটছি নদীর মতো
ডুবতে পারো
ভাসতে পারো ইচ্ছেমতো
যাক দুনিয়া যেদিক খুশী
এখন বুঝি
এখন বুঝি
ভালোবেসেই ভীষণ জ্বলছি ।
বিদ্র ঃ চাইলে যে কেউ সুর দিতে পারেন যদিও জানামতে সোনা ভাই সুর করেন গান করেন। ইচ্ছে হলে করতে পারেন। ধন্যবাদ।
২৭ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩৯
স্প্যানকড বলেছেন: বেশী মজা লইতে যাইয়া ফ্যাইসা গেছি ! ধন্যবাদ। ভালো থাকবেন খুব।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২৮
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর অনেক শুভ কামনা রইল
২৭ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪০
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ লিটন ভাই। ভালো থাকবেন খুব।
©somewhere in net ltd.
১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:১৭
ইসিয়াক বলেছেন: ভালোবেসে জ্বলার মধ্যে অন্য রকম মজা আছে।
সুন্দর কবিতা।