নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

বলবে তুমি ।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫১

ছবি নেট ।

এসো চুমু খাই
বলবে তুমি,
এই ছেলেটা যাচ্ছেতাই!

এসো প্রেম করি
অন্য গ্রহে জমাই পাড়ি
এই দুনিয়া শেষ
প্রেম বলতে কিচ্ছু নাই।

এসো হাত ধরি
বৃষ্টি জলে খুব ভিজি
বলবে তুমি,
এই ছেলেটা ভীষণ ইয়ে
বেহায়া লাজ শরম এক্কেবারে নাই !

মাঘের শীতে বাঘ কাঁপে
তোমার ওমে আমি
এসো এসো
জলদি এসো
সময় ভীষণ দামি।

বলবে তুমি,
এই ছেলেটা পাগল ছিল
এই ছেলেটাই কবি।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩৪

আলমগীর সরকার লিটন বলেছেন: সত্য তা্ই
কবি হয়ে যাই
মেনোর মেনোর
করে গায়ও গান না
প্রণয়ে ভাসাই-----------------

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৪৭

স্প্যানকড বলেছেন: দুইবার আসছে জানি না ক্যান। ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৫২

আলমগীর সরকার লিটন বলেছেন: দাদা উপরেরটা সহ এটাও ডিটিল করবেন

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০৮

স্প্যানকড বলেছেন: আচ্ছা। ভালো থাকবেন।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:০৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এহেম এহেম :P

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০৯

স্প্যানকড বলেছেন: মানে কি ?

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০৯

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধুরো মিয়া আপনি দেখি মশকরা বোঝেন না !!

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৬

স্প্যানকড বলেছেন: ও আইচ্ছা ! আমিতো চিন্তায় ছিলাম না জানি কি ভুলভাল কইছি। সে যাই হোক ভালো থাকা হোক। ধন্যবাদ।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫২

মিরোরডডল বলেছেন:




পাগল মানেই কবি না, তবে সব কবিই কিছুটা পাগল।






২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৪

স্প্যানকড বলেছেন: জানা আছে পাগলের কি ঔষধ দাওয়াই ?

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২৫

মিরোরডডল বলেছেন:




হুম, অবশ্যই আছে।



২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫১

স্প্যানকড বলেছেন: কি? খুব বেশী তিতা? আমি খুব মিষ্টি খাই জানো তো ! হা হা হা

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১৬

মিরোরডডল বলেছেন:




নাহ তিতা না, এটা খুব সহজ চিকিৎসা।

মোমবাতি দেখলে ছোট বাচ্চারা কি করে?
বার বার সেই মোমের আলোটা ধরতে চায়।

বাবা মা তখন কি করে?
বাঁধা দেয়। হাত দেয়না বাবু, হাত পুড়ে যাবে এটা সেটা বলে।
বাচ্চা ততই বেশি ধরতে চায়।

এটার সহজ উপায় হচ্ছে বাচ্চাকে বাঁধা না দেয়া।
বাবু যখন মোমের শিখায় হাত দিতে যাবে, কাছে নিলেই তাপটা লাগলে সে হাত সরিয়ে নিবে।
তারপর সে নিজেই আর ওটা ধরতে চাইবে না।

পাগলের দাওয়াই ঠিক সেরকম।
পাগলামি করছে করুক।
let it be.
পাগলও সঠিক সময়ে আগুনে পুড়ে নিজেই বুঝে যাবে কখন পাগলামি বন্ধ করতে হবে।

কি? খুব ইজি নাহ? :)


৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২৫

স্প্যানকড বলেছেন: এটা কোন থেরাপি হইল? আমি অন্য রকমের পাগল। জ্বলতে রাজি পুড়তে রাজি ছাড়তে রাজি না। হা হা হা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.