নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

ইট চাপা ঘাস।

১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:২৭

ছবি নেট ।

ইচ্ছে করে এক দলা ভারী ব্লিচে
পরিষ্কার করি তোমার মগজ থেকে হৃদয়
প্রেম বলতে শুধু কি বিছানায় মেয়েছেলে !

এ সত্য,
একজন মেয়ে
তোমাকে যেমন ভাসিয়ে নিয়ে যাবে বহুদূর
তেমনি ছারখার করে
দিব্যি পা নাচিয়ে হাসবে
পুরুষ ও আছে অমন
খুঁজে দ্যাখো মিলে যাবে
শেকড় থেকে পাতায় ডালে। 

জানো তো,
কবিতা আমার কাছে নবজাতকের মতো
ও তুমি বুঝবেনা
তোমার ভেতরের রঙ বড্ড এবড়োখেবড়ো 
আমারটা সম্পুর্ন নীল।

ইদানীং গরম তো ভালোই পড়ে
রোদও চড়া
ইচ্ছে করে
গন্ততন্ত্র এবং স্বাধীনতা শব্দ দুটি
ধুঁয়ে মুছে নিংড়ে দেই শুকোতে
মেলা কপচানো চলছে শব্দ দুটো নিয়ে
শ্যাম্পুর বোতল দেব তুলে
খুশকির সাথে যদি শব্দ দুটো
নেমে যায় তোমার মাথা থেকে।

তোমার মুখটা দেখলে মনে হয়
দীর্ঘদিনের ইট চাপা ঘাস
কি সর্বনাশ !
কি সর্বনাশ !
নাকের ফুটো দিয়ে
অক্সিজেন ঢুকে বলেই কি
তুই মানুষ হয়ে যাস !



মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: গণতন্ত্র ও স্বাধীনতাকে বালো করেই ধোয়া দরকার।

১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:২৪

স্প্যানকড বলেছেন: ধুইতে গেলে কতজন গেল গেল সব গেল বলে চ্যাঁচিয়ে উঠবে ! ধন্যবাদ। ভালো থাকবেন খুব।

২| ১০ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৫২

সোনাগাজী বলেছেন:



বিয়ে করেননি, শাদী করেননি, কিন্তু মেয়ে ও নারীদের নিয়ে লিখে যাচ্ছেন দেদারসে; আসলে, আপনি কি মেয়েদের, নারীদের বুঝেন?

১০ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৩৪

স্প্যানকড বলেছেন: নিজেরে বুঝি না আর নারী ! কখন কি করে বলা মুশকিল। আমার অভিজ্ঞতা থেকে বলছি, মা আমাকে প্রচন্ড মাইর দেয়ার পর নিজেই আবার করছে কান্নাকাটি খাবার খায়নি। এরা জননী হলে একরকম, বোন হলে একরকম আর প্রেয়সী হলে অন্যরকম। এই অন্যরকম ব্যাপারটার অন্য ব্যাখ্যা সমাজে চালু হয়ে গেছে। আসলে নারীদের সংগ পেয়েছি অনেক। প্রেম আসছে গেছে। ওসব ছিল ছেলেমানুষী। আমার আসল প্রেম কবিতা। কবিতা দিয়ে নারীকে শব্দে শব্দে বাঁধি এই আর কি ! ধন্যবাদ, ভালো থাকবেন খুব।

৩| ১১ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:২০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: গলা ভাঙা নাহলে চিক্কুর পাইরা এই কবিতা পড়তাম !!

তৃষ্ঞার্থ এই মনে একটু কাব্য সুরা দিয়ে দিলেন মিয়া ভাই । খুব ভালো লাগল এই কবিতাটা । অনেক সুন্দর হয়েছে !!

ভালো থাকবেন !

১১ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:৫২

স্প্যানকড বলেছেন: গলা ঠিক হলে করবেন ইন শা আল্লাহ। তুলসীপাতা গরম জলে ডুবিয়ে পান করতে পারেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।

৪| ১১ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:১০

মিরোরডডল বলেছেন:




গতকালই পড়েছিলাম।
কমেন্ট করিনি।
ভালো হয়েছে।
আমাদের স্প্যানকডতো ভালো লেখে।

১১ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:০৬

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। আমাদের থেকে আমার হতে পারলাম যা শালা! হা হা হা....

৫| ১২ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:১৩

মিরোরডডল বলেছেন:




বুঝতে হবে, সবার জিনিস একা কেড়ে নেবার মতো স্বার্থপরতো আমি হতে পারিনা :)

১২ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:১৭

স্প্যানকড বলেছেন: উহা আমি আগেই জানি আর আমিও কি অমন ডাক দিল আর তক্ষুনি ছুটি ! হা হা হা...

৬| ১২ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৩০

মিরোরডডল বলেছেন:




ওহ বলা হয়নি, এই পোষ্টের ছবিটা অনেক ভালো লেগেছে, অন্যগুলোর চাইতে আলাদা।

১২ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০১

স্প্যানকড বলেছেন: সব গুলি ভালো। আর কি বলা হয়নি ? ধন্যবাদ।

৭| ১২ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০৮

মিরোরডডল বলেছেন:




না বলার মধ্যে দিয়ে
বলা হয়ে গেছে সব
তাই আজ আর
কিছুই বলার নেই


১২ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:২৭

স্প্যানকড বলেছেন: শুনি নাই সব
তাই মন তুলছে রব। হা হা হা...... ছ্যাকঁট্যাক খাইলা নাকি?

৮| ১২ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪০

মিরোরডডল বলেছেন:




আরে নাহ!
আমিতো নিজে খাওয়ার চাইতে অন্যদের খাওয়াতে বেশি পছন্দ করি :)
অতিথিপরায়ণ হিসেবে আমার অনেক সুনাম আছে =p~

১২ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:০৭

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! কেমন জানি পোড়া পোড়া গন্ধ বেরুচ্ছে আর ধোঁয়া ! হা হা হা... অতি সম্প্রতি কাকে দিলা ? আমি উল্টো। না খেয়ে বিল দেই না... নো চান্স ! হা হা হা....

৯| ১২ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২০

মিরোরডডল বলেছেন:




ছিঃ কি বলছে এসব!

স্প্যানকডতো জানে আমি স্বভাবে খুব লাজুক প্রকৃতির।
আবার সফ্ট-হার্টেড। কাউকে কষ্ট দেয়া আমার পক্ষে সম্ভব? বিশ্বাস হয় এটা?
একদমই না :)

আচ্ছা নতুন লেখার খবর কি? একটা ভিন্নরকম লেখা না দেয়ার কথা।

১২ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:১৫

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! আবার অমন নয় তো ঐ যে প্রায়ই শুনি, " আমি অন্য মেয়েদের মতো নই ! " আজকে দিলাম একটা। পড় নাই কমেন্ট ও নাই। যাক ওসব। গোছানো হচ্ছে না। সারাদিন শুয়ে আছি। গলা কেমন খুশ খুশ করছে.... মানুষ চেনা বড় মুশকিল !

১০| ১২ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:২৫

মিরোরডডল বলেছেন:




নাহ পড়া হয়নি, কাল পড়বো।

সিম্পটম থাকলে করোনা চেক করতে হবে।
আমার অফিসে আজকেও দুজনের পজিটিভ।
তাদের হোম অফিস করতে বলা হয়েছে।


হাত বাড়ালে বন্ধু পাওয়া যায় না
বাড়ালে হাত বন্ধু সবাই হয় না


শুনলে কথা মানুষ চেনা যায় কি?
চেনা সহজ নয়, চিনতে লাগে ভয়
বলি তাই, মানুষ চেনা দায়



টেইক কেয়ার এন্ড গুড নাইট।






১১| ১২ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:৫৪

স্প্যানকড বলেছেন: মাহিনের ঘোড়াগুলি এক সময় খুব শুনতাম। ওসব করোনা আমার হয়ে গেছে এখন ওসব দুধভাত। আমার কি যে অসুখ তা কাউকে বলতে পারি না। যাক ওসব। গানটা খুব ভালো লাগছে। ধন্যবাদ। তুমিও ভালো থেকো সাবধানে থেকো। :)

১২| ১৪ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:২১

মিরোরডডল বলেছেন:




আবার অমন নয় তো ঐ যে প্রায়ই শুনি, " আমি অন্য মেয়েদের মতো নই !

মানে কি? বুঝিনি, এরকম কে বলে বা কেনো বলে?

আমার কি যে অসুখ তা কাউকে বলতে পারি না

কেনো না? বললেতো আমরা ঝাড়ফুঁক করে অসুখকে কোথায় পাঠিয়ে দিবো, ত্রিসীমানায় আর আসবে না :)

গলা কেমন খুশ খুশ করছে.

সংক্রামক মনে হচ্ছে, গতকাল থেকে আমারও গলা ব্যাথা :)



১৪ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৪৭

স্প্যানকড বলেছেন: তুমি ফু দিলেই তো সেরে যায়। দিবা না কিপ্টুস। ইশ ! গলা ব্যাথা! আমার তো হৃদয়ে ব্যাথা তাই এতো কথা। হা হা হা... মিন্ট টি উইথ হানি নিয়েছি এখন একদম ফিট ইন শা আল্লাহ। তুমি ট্রাই করতে পারো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.