নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি স্প্যানকড।
যেই তুমি ছুঁলে
অমনি আমি আড়মোড়া ভেংগে
সিধা গলি থেকে সন্ধান পেলাম
কাংখিত রাজপথ।
যেই তুমি ছুঁলে
পালটে গেল
সমস্ত গণিত এবং গতিপথ ।
যেই তুমি ছুঁলে
ঝাকেঁ ঝাঁকে পাখির দল
ফিরে এলো শূণ্য অরন্যে।
যেই তুমি ছুঁলে
বালাইষাট,
ও কথা বলো না
এখনো যে সন্ধ্যা মালতি ফোটে
চেনা মানুষটি ক্লান্তির পাট চুকিয়ে
শান্ত হয় ঘুমিয়ে।
যেই তুমি ছুঁলে,
ভেতর থেকে কতগুলি অচেনা শব্দ
সারি সারি বসে
কেমন গেল কবিতা হয়ে।
যেই তুমি ছুঁলে,
চোখের ভেতর চোখ
ঠোঁটের ভেতর ঠোঁট
ঘেমে গেল মখমলের তক্তপোশ।
যেই তুমি ছুঁলে,
তাড়িয়ে দিলাম দু:খ বেদনা
হুশ - হুশ - হুশ।
২১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৩৯
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।
২| ২১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৩৫
মিরোরডডল বলেছেন:
যেই তুমি ছুঁলে
পাথরের গায়ে উঠেছে
শত রঙের বুনোফুল
যেই তুমি ছুঁলে
যাযাবর মন হয়ে গেলো
নীড়ে ফেরা পাখি
যেই তুমি ছুঁলে
মনের প্রদীপের উত্তাপ
ছড়িয়ে পড়ে শরীরে
ভেঙে গুঁড়িয়ে যায়
সকল উপাসনার ইমারত
৩| ২১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৪২
স্প্যানকড বলেছেন: হায় ! হায় !
মেয়ে এসব কি কয়?
শুনলে লাগে ভয়।
যেই তুমি ছুঁলে...... হা হা হা....
৪| ২১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:২০
সাড়ে চুয়াত্তর বলেছেন: মিরোরডডলকে একটা কবিতা লিখতে বলেন। তার উপরের কবিতা বেশ ভালো হয়েছে।
আর আপনার কবিতা যথারীতি ছোঁয়াছুয়িময় হয়েছে।
২১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৪৮
স্প্যানকড বলেছেন: হা হা হা.... ওরে কয়ছি এ খুব অন্যায়। লিখে না ক্যান কে জানে ? মাঝে মাঝে লিখে তারপর উধাও । ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
৫| ২১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:২৪
মিরোরডডল বলেছেন:
দুই লাইন লেখার যাও চেষ্টা করেছিলাম, এমন ভীতু জানলেতো সেটাও আর ট্রাই করবো না
কোথায় উৎসাহ দিবে, তা না ......
যাই হোক নিজের বানানো ছবিটা ভালোই হয়েছে, ব্যতিক্রম।
২১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৫৩
স্প্যানকড বলেছেন: আমি তো সেই কবেই কয়ছি " এ খুব অন্যায় । ক্যান যে তুমি কবিতা লিখ না ? " আইচ্ছা, একদিন দেখবা অঅস্ট্রেলিয়া ঠিকই আইসা পড়ছি তখন দেখবনে তোমার কেমন সাহস ? হা হা হা.....
৬| ২১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:২৯
মিরোরডডল বলেছেন:
সাচু, স্প্যানকডকে দেখায় রাফ এন্ড টাফ জোড়া পিস্তল নিয়ে সাহসী যুবা কিন্তু আসলে ...... থাক বললাম না।
আমাদের ছবিপু কিন্তু এখনই আসবে পোষ্টের ছবি নিয়ে কমপ্লেইন করতে
২১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৫৯
স্প্যানকড বলেছেন: আসলে কি ? হুম...
মেয়ে,
তুমি বাড়াইয়া দিতাছ আগুন
আমি কার্তিকের এক ফালি চাঁদ
কালবৈশাখ
নই বসন্ত ফাগুন।
সাবধানে মেয়ে
সাবধান !
পুড়ে যাবে
ছাই হবে
কাঁদবে দুই তিন গুন । হা হা হা....
ছবি আপু ভালো মানুষ। উনি ছুটিতে আছেন হয়তো তাই আমার এখানে আসেন কম।
৭| ২১ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:১০
সাড়ে চুয়াত্তর বলেছেন: @ মিরোরডডল - আর কিছু বলার দরকার নাই, স্পানকড লজ্জা পাবে। এক কবিতা পড়েই কাইত।
২১ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫
স্প্যানকড বলেছেন: আমি অত সহজে হইনা কাইত দিনের চেয়ে ভালো হয় রাইত ! হা হা হা....
৮| ২১ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৩০
মিরোরডডল বলেছেন:
আইচ্ছা, একদিন দেখবা অঅস্ট্রেলিয়া ঠিকই আইসা পড়ছি তখন দেখবনে তোমার কেমন সাহস ?
অস্ট্রেলিয়ায় আসবে স্প্যানকড, এর সাথে আমার সাহসের সম্পর্ক কি সেটাইতো বুঝলাম না
কত মানুষ আসে, কত মানুষ থাকে, তো?
এইতো ডিসেম্বরে শায়মাপু আসবে, আগেও দুইবার এসেছে
ইন এডভান্স সবার জন্য ওয়েলকাম এন্ড উইশ থাকলো।
৯| ২১ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৫০
স্প্যানকড বলেছেন: আমার তো সাহস কম তোমার সাহস দেখতে দূর থেকে কি সাহস দেখা যায় ? যাক মেয়ে ডরায় গেছে। হা হা হা...
ভাবতাছি এই ছবি দিয়া টি শার্ট বানামু লাগলে আওয়াজ দিও । না থাক...
১০| ২১ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৫১
বাকপ্রবাস বলেছেন: আপনার কবিতা পড়ি, কিন্তু এডাল্ট কোন শব্দ থাকলে কমেন্ট করিনা, কেন যেন কমেন্ট করতে ইচ্ছে করেনা এডাল্ট শব্দ পেলে
২১ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৪
স্প্যানকড বলেছেন: আপনি এডাল্ট তো ? হা হা হা...
১১| ২১ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯
মিরোরডডল বলেছেন:
পুড়ে যাবে
ছাই হবে
কাঁদবে দুই তিন গুন ।
তাই?
আমি শুধু পোড়াই না, পুড়িয়ে খেয়েও ফেলি, বারবিকিউ আমার খুব পছন্দ
ছবি আপু ভালো মানুষ।
ছবিপু খুব সহজ সরল, অনেক লক্ষ্মী।
আপুর সরলতায় আমি মুগ্ধ।
২১ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩
স্প্যানকড বলেছেন: বারবিকিউ হইতে প্রস্তুত ! হা হা হা... আইতাছি খুব শীগগির ইন শা আল্লাহ।
১২| ২১ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কমরেড
দ্রোহ ছেড়ে কী এবার নীল ভেলভেট জড়িয়ে শোবার ইচ্ছে হলো ?
যদি তোমার দ্রোহের চেয়ে প্রেম বড় হয়ে যায় তবে তা স্পষ্ট বলো !
তুমি যদি ছুঁড়ে ফেলো আস্তাকুঁড়ে তোমারই মানবিকদায় বোনা বর্ম
তবে এতে তুমিই তো শূণ্য হলে, তাতে কার কী এলো গেলো ??
রুবাইয়াত-ই-নিবর্হণ নির্ঘোষ ।
২২ শে অক্টোবর, ২০২৩ রাত ১:৪৪
স্প্যানকড বলেছেন: মারহাবা ! মারহাবা ! ভাষাহীন হয়ে গেছি। এতো সুন্দর রুবাইয়াত। মন খুশী হয়ে গেল। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। পুরা অন্তরে ঢুকে গেছেন। ভালো থাকবেন খুব খুব।
১৩| ২১ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:০৩
কামাল১৮ বলেছেন: বেশি ছোঁয়া ছোয়ি করলে আবার আসবে কোভিড।তখন তিন হাত দুরে থাকতে হবে।
২২ শে অক্টোবর, ২০২৩ রাত ১:৪৭
স্প্যানকড বলেছেন: ওসব নস্যি প্রেমের কাছে। তাছাড়া টিকা ফিকা লওয়া আছে। এরপর আপনাদের দোয়া ঠেকায় ক্যাডা? কার অত বড় কলিজা? হা হা হা.... ধন্যবাদ, ভালো থাকবেন।
১৪| ২১ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:০৫
আমি সাজিদ বলেছেন: কমেন্টগুলো পড়ে মজা পেলাম। আপনি তো দেখছি রোমান্টিক সুপুরুষ। জোড়া পিস্তল আর কবিতা লিখে নারীর মন জয় করে ফেললেন।
২২ শে অক্টোবর, ২০২৩ রাত ১:৫১
স্প্যানকড বলেছেন: রোমান্টিক এবং সুপুরুষ কি না জানি না তবে পুরুষ ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। কই আর জয় হইল বারবিকিউ করার মসলা সস যোগাড় করতে গেছে।
ধারেকাছে পাইলেই মোরে
বারবিকিউ করবে এক্কেবারে !
আমি প্রস্তুত
প্রেম কি অদ্ভুত !
হা হা হা...৷ ভালো থাকবেন খুব।
১৫| ২২ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:০১
শেরজা তপন বলেছেন: বাঃ ভাল লেগেছে এইটা
২২ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:৫৬
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।
১৬| ২২ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:১২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার কবিতা। ভালো লেগেছে সেই সংগে ভালো লেগেছে মিরোর কবিতা।
২২ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:৫৮
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ও তো কবি কিন্তু আলসেমি করে লিখে না কবিতা এই যা। তবে লিখবে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন।
১৭| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:০৪
আমি সাজিদ বলেছেন: আপনি প্রস্তুত বলতে? সিরিয়াসলি প্রেমে পড়েছেন? আপনি কি স্যাপিয়োসেক্সচুয়াল?
২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:০৭
স্প্যানকড বলেছেন: প্রেম! হা হা হা....। রোজই তো প্রেমে পড়ি.... না অত আঁতেল হতে পারিনি। ধন্যবাদ, ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৩৫
বাকপ্রবাস বলেছেন: সুন্দর