নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

আঁধার শহরে কবিতা দুয়ারে-দুয়ারে। চ্যাপ্টার ১৭

২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০০

ছবি নেট।

তোমার কি ইচ্ছে হয় না
একটু পাশে বসতে
গা ঘেঁষে চলতে
তোমার কি ইচ্ছে হয় না
একটু কথা বলি
এক মিনিট অথবা
ঘড়ি ধরা ত্রিশ সেকেন্ড !
ঐ এক মিনিট বা ত্রিশ সেকেন্ড
আমার কাছে কত যে কি
কত যে দামী
জানতে যদি। 

ইদানীং সব কিছু আমায় প্রশ্ন করে
সকালের রোদ
ডালে বসা পাখি
ঝরা পাতার ঘুর্নি
জলের ঢেউ
ঝিংগে ফুল 
রাস্তার ধুলো
শীতের কুয়াশার ভোর
চায়ের উষ্ণতা
নাগরিক কোলাহল ব্যস্ততা
চাকরির বিজ্ঞাপন
এমনকি
লিক হওয়া জন্মদিনের বেলুন

কাকে তুমি মিস কর?
কার অপেক্ষায়
এতোটা পথ চেয়ে থাক ?
একা একা রাত জেগে জেগে
কিসব ভেবে একা একা কেন হাস?

আমি থতমত খেয়ে যাই
ওরা কেমনে টের পায়
ভেতরে তুমি 
অথচ তুমি
পুরোপুরি বেখবর
সে তো আমি জানি। 

আমার একটাই ঘোরতর অসুখ
খুব গরমে যখন তেতে উঠি ঘেমে উঠি
খুঁজতে থাকি তোমার আঁচল
তোমার হাতের এক গেলাস ঠান্ডা জল
আহ : ! এতো সুখ !
যা পাইনি মেয়ে কোনদিন
কবিতার মুখ তাই মলিন।

তোমার কি ইচ্ছে হয় না
তোমার পরিপাটি চুল আমার ছোঁয়ায় এলোমেলো হোক
কপালের সরে যাওয়া টিপ ঠিকঠাক বসুক
মাছের কাঁটা বাছতে বাছতে
দুনিয়ার আয়-ব্যয় খতিয়ান হিসেব হোক।

ইচ্ছে হয় না?
ইচ্ছে হয় না?

এই যে একা একা ঘরে ফেরা
একা একা কফিশপে ঢু মারা
বইমেলা
ঝড় বৃষ্টি একা দেখা
হরর মুভি দেখে ভয়ে কাঁপা
কাঁথা টানা
তুমি চাইলে এসব অন্যরকম হতো
সিনেমার চাইতে বেশী রোমাঞ্চকর হতো।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: কবিতায় লিখলেন, পাশে বসতে ; কিন্তু ছবি দিলেন শুইয়ে ফেলার । এরপরেও কে আর আপনার পাশে বসতে চাইবে ?
শালিন , আশালীণ দৃষ্টকটু তিনটি শব্দ আছে বাংলা অবিধানে একটু দেখে নিবেন ।

২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৯

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! কারো বসার দরকার নাই ! আপনে বোরখা পড়ে থাকেন। দৃষ্টিকটু লাগে না যখন রাস্তায় নারীরা খদ্দের খোঁজে? অফিসের কাজে ঘুষ দিতে? লম্পট নেতারে জ্বি স্যার জ্বি স্যার বলতে লজ্জা করে না? আপনে অবিধান নিয়ে পড়ে থাকেন শুয়ে থাকেন। আইছে আমার হাজী সাব। দুনিয়ার ল্যাংটা হিব্দি গান মোবাইলে টিভিতে চলে এহানে সাধুগিরি করতে আইছে। আপনার তো উপাসনালয়ে পড়ে থাকার কথা এহানে কি করেন?? হ্যা শুনি??

২| ২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: কবিতায় লিখলেন, পাশে বসতে ; কিন্তু ছবি দিলেন শুইয়ে ফেলার । এরপরেও কে আর আপনার পাশে বসতে চাইবে ?
শালিন , আশালীণ দৃষ্টকটু তিনটি শব্দ আছে বাংলা অবিধানে একটু দেখে নিবেন ।


তাই তো।

২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪১

স্প্যানকড বলেছেন: আপনে বিয়া কইরা ভাইবেন এসব নোংরা কাম তাই তো ! হা হা হা... :) তাই তো !

৩| ২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৮

অরণি বলেছেন: আপনার সব কবিতাই আমাকে ভালোলাগে।

২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১৯

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ অরণি। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। :)

৪| ২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। রোমান্টিক।

২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২০

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময় :)

৫| ২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৮

মিরোরডডল বলেছেন:





আমার একটাই ঘোরতর অসুখ
খুব গরমে যখন তেতে উঠি ঘেমে উঠি
খুঁজতে থাকি তোমার আঁচল
তোমার হাতের এক গেলাস ঠান্ডা জল
আহ : ! এতো সুখ !
যা পাইনি মেয়ে কোনদিন
কবিতার মুখ তাই মলিন।



কবিতায় অনেক ভালো লাগা।


২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। অসুখ সারার উপায় কি মেয়ে? যদিও ইচ্ছে লেগে থাকুক এ অসুখ আজীবন অসুবিধে কিসে? হা হা হা :)

৬| ২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪১

মিরোরডডল বলেছেন:





আমি থতমত খেয়ে যাই
ওরা কেমনে টের পায়
ভেতরে তুমি
অথচ তুমি
পুরোপুরি বেখবর
সে তো আমি জানি।


২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২৭

স্প্যানকড বলেছেন: সত্যি ওরা টের পায়। পায়না সে যারে এতো ভালবাসি। কি যে এক হাল। তার প্রেমে নাজেহাল ! হা হা হা :) তাকে ধরা যায় না ছোঁয়া যায় না তাই প্রেম এখনো জীবিত। তাই কি??

৭| ২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৪

মিরোরডডল বলেছেন:





যদিও ইচ্ছে লেগে থাকুক এ অসুখ আজীবন অসুবিধে কিসে?

এটাই মনে হয় একমাত্র অসুখ, যা সেরে উঠা মানেই সুখের মৃত্যু।

এ অসুখের মাঝে থাকাই বেঁচে থাকার চরম সুখ!

২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৫

স্প্যানকড বলেছেন: আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে ! হা হা হা :)

৮| ২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৯

মিরোরডডল বলেছেন:




ধরতে চাওয়া, ছুঁতে চাওয়ার যে আকুল আকাংখা, এর মাঝেইতো ভালোলাগা।


২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৪

স্প্যানকড বলেছেন: গান শুনছি " জোছনা করেছে আড়ি। আসে না আমার বাড়ি। গলি দিয়ে চলে যায়.... বেগম আখতার। " আমার প্রিয় একটা ঠুমরী। :) শুনে দেখতে পার ইচ্ছে তোমার :)

৯| ২২ শে নভেম্বর, ২০২৩ সকাল ৭:৫০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: লিখতে থাকুন।

২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:০৬

স্প্যানকড বলেছেন: সে প্রচেষ্টায় আছি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.