নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
মেয়ে,
কতনা সাবধানে ফেল তুমি পা
এরপরেও কেটে যায়
ফেটে যায়
শুকায়না সমস্ত ঘা।
পুষে রাখবে কিছু ঘা
সব সময় মিলাতে যাবে না
হ্যাঁ এর সাথে হ্যাঁ
কিছু সময় বলতে হয় " না "।
কে দিল তোমায় তাড়া
ডেকে ডেকে না পাই সাড়া
আদর করবে না তুমি
এ তো খুব জানি
কবিতার ছন্দ
আজ তাই খাপছাড়া।
তোমার ঠোঁটের লাল রঙ
চোখের কাজল কেমন ফ্যাকাসে
অথচ
বাহিরে রোদ হাসে
বাতাস পেলে কেমন
ফুলে ফুলে গা ঘষে।
মেয়ে,
উঠে দাঁড়াও
তাকাও বলছি এদিকে
ধরবে
ধরবে কি না ফের এ হাত?
যদি আসে বিপদ চৌদিকে।
০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৬
স্প্যানকড বলেছেন: কিছু স্পষ্ট কথা। ভালো থাকবেন
২| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মেয়ে, উঠে দাঁড়াও তাকাও বলছি এদিকে ধরবে ধরবে কি না ফের এ হাত?
যদি আসে বিপদ চৌদিকে।
..................................................................................................
মেয়েরা তো বিপদের মাঝেই করে বসবাস
তবে কি আছে ত্রানকর্তার অভ্যাস ???
০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ রাত ১:৪৪
স্প্যানকড বলেছেন: সব মেয়ে বিপদে নাই। কেউ কেউ করে সর্বনাশ ! হাত ধরে হাত ছড়ে দেওয়া কতজনের স্বভাব। সে যাই হোক এ জন্য যাপিত জীবন এবং দুনিয়া অনেক মজার জায়গা। আই লাভ ইট ধন্যবাদ, ভালো থাকবেন
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ কবিতা।
০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৯
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ।
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০২
মিরোরডডল বলেছেন:
সব সময় মিলাতে যাবে না
হ্যাঁ এর সাথে হ্যাঁ
কিছু সময় বলতে হয় " না "।
ট্রু
০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৫
স্প্যানকড বলেছেন: হুম, মনে থাকে যেন।
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৫
জুন বলেছেন: কবিতায় ভালোলাগা তবে বেশি ভালো লাগলো ছবির মেয়েটিকে। কি সুন্দর স্নিগ্ধ রূপ।
+
০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৭
স্প্যানকড বলেছেন: হুম গোসসা করে বসে আছে একা কারো জন্য অপেক্ষা করছে গোলাপ হাতে। ধন্যবাদ জুন। ভালো থাকবেন
©somewhere in net ltd.
১| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪
মৃতের সহিত কথোপকথন বলেছেন: এইটা কি অনু কবিতা?