নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হেলুসিনেশন। চ্যাপ্টার ১৮

২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩৭

ছবি নেট।

তোমরা বলতো,
স্বাধীনতার প্রকৃত ভাষা কি?
এর চেহারা
এর বর্ণ 
কেমন এর দৈর্ঘ প্রস্থ আকার আকৃতি?

যে মাটির জন্য হলো এতো রক্তের প্লাবন
সে মাটিতে দেদারসে ঘুরছে রাবন
যে মাটির জন্য এতো ইজ্জত হলো লুট
সে মাটিতে মিলছে লাখো মানুষের চোট।

তোমরা মিলনের চেয়ে বিভাজনে বিশ্বাসী
তাই তো আমি ভীষণ ছন্নছাড়া একাকী হাসি
না যাই ডানে
না বামে
সোজা হয়ে চলি
সোজা কথা বলি।

আলো ডুবে আঁধারে
প্রভু এবং কুকুর
থাকে না একই কাতারে
এ সত্য
মানুষ সর্বগ্রাসী
ভীষণ লোভী
দুহাত বাড়িয়ে শুন্য হয়ে বলছি
মানুষ বর্জন
মানুষেরই দাবি।

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫০

মিরোরডডল বলেছেন:




মানুষ ছাড়া কি মানুষ বাঁচে!
তাই বর্জন করতে হবে না, তবে সঠিক দূরত্ব বজায় রাখতে হবে।

আমি সত্যিই স্বপ্ন দেখি যে একদিন মানুষের মধ্যে কোন বিভাজন থাকবে না, এবং এও বুঝি যে এটা কেবল স্বপ্নেই সম্ভব, বাস্তবতা খুব নির্মম।


২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৩

স্প্যানকড বলেছেন: আমি বাঁচতাছি সুন্দর !

দুরত্ব রাখলে প্রেম পিরিতি বন্ধুত্ব হতো না। ওটা হয় এক ধরনের আঁতেলেকচুয়াল কাম কাইজ ! তোমার মতো ভাবলে দুনিয়ায় কেউ পয়দা হইত না হইলে ও সারোগেসিতে হইত সব। ভালো থেকো :)

২| ২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৯

মিরোরডডল বলেছেন:




সম্পর্ক ভালো রাখার জন্য যে দূরত্ব মেইনটেইন করা সেটা বোঝানো হয়েছে।
এর সাথে প্রেম বন্ধুত্ব রিলেশনশিপ না হবার কারণ কি!

মানুষ বর্জন না করে দূরত্ব রেখে সম্পর্কের সুইটনেস ঠিক রাখার কথা বলা হয়েছে।
দুই লাইন বেশি বোঝে কবি।



২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০৯

স্প্যানকড বলেছেন: তুমি দুই লাইন ধরতে পার বলেই দুই লাইন বেশি বুঝি। সেজন্য বুঝি সুইটনেস বজায় রাখতে রাস্তার ট্রাক গুলির গায়ে লিখা থাকে দুরত্ব বজায় রাখুন যাতে রাস্তায় চলতে ওদের সুবিধা হয়। এমনকি ??

৩| ২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১১

মিরোরডডল বলেছেন:




কি যে বলে এলোমেলো, বুঝিনা এসব।

প্রথম পোষ্ট কমেন্ট নোটিফিকেশন হয়নি মনে হয়
পুরনো কিছু পোষ্ট পড়েছিলাম।

২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৩

স্প্যানকড বলেছেন: ও আচ্ছা, তোমার কবিতার বাকী লেখা কতটুকু হলো ? পুরাটা কম্পলিট কর প্লিজ :)

৪| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৮

স্প্যানকড বলেছেন: ঠান্ডায় বেহাল ! নাক বন্ধ হয়ে আছে। ঘুমুতে কষ্ট হচ্ছে। ইচ্ছে করছে নাক কেটে ফেলি কিন্তু তা কি আর করা যায়? নাক কাটলে রইল আর কি ? যদিও অনেকে নাক কান বহু কিছু বিসর্জন দিয়ে দেশে বহাল তবিয়তে আছে। পুরনো পোস্টে কমেন্ট করাতে ধন্যবাদ। আইচ্ছা, তুমি আবার কমেন্ট দিয়ে দয়া করুণা করছ না তো? এমন হলে কখনো করবে না যেমন আছে ওমন পড়ে থাক। ভালো থেকো :)

৫| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: একটা গান লেখার চেষ্টা ছিল।

তাহলে আমি ঠিক ধরতে পেরেছি ওটা গান ছিলো।

আইচ্ছা, তুমি আবার কমেন্ট দিয়ে দয়া করুণা করছ না তো?

চিন্তাভাবনা এতো নেগেটিভ কেনো? X((
আমিতো এভাবে ভাবতে পারিনা।

স্প্যানকড যদি ভাবে আমি শুধু তার ওল্ড পোষ্ট পড়েছি, তবে ভুল।
ধুলো, জি এস ওদের ওল্ড পোষ্টও আমি রেগুলার পড়ি।
কমেন্ট করিনা কারণ নোটিফিকেশন পাবে না তাই।

৩ মাস হলো স্প্যানকড-এর নতুন লেখা রেগুলার পড়ছি, কিন্তু আগের শত শত কবিতা আছে যেগুলো পড়া হয়নি, তাই মাঝে মাঝে পড়ি। সব যে ভালো লাগে তা না, কিছু ভালো লাগে।

ঠাণ্ডা লাগলো কি করে! এখন কি পুরোপুরি শীত এসে গেছে?


২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৬

স্প্যানকড বলেছেন: আমি পজিটিভ। মানুষ এমন কথা বলতে পারে যে, মিরোর ছাড়া আর কে এখানে কমেন্ট করে? তাই বলা। না বুইঝা রাগ করে। ধন্যবাদ তুমি যে পড়। আমার ঠান্ডায় আমি চিন্তিত নই আম্মার জন্য চিন্তিত। ঠান্ডা ওর লেগে গেলে বিপদ ডায়ালাইসিস এর রোগী। এই যা। ভালো থেকো :)

৬| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২২

নীলসাধু বলেছেন: ভাল লাগসে কবিতা।

কবির জন্য শুভকামনা রইলো।

২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৬

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ নীল। ভালো থাকবেন :)

৭| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৬

জুন বলেছেন: আমিও দুই চারটা কবিতা লেখছিলাম এক সময়, তাই স্প্যানকডের কবিতা কিছু কিছু বুঝতে পারি :)
ভালোলাগা রইলো মানুষ বর্জন কবিতা।
+

৮| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৯

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: ও আচ্ছা, তোমার কবিতার বাকী লেখা কতটুকু হলো ? পুরাটা কম্পলিট কর প্লিজ

আমাকে কি পাগলের মতো দেখায়???
কবিতা লেখা আমাকে দিয়ে হবে না।

কবি যে পরে চার লাইন লিখেছে, ভালো হয়েছে।
আমি শুরু করেছিলাম, স্প্যানকড সেটা বাকিটা লিখে শেষ করবে :)


২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:৫৪

স্প্যানকড বলেছেন: ট্রাই করমুনে ইন শা আল্লাহ। সুন্দরীর কথা ফেলা অন্যায় ! কবিরা কি পাগল? মোটেও না। উনারা শুধু ধর্ম, রাষ্ট্র, সমাজ এবং মানুষদের ভেতরে ঢুকার কসরত করে আর নিজেকে খুঁজে ফিরে। ভালো থেকো আইলসা কবি :)

৯| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০০

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ জুন। ভালো থাকবেন আপনি :)

১০| ২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫১

সামরিন হক বলেছেন: ভালো।

২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০৯

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.