নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

স্প্যানকড !

৩০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫৮

ছবি নেট ।

স্প্যানকড !
কতটা জখমে
তুই জেগে আছিস
প্রেমের শরাব উপচে পড়ে
বেখেয়ালে তুই দোষ ধরিস।

পান করে যা যত খুশী
বিরহ বিনে প্রেম জমে কি? 
প্রেম তো নয় মৌসুমি ফল
তবুও ক্যান যে মাথা ঠুকে মরিস? 

স্প্যানকড !
কতটা তুই বেপরোয়া
কতটা হয়েছিস বেগানা
প্রেমের রাস্তা
নয় তো সোজা
জানে কিন্তু সর্বজনা।

স্প্যানকড !
কত বেগে ছুটছিস?
দরিয়ায় হাজারো কিস্তি
কিছুটা সামলে
ভেতরে তোর নীল বিষ।

স্প্যানকড !
কত তুই বেখবর
কতটা পড়েছে প্রেমের আছর?

জেনে রাখ,
মনের সাথে মানায় কেবল মন
শরীর তো টেকে অল্পক্ষণ। 

         

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো কবিতা।

বুড়ো বয়সে সামি-স্ত্রীর প্রেমটা খাঁটি প্রেম।

প্রথম দিকে কয়েকটা বানান ঠিক করলে ভালো হয়। যেমন 'আসিছ'। হয়তো আছিস হবে। ধরিছ না ধরিস হবে সম্ভবত। মরিছ না মরিস। প্রেমের আসর না আছর হবে? টিকে নাকি টেকে হবে?

৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৫

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ সাচু ভাই। আসলে এ বানান ভুল আমার স্বভাবে হয়। সেজন্য দু:খিত। মিরোর ধরিয়ে দিত সব সময়। আজ ধরিয়ে দিলেন আপনি সেজন্য আবারও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সব সময় :)

২| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫১

শেরজা তপন বলেছেন: 'আসিছ' একেবারেই প্রথম শোনা শব্দ - এটা কি আপনার উদ্ভাবিত?
'ধরিছ' আর 'মরিছ'টার মত ছুটছিস'টা ছুটসিছ হবার কথা :)

৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৭

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ তপন ভাই। ঠিক করেছি। এই বানান ভুল আমার হতেই থাকে। সেজন্য দু:খিত। ভালো থাকবেন খুব :)

৩| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৭

জুন বলেছেন: আপনি কি রুবাই লিখছেন্নাকি স্প্যান :-*
অনেক নতুন শব্দের সমাহার দৃষ্টিগোচর হলো :`>
+

৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০১

স্প্যানকড বলেছেন: আরে আপু ইহা বহু আগের পুরাতন লেখা। ইদানীং জ্বর ঠান্ডায় কাবু হয়ে আছি। তাই ইহা দিলাম আর কি! না, কি যে বলেন রুবাইয়াত ! ওরে বাপরে সে কি সোজা কাজ :) হা হা হা :) ভালো থাকবেন সব সময় :)

৪| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫১

প্রামানিক বলেছেন: ধারাবাহিক পড়ে যাচ্ছি

৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময় :)

৫| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৫৩

মিরোরডডল বলেছেন:




শেষ দুই লাইন ভেরি ট্রু।

ঠান্ডা জ্বর নিয়েও পোষ্ট চলছে দেখে ভালো লাগলো।
হোপ ইউ উইল গেট ওয়েল সুন।

নিক স্প্যানকড কেনো, এই গল্পটা শুনবো।


৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৩:৩৯

স্প্যানকড বলেছেন: মনের দাম আজকাল কজন দেয় ? অসুস্থ নিয়ে পোষ্ট কি আর করা সময় চালানো এই আর কি ! মনে হয় একটু একটু সুস্থ হয়ে যাচ্ছি হা হা হা :) তুমি দোয়া করছ না..৷ প্রশ্নগুলি নিজেকে করা আবার নিজেই এর উত্তর দেয়া তাই এর নাম স্প্যানকড। ভালো থেকো সব সময় :)

৬| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১২

মিরোরডডল বলেছেন:




প্রশ্নগুলি নিজেকে করা আবার নিজেই এর উত্তর দেয়া তাই এর নাম স্প্যানকড

বুঝেছি কিন্তু আমি শুধু এই পোষ্টের জন্য বলিনি।

ব্লগে এই নিক নেবার পেছনের গল্পটা শুনতে চেয়েছি।

রেজি করার সময় স্প্যানকড নিক কি মনে করে নিয়েছিলো।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩০

স্প্যানকড বলেছেন: স্প্যানকড ( Spanked ) মানে কি জানো ? উহা জানলেই বুঝে যাবে এর অর্থ। ব্লগের ক্যাচাল ভেজাল দেখে এই নাম নেওয়া। ভালো থেকো :)

৭| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৯

মিরোরডডল বলেছেন:



হুম জানিতো।
জানি বলেই প্রশ্ন ছিলো এই নিক কেনো।
তারমানে ব্লগে রেজি করার আগেই ব্লগ ক্যাচাল সম্পর্কে কবি অবগত ছিলো।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৭

স্প্যানকড বলেছেন: ইয়েপ ! তা কেমন হলো সেলিব্রেশন ? ভালো থেকো :)

৮| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি পড়ে দারুন লেগেছে। শেষের দুটি লাইন আমার মনে ধরেছে বেশ।

০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০২

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য :) শুভ নববর্ষ :) ভালো থাকবেন খুব :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.