নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি স্প্যানকড ।
জীবনকে আঁকড়ে ধরে কি লাভ?
যে জিনিস ফুরিয়ে যাবে
তা জেনেও
কেমন করছি দৌড়ঝাপ !
জীবন ছেড়ে যায়
ছিঁড়ে যায়
যেমন ছেড়ে গেল যাত্রী সহ যান
আলো কেড়ে নিল রাতের আঁধার
আঁধার কেড়ে নিবে আলো
কাড়াকাড়ির খেলা বড়ই চমৎকার।
খুব কম শুনি এ শহরে পাখির ডাক
কবিতার অক্ষরে রাখছি
প্রাপ্ত বয়স্ক দুহাত
ধুলোতে ঠাসা ছিল সমস্ত তাক।
এখন আর নেই তখন
যেকোনো সময়
যেকোনো সময়
ফুস
যেন ফোলানো বেলুনে
ঢুকালো কেউ সূঁচ।
জীবনকে আঁকড়ে ধরে কি লাভ?
প্রেমের বেলায়ও একই ব্যাপার স্যাপার
এদিকে বিরহ শোনায় একঘেয়ে সুর
চুমুতে সুখ
ব্যাপক বিনোদন দেয় নাকি
শারীরিক কারবার !
দেয়াল জুড়ে ঘুরছে পিঁপড়ের দল
আসলে স্রষ্টা ছাড়া
কোন সৃষ্টি কুল পুরোপুরি স্বাধীন নয়
এ কথাটি মেনে নিতে
আজকাল বড্ড কষ্ট হয় !
এ তো পুরনো ষড়যন্ত্র
কূটচালে জিতে যায় লর্ড ক্লাইড
অটুট বিশ্বাসে প্রতিবার মরে নবাব !
যদিও বিশ্বাসে মিলে সুখ
তর্কে বাড়ে অসুখ
এ সত্য
এ সত্য্
কোন কিছু আঁকড়ে ধরে নেই তেমন লাভ।
তোমার ক্ষেত্রেও কি তাই ?
অথচ
অথচ
তোমাকে কাছে চাওয়া ছিল
আমার নিয়মিত প্রিয় স্বভাব ।
২৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৭
স্প্যানকড বলেছেন: লাইফে প্রেম থাকা জরুরী ! সত্য মিথ্যে যাই হোক প্রেম খুব জরুরী। ধন্যবাদ
২| ২৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: লাইফে প্রেম থাকা জরুরী ! সত্য মিথ্যে যাই হোক প্রেম খুব জরুরী। ধন্যবাদ ।
যে নারী বা পুরুষের জীবনে প্রেম এলো না তাদের জীবনই বৃথা। তাদের প্রায়শ্চিত্ত করা করা উচিত।
২৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৯
স্প্যানকড বলেছেন: হুম, একদম খাঁটি কথা। অন্তত সেই গানের মতো যেন বলতে পারি " প্রেম একবার এসেছিল নীরবে /আমারও দুয়ার প্রান্তে /সে যে হায় মৃদু পায়.....। লাইফে প্রেম আসা জরুরী। প্রেম এলে সকলে কবি আবার প্রেম চলে গেলেও কবি। যেন Kurt Cobain এর মতো এমন করে বলতে পারি, Thank you for the tragedy, i needed it for my art.
৩| ২৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১১
সোনাগাজী বলেছেন:
জীবনই মানুষকে গতি দিচ্ছে, অনুভবতা দিচ্ছে
২৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৯
স্প্যানকড বলেছেন: জীবন বহু কিছু দেয়.... এখন টের পাচ্ছি...
৪| ২৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
২৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫০
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই ভালো থাকবেন সব সময়
৫| ২৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৯
বিজন রয় বলেছেন: জীবনকে আঁকড়ে ধরে কোনো লাভ নেই।
সে চলে যাবেই।
কিন্তু কবিরা ধরতে চাইবেই।
২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৫
স্প্যানকড বলেছেন: একদম। কবি বলেই ধরতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সব সময়
৬| ২৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০০
বিজন রয় বলেছেন: কিন্তু কবিরা ধরতে চাইবেই। এই জন্য কবিরা একটু পাগল পাগল হয়।
২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৬
স্প্যানকড বলেছেন: একদম খাঁটি সত্য ! অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।
৭| ২৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১০
নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার কবি...
২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৭
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য ভালো থাকবেন সব সময়
৮| ২৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৮
মিরোরডডল বলেছেন:
তোমাকে কাছে চাওয়া ছিল
আমার নিয়মিত প্রিয় স্বভাব ।
পাস্ট ফর্মে লিখেছে, তার মানে চাওয়ায় পরিবর্তন এসেছে।
এখন কাছ থেকে দূরে গেছে, গুড নিউজ!
২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৮
স্প্যানকড বলেছেন: এক পোটলা অস্ট্রেলিয়ান রসগোল্লা পাঠাও । খুশীর খবর উদযাপন করি....
৯| ২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৮
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ছবিটা কি আপনার আঁকা?
আকড়ে ধরা প্রেমেরাই হয়ত দ্রুত হারায়। অযত্নে যেন দিব্যি টিকে রয়। ব্যতিক্রম তো আছেই৷
২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:১১
স্প্যানকড বলেছেন: না, আমি আঁকতে পারি না তবে লিখতে পারি। ছবির বাবল স্পীচ বক্সের কথা গুলি আমার সম্পদ। হারাতে না দিলেই হয় তবে যে যাবার সে তো যাবেই.... এই যা ফারাক। ধন্যবাদ মন্তব্যের জন্য ভালো থাকবেন সব সময়
১০| ২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:১১
কামাল১৮ বলেছেন: বেঁচে থাকার নামই জীবন।
২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৪
স্প্যানকড বলেছেন: হুম, একদম। যতক্ষণ শ্বাস ততক্ষণ রাজ ! অসংখ্য ধন্যবাদ এখন ঠান্ডা কেমন? সাবধানে থাকবেন
১১| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৪
কামাল১৮ বলেছেন: এই বছর অন্যান্য বছর থেকে কম শীত পড়েছে।তুষার কম পড়ছে।তবে এখনো শীত শেষ হয়ে যায় নি।এখান কার শীতের খবর না নিয়ে আষ্ট্রেলিয়ার শীতের খবর নিয়।সেখানে আপনার একজন শুভাকাঙ্ক্ষী থাকে।
৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৩
স্প্যানকড বলেছেন: অস্ট্রেলিয়া আলহামদুলিল্লাহ ঠিক আছে.... হা হা হা কেন আপনারা বুঝি আমার শুভাকাঙ্ক্ষী নন? ভালো থাকবেন সব সময় ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লাইফটা প্রেমময় হয়ে গেল মনে হয়।