নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হার জিত । চ্যাপ্টার ১৬

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১০

ছবি নেট ।

আমি হয়তো বেশীদিন বাঁচব না
কেমন জানি ভেতরের নদীটি মরে যাচ্ছে
এক এক করে কমছে সকল জোয়ার
চারপাশে ভাটার টান
ঢেউ এর দাপাদাপি ফুরিয়ে গেছে
উহ !
নিরুত্তাপ উদাসীনতা কুরেকুরে খাচ্ছে দিনকে দিন।

নেই সুরুজ ডোবা সন্ধ্যা
এমনকি চারপাশ ফর্সা করা ভোর
ভিতরের রং টা
খুব টকটকে লাল হতে পারতো
কিন্তু
কেমন যেন ফ্যাকাশে
অনেকটা মরে পড়ে থাকা কোরবানির পশু !

আমি তোমাকে প্রেমের নানান বার্তা দেই
নানানভাবে তোমাকে ভাসিয়ে নিয়ে যাবার কথা বলি
আটকানোর নতুন নতুন ফাঁদ পাতি
কোনটাই কাজে আসে না
টুকরো হতে হতে
মোড় ঘুরিয়ে চলে গেছি অন্যদিক।

আমাকে আর ফেরাতে পারবে না
আমিও ফিরতে চাইনা
কি লাভ অত প্রেম চেয়ে?
কি লাভ অত জ্বলে?
একসময় সব নিভে যায়
হাওয়ায় মিশে আতর গোলাপ।

আমার এমন কোন মুহুর্ত নেই
যেখানে তুমি
বা
তোমার উপস্থিতি নেই
একটু খেয়াল করলে টের পাবে
তুমি সত্যি
ওসব বুঝতে চাও না
আমিও বুঝি
গন্তব্য দুজনের দুদিক।

আর বলব না ,
চলো এক সাথে হাঁটি গোধূলি সন্ধ্যা
একটু আড্ডা
চোখে চোখে কত কথা
তোমার লিপিস্টিকের দাগ কাপে
শুধু এটুকু বলে যাই শেষ বেলা
তোমার চুলে আংগুল খেলা
ঠোঁট বন্দি অসমাপ্ত প্রেম
থাকুক না মনের সিন্দুকে তোলা।

আর তোমার কন্ঠস্বর
আমি একা
আমি একা
রইল এই শুন্য চর।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪৯

কামাল১৮ বলেছেন: মানুষ তার চিন্তার সমান বাঁচে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪৬

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! ধন্যবাদ :) ভালো থাকবেন :)

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:০৮

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: মনের অসুখে মরে যাওয়া মানুষ, একবার-দুইবার-বহুবার মরে যায়।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫০

স্প্যানকড বলেছেন: মরতে মরতে বেঁচে গেছি ! ধন্যবাদ :) ভালো থাকবেন :)

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো দিবসে রোমেন্টিক কবিতা হলেই বেশ হতো।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫২

স্প্যানকড বলেছেন: সারা বছর প্রেমের কবিতা তো দিলাম আজ দিলাম প্রেম বিরহের মিশ্রণ । ধন্যবাদ :) ভালো থাকবেন :)

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:২৭

নয়ন বড়ুয়া বলেছেন: ভালোবাসা দিবসের শুভেচ্ছা কবি...

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:২২

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :) আপনাকেও শুভেচছা :)

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:০৯

কামাল১৮ বলেছেন: একটু বড়হলেই চিন্তা করে বিয়ে শাদি করবো।ছেলে মেয়ে হবে।তার পর আমার ছুটি।এই সব হতে ৬০/৭০ বছর লাগে।গড়ে মানুষ ৬০/৭০ বছরই বাচে।এই বিষয়টি আমি দেখেছিলাম Gerge Bernard Shaw এর Back to Methuselah নামক নাটকে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:২৪

স্প্যানকড বলেছেন: একটু বড় হলেই...।আর কতো বড় হবো নাদের আলি ? কেউ কথা রাখেনি । ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৬

হাসান রাজু বলেছেন: আমি তোমাকে প্রেমের নানান বার্তা দেই
নানানভাবে তোমাকে ভাসিয়ে নিয়ে যাবার কথা বলি
আটকানোর নতুন নতুন ফাঁদ পাতি
কোনটাই কাজে আসে না

;) বোকা বোকা ব্যাপার, স্যাপার।
:-B তবে, খারাপ না। ব্যাপার গুলো ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪৫

স্প্যানকড বলেছেন: প্রেম বোকারা করে চালাক করে অভিনয় ! ধন্যবাদ :) ভালো থাকবেন :)

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৩

মিরোরডডল বলেছেন:





ইদানিং লেখায় বার বার মৃত্যু চলে আসে কেনো?
কবি নিজের কবিতা কখনও আবৃতি করেছে? করবে।



১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪৬

স্প্যানকড বলেছেন: মৃত্যুর কথা স্মরণ হওয়া ভালো লক্ষ্মণ । আবৃত্তি করি শুধু নিজে শুনি । সাহস দিচ্ছ...। ধন্যবাদ :) ভালো থেকো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.