নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হার জিত । চ্যাপ্টার ১৮

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩২

ছবি নেট ।

দু:খকষ্ট গুলো
চারপাশে পোষা বেড়ালের মতন ঘুরে বেড়ায়
কখনো পায়ের সাথে ধাক্কা খায়
কখনো কোলে বুকে আঠার মতো লেগে ঘুমিয়ে পড়ে
কিন্তু কখনো ছেড়ে যায় না
অথচ কতো কাছের মানুষ
কতো আপন মানুষ ছেড়ে গেছে নানান ছুঁতায়
ছেড়ে যেতে পারলে সকলে বাঁচে
আসলেই কি?

দু:খকষ্ট গুলো
এখন মস্ত বড় বৃক্ষ
ওর ডালপালা গজিয়েছে
এতো বান তুফান ,বৃষ্টি জল
মিটিং মিশিল, নির্বাচন
কোন কিছুই এক চুল হেলাতে পারে না
এতোটাই ওর শেকড় মজবুত
ছেড়ে যাবে না কোথাও নিয়েছে এমন শপথ
আমি ওর ডাল
খালি দেখি বারো মাস
সব ঋতুতে একই মুখ
ফুল পাখি কিছুই আসে না
তবু্ও কি সুখী
কি অদ্ভুত !

দু:খকষ্ট গুলো
যেদিন থেকে হয়ে উঠল নিত্যদিনের সাথী
সেদিন থেকে আমি নই একাকী
কত খুনসুটি
কত রাগ গোসসা
আদর চুমু
শেষমেশ দুজনের এক হওয়ার গোপন চুক্তি
ও আর আমি চমৎকার করে চলেছি সংসার
যদিও লোকে বলে ,
আমার সব ছারখার !
উপায় নেই বাঁচবার
লোকের কথায় দেইনি কোনকালে কান
দু:খকষ্ট গুলো প্রিয়তমা
আমার জান প্রাণ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৫১

কামাল১৮ বলেছেন: দুঃখ কষ্ট যে জীবনের অংশ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১৩

স্প্যানকড বলেছেন: একদম । অবশ্য দু:খ আছে বলে বেঁচে আছি অতি সুখে মরে যেতাম । ধন্যবাদ :) ভালো থাকবেন :)

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০০

স্প্যানকড বলেছেন: গানটি এক সময় প্রায়ই রেডিও তে শুনতাম । ধন্যবাদ :) ভালো থাকবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.