নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুলো থেকে আগমন আবার ধুলোতেই প্রত্যাবর্তন

চতুরভূজ

আকাশে চুলের গন্ধটি দিও পাতি এনো সচকিত কাঁকনের রিনিরিন; আনিও মধুর স্বপ্নসঘন রাতি, আনিও গভীর আলস্যঘন দিন। তোমাতে আমাতে মিলিত নিবিড় একা- স্থির আনন্দ মৌন মাধুরী ধারা মুগ্ধ প্রহর ভরিয়া তোমারে দেখা তব করতল মোর করতলে হারা।

চতুরভূজ › বিস্তারিত পোস্টঃ

হা হা হা পায় যে হাসি! ভগবান পড়বে ফাঁসি! ( চতুরভূজ)

১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৩৩

মানুষ ভালবাসে, স্নেহ করে, কামনা বাসনায় উদ্বেল হয়। কখনও কষ্টে কাঁদে কখনও ফেটে পড়ে উল্লাসে! তবুও মানুষ জীবনকে ভালবাসে-প্রেমিকের ঠোঁটে চুমু খায় আবার নিয়তীর কাছে হেরেও যায়। এইভাবে হেরে গিয়েও মানুষের কাছে তার এই জটিল জীবন মধুর মনে হয়! আচ্ছা, মধুরতা কি? আমিতো বায়রনের মতই ভাবি! বাবার কাছে তার প্রথম সন্তান জন্মানোও খুব মধুর, প্রতিশোধও যেমন মধুর তেমন মধুর কলহের অবসান। বন্ধুর সাথে প্রীয়জনের সাথে ঝগড়া করাও মধুর, বোতল ভর্তি মদ আর ব্যারেল ভর্তি বিয়ারও মধুর। অসহায় কাউকে পৃথিবীর আক্রমন থেকে রক্ষা করাও মধুর। আমার স্কুলের যে স্থানটিকে আমি আজও ভুলতে পারিনা সেটাও আমার কাছে মধুর মনে হয় যদিও সেখানে কেউ আমাকে হয়তবা মনে রাখেনা। মায়ের কোলে মাথারাখা যেমন মধুর তেমনি মধুর প্রেমিকের ঠোঁটে চুমু খাওয়া। গ্রীক পুরেনে প্রমিথিউস যে আমাদের জন্য স্বর্গ থেকে আগুণ চুরি করে এনেছিল সেটাও একটা মধুর স্মৃতী যদিও তাকে এজন্য ক্ষমা করা হয়নি!



এতসব মধুরতার সীমা ছাড়িয়েও মানুষের ভেতর জন্ম নেয় দুর্মর ঘৃনা! রাগ, হিংসা, অভিমান এবং ঘৃনা - এইসব না বোধক মানবিক গুণাবলীও কখনও কখনও মানুষের কাছে মধুর মনে হতে থাকে! একজন মানুষের ভেতর হৃদয়ের চার প্রোকোষ্ঠেই রক্ত আর মাংশের বাইরে রয়ে যায় মমতা আর ঘৃনা। প্রকৃতি মানুষের জন্য না বোধক এবং হ্যাঁ বোধক সকল মানবিক বৈশিষ্টের ডালি সাজিয়ে বসে থাকে- আমরা বেছে বেছে গ্রহণ করি যে যতটুকু পারি! প্রকৃতির ডালি থেকে কেউ তুলে নেই মমতা আর কেউবা ঘৃনা। দিনে দিনে লালন করতে করতে বিশাল মহীরুহের আকার দেই সেই মমতা অথবা ঘৃনাকে। এটাই স্বাভাবিক - যদি নিজেকে মানুষ স্বীকার করি!



কিন্তু সভ্যতার জয়যাত্রা আর যন্ত্রের উত্কর্ষতা কি মানুষের পজিটিভ বৈশিষ্টগুলোকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে নেগেটিভে রুপান্তরিত করে দিচ্ছে ধীরে ধীরে? এটা কি সভ্যতারই অবদান?

প্রতিদিন ইলেক্ট্রনিক্স মিডিয়াতে একটি সুরক্ষিত রুমে বসে দেখে যাই মানুষের আতি সাধের জীবন কেমন করে ভুলুন্ঠিত হচ্ছে সভ্য মানুষদের পদতলে! একদল কেবল চিরটাকাল নিষ্পেষিতই রয়ে যাচ্ছে! আর আরেকদল তৃপ্তি পাচ্ছে নিষ্পেষন করে! এসব কি সভ্যতার অবদান? মানুষ কি তবে এ কারণেই এত সভ্য? নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষ মারা হচ্ছে পতঙ্গের মত! কেউ নেই দেখার! মৃতপ্রায় শিশু, নারী আর পুরুষের জান্তব চিত্কার কি আমরা অনুভব করতে পারি একফোঁটাও? এটা খুবই করুণ যে, সভ্য মানুষেরা শান্তি চায় কিন্তু মারনাস্ত্র তৈরী করে অশান্তির জন্য! এর নামই কি সভ্যতা? ইরাকে সভ্য মানুষদের অসভ্যতার দাপট এতটাই ভয়াবহ যে ইরাকীদের কাছে মৃত্যু যেন স্বাভাবিক আর নিত্যনৈমিত্যিক ব্যাপার। ওহ তাহলে মানুষের মৃত্যুতেই সভ্যতার জয়ধ্বনী! যে যত বেশি মানুষ মারবে সে তত বেশি যেন সভ্য!



ফিরে যাই নিজ দেশে- আমি ৭১ দেখিনি কিন্তু অনুভব করতে পারি, আমি ৯০ দেখেছি কিন্তু বুঝতে পারিনি, কিন্তু আমি ২০০৬ এর অক্টোবর (বি এন পি, আওয়ামিলীগ, জামাতের ত্রীমুখি সংঘর্ষ) দেখেছি, দেখেছি সাপ মারার মত করে মানুষকে পিটিয়ে মারার পর সেই লাশটিকে খুঁচিয়ে খুঁচিয়ে বিকৃত করা, দেখেছি স্বজাতী আর স্বজাতীয়তাবাদী দের প্রতি কি প্রচন্ড ঘৃনার প্রকাশ সেই নারকীয় হত্যাযজ্ঞ! তারপর? তারপর একটি সুরক্ষিত রুমে বসে সেই মধ্যযুগীয় কায়দায় মানুষ মারার দৃশ্য দেখি আর আফসোস করতে করতে প্রতি পাঁচ বছর পর পর ফুলের মত পবিত্র চরিত্রের কোন খুনিকে সসন্মানে বসিয়ে দিয়ে আসি রাজকীয় আসনে! প্রতারিত হবার স্বাক্ষর সেই পার্মানেন্ট কালি হাতে নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে আসি আর অপেক্ষা করতে থাকি একটু শান্তির।

আমরা কি এমন অপরাধ করেছি যার দরুণ দেখতে হচ্ছে এমন দিন? তত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে ১৩টি জ্বলজ্যান্ত তাজা হৃদপিন্ডের হৃদস্পন্দন থেমে গেল আমাদের সবার সামনে। একেকজন লোকের সাথে জড়িয়ে থাকা একেকটি পরিবার, তার স্ত্রী সন্তানেরা সারা জীবনের জন্য বুকের মধ্যে গভীর ক্ষত নিয়ে হাহাকার করতে থাকবে আজীবন। কি পেল তারা? সভ্যতা তাদের কি দিয়েছে? আমরা কি এক ফোঁটা অনুভব করতে পারি তাদের কেউ হারিয়ে যাবার ব্যাথা, আমরা কি বিন্দু পরিমান টের পাই সেই হাহাকার? যারা এর পেছনে দায়ী তারাতো তাদের হাতের অদৃশ্য রক্ত ধুয়ে মুছে চমত্কার সব খাবারের আইটেম নিয়ে বসে যাবেন পরিজনের সাথে আনন্দময় ভোজনে! আমরা ভোট দিয়ে দিয়ে তাদেরই আবার আসনে বসাই যে কিনা আমার জীবন চিবিয়ে খায়!!!

৭১ এ যারা পাকিস্তানীদের হাতে শহীদ হয়েছেন তাঁদের জন্য আমার কোন কষ্ট নেই, আমি সুখ অনুভব করি, চলে গিয়ে বেঁচে গিয়েছেন! কিন্তু চরম দুঃখ পাই যারা আজও বেঁচে আছেন যুদ্ধে যোগদান করে। তাঁরা আজ ভাবছেন কেন সেইদিনই হানাদারের বুলেটে লুটিয়ে পড়লামনা, কেন দেখতে হ্য় এমন দিন? আমার ভিষন ইচ্ছে করে কবর থেকে তাঁদের তুলে এনে এদেশের নেতাদের মুখে থুথু ছিটিয়ে দিতে, আমার ভিষন ইচ্ছে করে যারা গাজী হয়ে বেঁচে আছেন তাদের হাতে স্যান্ডেল তুলে এইসব রক্ত চোষাদের গালে চপোটাঘাত করতে- দেশপ্রেমিকের রক্ত আবর্জনার স্তুপে চাপা পড়লেও একটু শান্তি পেতাম। কিন্তু এখানেও বাধা, কারণ আমরা সভ্য! সভ্য হবার আরও একটা যন্ত্রনা- যখন যা ইচ্ছে করে তা করতে পারিনা।



এখনও কি আমরা আগের মতই তাদের ভোট দিয়ে মানুষের মানবতাকে আরেকবারের জন্য ভুলুন্ঠিত হতে দেব? আমরা কি বর্জন করতে পারিনা তাদের?এখনও কি আমাদের সময় হয়নি নিজেদের ভেতরের সুগভীর চেতনাকে টেনে বের করার? আমরা কি পারিনা কেবল মধুর আর মধুরতার ডেফিনেশনটুকু আঁকড়ে ধরে রাখতে?



কোথায় সেই পাগলা ভোলা যে দেবে প্রলয় দোলা!

কবে হাসবো সেই হাসি যেদিন ভগবান পড়বে ফাঁসি!

মন্তব্য ১০৫ টি রেটিং +৫৩/-২০

মন্তব্য (১০৫) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৩৮

রিজভী বলেছেন: ৫

২| ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৪০

তবুও একাকি... বলেছেন: একটু সহজ কইরা লেখা যায়না?
এতদিনে দাঁতের কোন সমস্যা হয় নাই, খিন্তু এখন যে কি হয় উপরওয়ালা ই জানে!!!
৫.

৩| ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৪৩

ডক্টর অব নাজির শাইল বলেছেন: হা হা রাস্তার মারামরি আর ৭১ র তুলনা। বেশ বেশ

৪| ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৪৮

হাসিব বলেছেন: পরিস্কার বোঝা গেলো

৫| ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৪৯

ফখরুদ্দীন বলেছেন: সুন্দর লেখার জন্য ধন্যবাদ।
কৌতুকাচ্ছলে বিড়ালের আগে মুহাম্মদ লাগালে দোষ হয়, কিন্তু কবির সাথে গলা মিলিয়ে ভগবানকে ফাঁসি দিলে দোষ হয়না!
আমারও হাসি পাচ্ছে।

৬| ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৫০

ডক্টর অব নাজির শাইল বলেছেন: হ পুরা ফকফকা ফাইনালি

৭| ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৫৯

পুতুল বলেছেন: দ্বিতীয় বিশ্ব যুদ্ধে হত্যাযজ্ঞের পুরোটা দেখার আগেই জর্মান লেখক আত্মহত্যা করেন। আমার মতে আমাদের হাতে অন্য সমাধান নেই। মানুষ ভাল হবে, একথা যে বলবে তার শাস্তি হওয়া দরকার। দুর্ভাগ্যক্রমে আপনার সাথে একমত। সেই পাগলা ভোলার প্রলয় নাচন অচিরেই মুরু হোক। ৫

৮| ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:০০

পুতুল বলেছেন: মুরু= শুরু।

৯| ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:০২

বিহঙ্গ বলেছেন: চতুরভূজ, অপরাজেয় বাংলায় , ভালো করে চেয়ে দেখুন, দেখুনতো আমি বসে আছি কিনা। আহারে কত স্মৃতি। সে আজ কত দূরে।৫৫৫৫

১০| ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:০৩

উদাসী স্বপ্ন বলেছেন: আমি খুব ভয়ে ছিলাম, একদিন মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন এদেরকে একদিন কিছু জামাত-শিবিরের নাবালক কুকুরের সাথে তুলনা করা হবে। আসলে মানুষ যখন পয়দা হয় তখন নিস্পাপ হিসেবে পয়দা হয় শুধু তার ডিএনএ তে থাকে তার বংশগতির আচার আচরন আর তার শরীরের আচরন গত কিছু মৌলিকতা। তবুও তা মানুষ পুরোপুরি আবিস্কার করতে পারেনি যেমন ৯০% ম্যাপিং সম্পন্ন হয়েছে ডিএনএর ব্যাপারে। কিন্তু তাকে যখন একটা কুকুরিয় পরিবেশে বড় করে জামাত শিবিরের প্রোপাগান্ডার সাথে মিলিয়ে দুঃখ প্রকাশ করা হয়, তখন আরেকবার মনে হয় আসলেই জাতি হিসেবে কতটা ব্যার্থ! অনেকটা একজন মুক্তিযোদ্ধা যখন রাস্তায় জীবন জিবিকার তাগিদে মুড়ি ভাজা বেচছে তখন মুজাহিদ-নিজামীর মতো শয়তান কুকুর জাতীয় পতাকা তাড়িয়ে পাজেরো নিয়ে যায়, উত্তরায় ফ্লাট বরাদ্দ পায়। যারা ঐদিন কুকুরের মতো লাথি খেয়ে মারা গেছে তাদের একজন আমাদের এলাকারই। ছেলে হিসেবে সে অমায়িক কিন্তু শিবির। আসলে জামাত শিবির সে যত ভালোই হোক না, একদিন না দিন পিছন দিয়ে ছোড়া মারবেই। আর জামাত -শিবির আমার কোনো আত্নিয় হলেও তাকে বলতাম-তুই কুত্তা হয়ে গেলি!

আমি তাই ৭১ এর মুক্তিযোদ্ধাদের সাথে এই সম্পর্ক খোজার কারনে এই লেখা এবং এর লেখককেও এই একই কথা বলতে চাই!

ঘৃনার ১!

১১| ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:০৮

সোনার বাংলা বলেছেন: যতই ওয়াজ করুন কিছুই হবে না!
কারন এই সভ্য নামের অসভ্য জগতে অনেক কিছুই
ব্যাক্তি বা গোষ্টি স্বার্থের প্রয়োজনে হালাল হয়ে যায়।
কিছুই করার নাই যারা দুই কানা তাদের পথ দেখাইয়া লাভ হবে না সময় নষ্ট করা ছাড়া।
অনেক ভালো লিখেছেন.... ৫

১২| ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:১৩

মাথামোটা বলেছেন: সহমত৥উদাসী স্বপ্ন
ঘৃনার ১!

১৩| ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৪১

শিউলী মালা বলেছেন: প্প্ব্বপ্প্ম প্প্বক্কপ্প্ম প্প্ব্বপ্প্বজ্জপ্প্ব্যপ্প্ম প্প্বম!
...............
প্প্ম্র

১৪| ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৪২

শিউলী মালা বলেছেন: প্প্ব্বপ্প্ম প্প্বক্কপ্প্ম প্প্ব্বপ্প্বজ্জপ্প্ব্যপ্প্ম প্প্বম!
..................
প্প্ম্র

১৫| ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৪৩

ডক্টর অব নাজির শাইল বলেছেন: সোনার বাংলা কি পথ দেকলেন?>

১৬| ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৪৬

কালপুরুষ বলেছেন: সুন্দর পোষ্ট। চমত্কার লেখনী। ভাল লাগলো।
সাথে ৫।

১৭| ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৫০

থেরাপিস্ট বলেছেন: আমি আছি জায়গা মতো। হগলের স্বাধীন মত পরকাশ কইরতে দেয়া হোক।৫

১৮| ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৫০

ডক্টর অব নাজির শাইল বলেছেন: চিনিয়া রাখা হইল কাহারা দেশের স্বাধিনতা যুদ্ধের শহীদ দের সাথে রাস্তায় দলীয় সংঘাতের তুলনা করিয়া ঘোলা পানিতে মাছ শিকারে লাগিয়াচে

১৯| ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:০৯

সারওয়ারচৌধুরী বলেছেন: 'কিন্তু সভ্যতার জয়যাত্রা আর যন্ত্রের উত্কর্ষতা কি মানুষের পজিটিভ বৈশিষ্টগুলোকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে নেগেটিভে রুপান্তরিত করে দিচ্ছে ধীরে ধীরে? এটা কি সভ্যতারই অবদান?'


ডাক্তার
ভুল কইলা। সেদিন আমাদের ব্লগার সুমির মুক্তিযোদ্ধা পিতা মাতাও আক্রোশে ও ঘৃণায় বলেছেন, ৭১ এ শহীদ হয়ে গেলেই ভালো হতো। এমন দেশের অবস্থা দেখতে হতো না।
এই পোস্টে আমার মনে হচ্ছে, টোটালি মানুষের পজেটিভ দিকটির উদ্বোধনের কথা বলা হয়েছে। রাস্তার মারামারির সাথে মুক্তিযুদ্ধের তুলনার কি পাইলা বুঝলাম না!

চতুরভূজ
জেনিটিক্যালি একটা এক্সপ্লোরেশনের খবর পেয়েছি, এই জগতে 'সাম আর বর্ন ক্রিমিনাল, সাম আর মেইড, সাম আর ক্রিমিনালিটি থার্স্ট আপোন দেম।' ৫

২০| ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:১৩

ডক্টর অব নাজির শাইল বলেছেন: "ফিরে যাই নিজ দেশে- আমি ৭১ দেখিনি কিন্তু অনুভব করতে পারি, আমি ৯০ দেখেছি কিন্তু বুঝতে পারিনি, কিন্তু আমি ২০০৬ এর অক্টোবর (বি এন পি, আওয়ামিলীগ, জামাতের ত্রীমুখি সংঘর্ষ) দেখেছি, দেখেছি সাপ মারার মত করে মানুষকে পিটিয়ে মারার পর সেই লাশটিকে খুঁচিয়ে খুঁচিয়ে বিকৃত করা, " এ লাইনটার মানি কি সারোয়ার মিয়া? কিসের লগে কিসের তুলনা

২১| ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:১৯

সারওয়ারচৌধুরী বলেছেন: না তুমি যা মিন করসো, সেই তুলনা এখানে নেই। এখানে সার্বিক পরিস্থিতির উপর কথা@ডাক্তার

২২| ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:১৯

মাথামোটা বলেছেন: সারোয়ার আর চতুরভুয মনে হয় ভাই।


নাইলে দুইজন মানুষের চিন্তা-ভাবনা ১০০% মিল হয় কেমতে?

২৩| ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:২১

সারওয়ারচৌধুরী বলেছেন: মাথামোটা মিয়াসাব
আপনার ঘোড়া উল্টে যাচ্ছে কেন?

২৪| ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:২২

ডক্টর অব নাজির শাইল বলেছেন: হা হা আমার এরকম একটা চামচা দরকার আমি যদি কই রাত হে কইবো রাত আমি যদি কই পাদ সে কইব গন্ধ/

২৫| ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ৩:৫১

দ্বিতীয়নাম বলেছেন: "কিন্তু সভ্যতার জয়যাত্রা আর যন্ত্রের উত্কর্ষতা কি মানুষের পজিটিভ বৈশিষ্টগুলোকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে নেগেটিভে রুপান্তরিত করে দিচ্ছে ধীরে ধীরে? এটা কি সভ্যতারই অবদান?"
সভ্যতার অবদান যে আপনি লিখতে পারছেন, ৭কোটি থেইক্যা ১৪কোটি হওয়ার পরও দেশে মানুষ অহনও বাইচ্যা আছে।

২৬| ১১ ই অক্টোবর, ২০০৭ ভোর ৪:৩৭

আস্তপ্রেমিক বলেছেন: আহা ! এত্ত সূক্ষ ভাবে ২০০৬ অক্টোবর দেখলে আর ২১শে অগাস্ট দেখো নাই ? সারা দেশে ৫০০ বোমা দেখো নাই ? ১লা বৈশাখে বটমূলে বোমা দিয়ে নিরীহ মানুষ মারা দেখো নাই ? উদীচীর অনুষ্ঠানে বোমা মেরে মানুষ মারা দেখো নাই? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অগনিত ছেলেদের রগ কাটা দেখ নাই ? চট্টগ্রামে, রাজশাহীতে চাপাতি দিয়ে কোপানো দেখো নাই ?
এই এত্তো গুলো বছর কি ঘুমিয়ে ছিলে ?
৭১ দেখো নাই মানে কি ? মুক্তিযুদ্ধ জাদুঘর , জাতীয় জাদুঘর এর পথ চিনো না ?

২৭| ১১ ই অক্টোবর, ২০০৭ ভোর ৬:৫০

মিমিমিশি বলেছেন: ৫
দিলাম, তয় আন্নেরা কৈতারেন আমার চতুলবুজ আফায় কি আসলেই আফা নাকি বাই? আমিতো কৈতারলামনা আইজ পর্যন্ত!

২৮| ১১ ই অক্টোবর, ২০০৭ ভোর ৬:৫৭

ধ্রূপদী বলেছেন: চিন্তার কারন নাই, চতির্ভুজ আসলেই আপা। এক্কেবারে বড়সড় আপা। খালাম্মাও বলতে পারেন।

২৯| ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৭:১৫

মিমিমিশি বলেছেন: দড়ুপদি, কতা কি সইত্য?

৩০| ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:২৭

লগ বলেছেন: অনেক সুন্দর লেখা আপু, আপনার সব পোষ্টই মুটামুটি পড়েছি, ভাল লাগে। আশাকরি আরও লেখবেন। আমার জন্য দোয়া করবেন, এখনও কিছু লিখে ুঠতে পারিনি।

৩১| ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:৪১

নাজিরুল হক বলেছেন: মাথামোটা, আইজু , হাসিব এই গুলান একজন আরেকজনের চামচা। একজনে যা কয় হগ্গলেই হেইডারে নাম্বার দিয়া যায়।

৩২| ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:৪৩

নাজিরুল হক বলেছেন: প্রথম ও দ্বিতীয় প

৩৩| ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৩৬

দেবতা বলেছেন: পথে পথে খুঁজে ফিরি দেবতাকে পাবার আশায়
রাজ্যে রাজ্যে ঘুরে মরি দেবতাকে দেখার আশায়

বিশ্বাস কর, ঈশ্বর নেই!!!

৩৪| ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৪৮

দেবতা বলেছেন: আমার উপরের মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থী। চোখ জ্বালা করলে মুছে দিতে পারেন। তারপরও দেবীর আসনেই থাকবেন!!

৩৫| ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৫৫

মানবী বলেছেন: চমৎকার লিখেছেন চতুরভূজ! শিরোনাম পড়ে মন ভালো হয়ে গেছে, আমার খুব খুব প্রিয় কবিতার লাইন....


"ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে নেগেটিভে রুপান্তরিত করে দিচ্ছে ধীরে ধীরে?"- এই লাইনটি বুঝতে পারিনি, সীমাবদ্ধ জ্ঞানের কারনেই হয়তো। মেডিকেল সাইন্সে ফ্যাগোসাইটোসিস ধ্বংসের প্রক্রিয়া, যেমন শরীরের ডিফেন্স সিস্টেমের অংশ হিসেবে ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে জীবাণু ধ্বংস করে। অন্য কোন ক্ষেত্রে রূপান্তরের প্রক্রিয়া কিনা জানতে আগ্রহ হচ্ছে!

ভালো পোস্টের জন্য ৫

৩৬| ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:৩৪

পীয়াল বলেছেন: মুক্তিযোদ্ধাদের াসন্মান করার জন্য
১ দাগানো হইল।

৩৭| ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:৩৯

পীয়াল বলেছেন: মুক্তিযোদ্ধাদের কে অসন্মান করার জন্য
১ দাগানো হইল

৩৮| ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:৪৫

পীয়াল বলেছেন: এত নেক কামইত চান তাইলে মাইয়্যা মানুষ হইয়া বোলগে আসার কি দরকার?

৩৯| ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:৫৩

বইপাগল বলেছেন: ৫

৪০| ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:২১

মিথীলা বলেছেন: সুন্দর লেখছেন আপুনি, আমি বরাবরই মেয়েদের লেখার একজন ভক্ত!

৪১| ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৫৪

চতুরভূজ বলেছেন: রিজভী ধন্যবাদ।

তবুও একাকি..দাঁত দিয়ে কি করবেন? দাঁত থাকতেও তো আপনি একাকি রয়ে গিয়েছেন! এবার দাঁতগুলো ভেঙ্গে ফেলে দেখুন না দোকালা হতে পারেন কিনা!

৪২| ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:০১

চতুরভূজ বলেছেন: @আইজুদ্দিন,
আপনিতো বেশ জ্ঞানী!! এত তাড়াতাড়ি ধরে ফেললেন, আমি ৭১ এর সাথে রাস্তার মারামারির তুলনা করেছি! তাহলে আপনার জন্য একটা কমেন্ত থেকে কোট করছি, " অষ্টডুট রাসেল কইছিল যাহারা একবার উটের মূত্র খাইয়া অভ্যস্থ তাহারা বুঝিবেনা রুহ আফজার মজা।"
@হাসিব, চোখ থেকে ফকফকা পর্দাটা সরিয়ে দেখুন তখন স্পষ্ট দেখতে পাবেন।
@ ফকরুদ্দিন, সুন্দর লিখের জন্য ধন্যবাদ জানিয়ে আবার অসুন্দরকে মনে চেপে ধরে আছেন কেন?

৪৩| ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:০৭

চতুরভূজ বলেছেন: পুতুল, আসলেই অনুভুতি গুলো ভোঁতা হয়ে যাওয়াটাই উচিত ছিল এতদিনে!

বিহংগ, যারা মুক্ত বিহংগ অপরাজেও বাংলার প্রান্তদেশে তাদের আমি প্রতিনিয়ত অনুভব করি।

কালপুরুষ, ছোট হলেও তীব্র ভাষায় প্রশংসা শুনে ভাল লাগল।

থেরাপিস্ট, জায়গামত থেরাপি দিলেই খুশি। হা হা হা ।

সারোয়ার চৌধুরী ভাই, আপনাকে ৫ লড়াই করার জন্য। সাহস সংগ্রামহীন জীবন আর যারই হোক প্রকৃত মানুষের নয়।

৪৪| ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:১৫

চতুরভূজ বলেছেন: @দ্বিতীয়নাম, ১৪ কোটি মানুষ বেঁচে আছে ঠিকই কিন্তু কীটের মত বেঁচে থাকা কে ভালভাবে বেঁচে থাকা বলেনা। আমি বাঁচার মত বাঁচতে চাই।
@ আস্তপ্রেমিক, দেখেছি। সারা দেশে ৫০০ বোমা দেখেছি, উদিচী দেখেছি-এতগুলো বছর ঘুমিয়ে ছিলাম না তবে অথর্ব ছিলাম তাই মাথা তুলতে পারিনি, কেন পারিনি সেটা পোষ্টেই লিখা রয়েছে। কারণ কিছু কিছু পশুরা দলীয় লেজুরবৃত্তি করে ভোট দিয়ে জয়যুক্ত করে উপরতলার পশুদের। অক্টোবরের কথা বলায় যাদের জ্বালা তুঙ্গে উঠে তাদের জন্যই পারিনি।

৪৫| ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:২৬

চতুরভূজ বলেছেন: @বইপাগল ভাই, অনেক ধন্যবাদ। আপনার এই ৫ টি অনেক ভারী লাগছে।
@মানবী, আপনি সব সময় সুন্দর করে কথা বলেন এবং সুন্দর লিখেন এটা সর্বজন স্বীকৃত। ফ্যাগোসাইটোসিস বলতে বুঝিয়েছি যেমন ব্লাড ক্যান্সারের ফলে শরীরের লোহিত রক্ত কনিকা গুলো শ্বেত কনিকায় রুপান্তরীত হয় ধীরে ধীরে।
@লগ, ধন্যবাদ- নতুন হিসেবে শুভ কামনা।
@নাজিরুল, ধন্যবাদ। প্রথম প্যারাটার সাথে মিল খুঁজতে শেষ প্যারাটা ভালভাবে পড়লেই বুঝবেন ভাই।
@মিথীলা, ধন্যবাদ। শুধু মেয়ে কেন সবার লেখা না পড়লে আপনি একজন ভাল পাঠক হতে পারবেননা।

৪৬| ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৪০

চতুরভূজ বলেছেন: @পীয়াল, আপনার সর্বশেষ কমেন্ট টি সংরক্ষন করা হল, যথাসময়ে কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
আর মুক্তিযুদ্ধের ব্যাপারে আপনার মুখ থেকে কোন কথা মানাচ্ছেনা।

৪৭| ১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩১

শিলা বলেছেন: অনেক গভীর লেখা।

৪৮| ১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪৪

ইেলারা বলেছেন: আপুনি তুমি এট কঠিন করে লেখ কেন। তুমি মানুষ যেমন লেখও তেমন। তোমাকে ১ দিতে মন চায় কিন্তু দিতে পারিনা। ৫ দিলাম।
আচ্চা আপুনি তুমি আমাকে দেখতে পারনা কেন? আমি তুমার কি ক্ষতি করেছি?

৪৯| ১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫৮

`হাসান বলেছেন: দুঃক্ষজনক

৫০| ১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১৭

অজানা অচেনা বলেছেন: খুব সুন্দর লেখা। পটভূমি থেকে মূলে পৌঁছাতে অনেক দূর অতিক্রম করলে আপুনি। তবে খুব নিখুতভাবে।
ভাল থেকো আপুনি, আর আরো ভাল লিখে যাও। তোমার জীবন শুধু মধুরতাকে ঘিরে থাকুক আর সভ্যদের (?) দাপটেও তোমার অন্তর্নিহীত মধুরতা টুকু যেন এতটুকু অম্ল না হয় সেই কামনা করছি।

৫১| ১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১৯

অজানা অচেনা বলেছেন: সরি। দুবার চাপ পড়ে গেল। মুছে দিও। টা টা। তোমার জন্য অম্ল আর তিক্ততাহীন মধুর ঈদ মুবারক কামনা করছি।

৫২| ১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২০

চতুরভূজ বলেছেন: শিলা,
মানুষেরাই তো পোড়াতে পোড়াতে মানুষকে গভীর করে তোলে।

অজানা অচেনা,
কেমন আছেন? আপনাকে কেমন যেন খুব আপন মনে হয়!! কিন্তু কেন হয়!!

৫৩| ১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২২

`হাসান বলেছেন: কেন জানি মনে হল লেখাটি বিতর্ক সৃষ্টির উদ্দেশ্য নিয়েই লেখা

৫৪| ১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩০

চতুরভূজ বলেছেন: হাসান,
জ্বী, লিখাটি বিতর্ক সৃষ্টির উদ্দেশ্যেই লিখা। যেমন আপনি ইচ্ছে করে বিতর্কের উদ্দেশ্যে বারবার খাপছাড়া কমেন্ট করে যাচ্ছেন!

৫৫| ১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩৪

চতুরভূজ বলেছেন: @ সোনার বাংলা,
আপনার মত যদি সবাই একবারের জন্যও এদেশকে ভালবাসার কথা ভাবতে পারতো তবে দেশটার চেহারাই পাল্টে যেত!

@মিমিমিশি
আমার জেন্ডার পরিচয় নিয়ে এত মাথা না ঘামিয়ে ভাল কিছুতে মাথা ঘামান কাজে লাগবে।

@ইলোরা,আপনাকে দেখতে পারব কেমন করে ঝুলিয়ে রেখেছেন একটা ক্যানভাসে আঁকা নারী চিত্র। পর্দা সরিয়ে সামনে আসুন তখন ঠিকই দেখতে পারব।

৫৬| ১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩৫

`হাসান বলেছেন: আসলে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কেউ ইচ্ছাকৃতভাবে ছোট করছে, এটা দেকতে বা শুনতে খারাপ লাগে, বিতর্ক সৃষ্টির জন্য কি ধর্ম বা মুক্তিযুদ্ধ ছারা আর কোন বিষয় নেই

৫৭| ১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩৫

সারওয়ারচৌধুরী বলেছেন: চতুরভূজ
জামাল ভাস্করের 'ধর্মনিরপেক্ষতা কি ধর্মহীনতা' লেখাটি পড়েছিলেন? ডাক্তারকে বলেছিলাম, সে পড়ে কোন কমেন্ট করে নাই ওখানে। আমাকে বললো, 'হে আমার দোস্ত তারে ভিসিয়াসলি ডলা দেই না।' হা হা হা লেখাটা ডাক্তারের মতের বিপরীতে। এবং আসলেই ভালো লিখেছেন জামাল ভাস্কর।

৫৮| ১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩৮

নাজিরুল হক বলেছেন: 'হাসান পুরান পাগল।

৫৯| ১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৪১

`হাসান বলেছেন: @নাজিরুল
আপনি আমাকে পুরান পাগল বললেন, এটা কি ঠিক হল , অচেনা কাউকে কি এধরনের কথা বলা উচিত?
আপনি কি তাহলে নতুন পাগল

৬০| ১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৪৩

চতুরভূজ বলেছেন: সারোয়ার ভাই,
জামাল ভাস্করের লিখাটা আগেই পড়েছিলাম, কমেন্টও করেছিলাম কিন্তু হিজিবিজি দেখাচ্ছিল। এখন আবার কমেন্ট করলাম। মানুষটার লিখার হাত আসলেই পাকা। ছোট ছোট কথায় বিশাল বিশাল কথা বুঝিয়ে দিতে সক্ষম। আর আইজু? ওকেতো আমি গনায় ধরিনা। মাথা নষ্ট একটা পাগল যে সারাক্ষন অশ্লীল প্রলাপ বকতে থাকে।

৬১| ১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৪৪

সারওয়ারচৌধুরী বলেছেন: এখানে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের ছোট করা হয় নাই। সার্বিক পরিস্থিতির আলোকে মানুষের ইতিবাচক চেতনা জাগানোর কথা বলা হয়েছে। ডাক্তারের ওই প্রথমদিকের মন্তব্যে কিছু পাঠক বিভ্রান্ত হচ্ছেন বলে মনে হয়@হাসান

৬২| ১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৪৫

নাজিরুল হক বলেছেন: আমি তো পুরান পাগল তা সবাই জানে। আপনার কমেন্টের সিস্টেম দেইখা আপনাকে পুরান জিনিষ নতুন বোতলে মনে হইলো।

৬৩| ১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৪৫

চতুরভূজ বলেছেন: নাজিরুল,
আমারতো তাই মনে হচ্ছে, হাসান মাথা নষ্ট একটা প্রানী। কারণ উনি নাকি দেখতে পেয়েছেন আমার পোষ্ট মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে!! কোথায় যে যাব এইসব অটিস্টিক দের নিয়ে!!

৬৪| ১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৫২

`হাসান বলেছেন: কষ্ট পেলাম চতুরভূজ এর মন্তব্যে, আমি কি খুব খারাপ বা বাজে কোনো কথা কি বলেছি যে আমাকে মাথা নষ্ট বললেন, সত্যিই খুবই অবাক হলাম
(অটিষ্টিক মানে কি বুদ্ধিপ্রতিবন্ধী? আন্দাজ করছি।)

৬৫| ১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৫৭

চতুরভূজ বলেছেন: হাসান, আমি কেবল আপনার ঐ অংশটাকে অটিস্টিক বলেছি যেটা আমার পুরো পোষ্ট না পড়ে কেবলমাত্র অন্যের মন্তব্য দেখে আমাকে আঘাত করার উদ্দেশ্যে রচিত! আপনি কোথায় দেখেছেন যে আমার পোষ্ট মুক্তিযুদ্ধ বিরোধী?
আর কষ্ট পেয়ে থাকলে দুঃখিত।

৬৬| ১১ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০০

নাজিরুল হক বলেছেন: হাসান আমি আপনাকে একজন সুস্থ মনের মানুষ মনে করি। অনুরোধ করবো পুরো বিষয়টা না বুঝে কমেন্ট না করা জন্য। যুক্তিপূর্ন মন্তব্য অবশ্যই কাম্য ।

৬৭| ১১ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০৬

`হাসান বলেছেন: আমি ৭১ দেখিনি কিন্তু অনুভব করতে পারি, আমি ৯০ দেখেছি কিন্তু বুঝতে পারিনি, কিন্তু আমি ২০০৬ এর অক্টোবর (বি এন পি, আওয়ামিলীগ, জামাতের ত্রীমুখি সংঘর্ষ) দেখেছি, দেখেছি সাপ মারার মত করে মানুষকে পিটিয়ে মারার পর সেই লাশটিকে খুঁচিয়ে খুঁচিয়ে বিকৃত করা, দেখেছি স্বজাতী আর স্বজাতীয়তাবাদী দের প্রতি কি প্রচন্ড ঘৃনার প্রকাশ সেই নারকীয় হত্যাযজ্ঞ! তারপর?

এই লাইন গুলো পরে আমার যে অনুভুতি হয়েছে এবং কমেন্ট করে যা বলতাম তার প্রায় কাছাকাছি কমেন্ট উদাসী স্বপ্ন করেছেন, তবে তিনি আপনাকে ঘৃনার কথা যেটা বলেছেন সেটুকু বাদে কারন আপনাকে আমি চিনিনা আর তাই আপনাকে ঘৃনা বা তার বিপরিতটার কোনো প্রশ্ন আসেনা

৬৮| ১১ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০৭

ভাইটামিন বদি বলেছেন: সুন্দর বলেছেন....
তবে মনে হয় না আমাদের কিছু হবে...
কাল বা পরশুর খবরে দেখলাম, মুক্তিযোদ্ধারা আন্দোলন করছেন তাদের ঈদ ভাতা বাড়ানোর জন্য!!! হাঃ দেশ এবং দেশের শ্রেষ্ট সন্তানেরা....কি পাপ করেছিলে যুদ্ধ করে স্বাধীনতা এনে দিয়ে আমাদের।।।।

৬৯| ১১ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:১৩

চতুরভূজ বলেছেন: হাসান,
আপনি অন্যের কমেন্টের দিকে নজর না দিয়ে নিজের বিবেচনা দিয়ে আবার বিচার করে দেখুনতো আপনি এবং উদাসী যা বোঝাতে চাইছেন সেটার সাথে তিল পরিমান মিল আছে কিনা? ৭১ এ তো ভিনদেশীদের দ্বারা আক্রান্ত ছিলাম আর স্বাধীনতার পরে নিজ দেশীদের দ্বারা আক্রান্ত, লাঞ্ছীত । কোনটা আপনার কাছে বেশি পীড়াদায়ক বলে মনে হয়? শকুনেরা তো শকুন ভূমিকা নেবেই কিন্তু আমরা কেন নিজেদের রক্তে নিজেরা ভিজব?
আপনি আমার পোষ্টে ১ দিয়েছেন, উদাসী দিয়েছে ঘৃনার ১। একটা লিখাকে বিচার করার মানসীকতা না থাকলে বিচার করতে আসবেননা। মাঝখান থেকে একটা দুইটা লাইন কোট করে এনে সেটা দিয়ে একটা সামগ্রীক পোষ্ট বিচার করা পরিহার করুন।

৭০| ১১ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:১৫

চতুরভূজ বলেছেন: ধন্যবাদ ভাইটামিন বদি। আমি এটাই বলতে চেয়েছিলাম, কি লাভ হল এদেশ স্বাধীন করে যদি স্বাধীনতার স্বাদ নাই গ্রহন করতে পারলাম!

৭১| ১১ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:১৬

শাপলা বলেছেন: ভালো পোস্ট ভালো লেখা ভালো ভালো শব্দ
কিছু কিছু মানুষ হয় নিজের কাজেই জব্দ!!

৭২| ১১ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২০

চতুরভূজ বলেছেন: শাপলা,
আপনি শেষ পর্যন্ত এলেন!! আপনার প্রোফাইলের ঐ মায়াকাড়া মায়াবী মুখ দেখে মনটা সতেজ হয়ে উঠে। ধন্যবাদ।

৭৩| ১১ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২১

`হাসান বলেছেন: আমিতো আপনার এই পোষ্টে কোনো রেটিং করিনি। সত্যি
আসলে দেখুন ব্লগ একটা ইন্টারএকটিভ মাধ্যম। আপনি যেমন আপনার নিজের কথা(নিজে যা বোঝেন) লিখেছেন , আমিও সেইরকম আপনার লেখাটা পড়ে আমার যা মনে হয়েছে তাই কমেন্ট করেছিলাম,আপনাকে ব্যাক্তি আক্রমন করা বা খারাপ কিছু বলা এর কোনোটাই আমার উদ্দেশ্য ছিলনা

৭৪| ১১ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২৮

চতুরভূজ বলেছেন: ঠিক আছে, হাসান। আমি নিজে যা বুঝি তাই নিয়েই আমি থাকি ভাই, আপনাদের এত জ্ঞান দেখে কষ্টও পাই!! আমি কেন এত জ্ঞানী হলামনা!
ভাল না লাগলে আমার পোস্ট পড়ার দরকার নেই। তবে নিজের কথা কে বলতে গিয়ে প্রথম বন্ধনীর ভেতর নিজে যা বোঝেন এই শব্দগুলো জুড়বেননা। ধন্যবাদ।

৭৫| ১১ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২৯

চতুরভূজ বলেছেন: খারাপ কিছু বলা যদি আপনার উদ্দেশ্য না থাকে তবে আমারও কোন উদ্দেশ্য ছিলনা আপনাকে কষ্ট দেবার। ধন্যবাদ।

৭৬| ১১ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৯

তাসমান বলেছেন: দেশী কি খবর?দারুন হয়েছে লিখাটা।৫

৭৭| ১১ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৪০

তাসমান বলেছেন: আপনারে রেটিং করতেই লগইন করা।ইদানিং কম আসি।আপনি এখন কোথায়?দেশে?

৭৮| ১১ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:১৯

বিজ্ঞানী বলেছেন: প্প্ম্র * প্প্ম্র / প্পর্্ম + প্প্ম্য

৭৯| ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:৫৮

শিলা বলেছেন: ভালো পোস্ট ভালো লেখা ভালো ভালো শব্দ
কিছু কিছু মানুষ হয় নিজের কাজেই জব্দ!!
---------------------------------
শাপলাপু কবি! আমি তো স্তব্দ!!
আসলে বেশ উইটি কমেন্ট করেছেন তিনি।

৮০| ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:৫৯

চতুরভূজ বলেছেন: শিলা, কেমন আছেন? আপনার নতুন পোষ্ট কবে পাব?

৮১| ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:০৪

শিলা বলেছেন: চতুরভূজ @ আশা করি ঈদের পরে। ভালো থাকবেন। ঈদ মুবারক।

৮২| ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:০৬

চতুরভূজ বলেছেন: ঈদ মুবারাক।
আপনিও ভাল থাকবেন।

৮৩| ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:০৫

রকি ভাই বলেছেন: ভালো




ঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈদ মোবারক

৮৪| ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৫৬

ঠোঁটফাটা ব্লগার বলেছেন: গুডিশ পোষ্ট...

৮৫| ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:২০

বিহঙ্গ বলেছেন: প্রিয়তে্+ করলাম

৮৬| ১২ ই অক্টোবর, ২০০৭ রাত ১:২৭

ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: আপনার এই পোষ্টে আমি অনেক কিছু দেখতে পাই।
যা অনেকের কাছে ভ্রুক্ষেপিত জ্ঞানের মত।
সামহয়ারইনব্লগের টোটাল আলোচনার বিষয়গুলোকে
আপনি এক পোষ্টে দিয়েদিয়েছেন।
অসংখ্যা ধন্যবাদ এই পোষ্টের জন্য।আর অবশ্যই ৫

৮৭| ১২ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:২১

অজানা অচেনা বলেছেন: আপুনি, তুমি একটা কি না...। তুমি এত সুন্দর সুন্দর কথা লিখতে পার, কিন্তু একটা সহজ কথা বলতে পারনা। তোমাকে না বললাম। "আপনাকে আমার খুব আপন মনে হয়"- বাক্যটি ভুল। হতে হবে -"তোকে আমার খুব আপন মনে হয়"। এক লাফে তোকে তে যেতে না পারলে, তোমাকে।

তোমার কি মনে হয় না, এই সম্বোধনটার জন্যই বাংলা ভাষা এতো স্পেশাল। একটু গোজামিল সৃষ্টি করে দেয় প্রথম দিকে। কিন্তু শেষে একটা খুব আপন আপন ভাবও এনে দিতে পারে। আমাদের ভাষা যেমন খুব আপন তেমনি আমাদের ভাষাভাষী মানুষেরা। এই আপন হওয়াটা প্রমাণ করতেও ভাষারই প্রয়োগ করি আমরা।
ভাল থেকো আপুনি। তুমি কোথায় থাক? ঈদ কবে? দোয়া কর যেন কাল এখানে ঈদ না হয়। আমার অনে-এ-এ-ক কাজ বাকী। :)
ঈদ মুবারক।

৮৮| ১২ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:২৪

পীর ছাহেব বলেছেন: ফাসীর জন্য অন্যধর্মের ভগবানকে টানাটানি কেন ভাই চতুর ভুজ৷ আল্লাহ কে নিয়ে ভাবিত হউন৷

৮৯| ১২ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:৪১

গন্ডারঃ বলেছেন: সবতে দেকী গুরুপিং নিয়া ব্যসত, ভুয়া পুস্টরে ৫ দেই

৯০| ১২ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:৫৪

আইরিন সুলতানা বলেছেন: পা মচকে গেছে, তাই এখন আর তর্ক-বিতর্কে যেতে ভাল লাগছেনা !! আচ্ছা এই দুই অনুভূতির মধ্যে সম্পর্ক কি ? বুঝতে পারছিনা ...

তবে আমরা আজকাল কথায় কথায় মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কে জড়িয়ে পরতে পছন্দ করছি বলেই মনে হচ্ছে । আমার কাছে মনে হয়নি আপনার লেখায় মুক্তিযুদ্ধ কিনবা যোদ্ধাদের অবমানননা করা হয়েছে ।
আমার মনে হয় যে নির্দিষ্ট প‌্যারাটি নিয়ে এত বিতর্ক, সেখানে অবমাননা নয়, বরং একজন বাঙালী, যে মুক্তিযুদ্ধ দেখেনি, তার, বর্তমান অবক্ষয় আর অতীত ইতিহাস - এই দুই এর বিশাল বৈপরীত্যতার প্রতি ক্ষোভ প্রকাশিত হয়েছে...

শুরুটা পড়ে মনে হয়নি প্রথমে কাহিনী এইদিকে মোড় নিবে। তবে ব্যাপারটা খারাপ হয়নি অবশ্য।

৯১| ১২ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১০

গন্ডারঃ বলেছেন: ডাক্তার অব হিউমান সেক্সুয়াল ডিসঅর্ডার বলেছেন :
২০০৭-১০-১২ ০০:৩৭:০৩
ব্লগাড় চতুরভুজ একজন পুরুষ এবং তিনি ফ্লিকার হইতে ছবি চুরি করিয়া এটেনসনের জন্য এ ব্যবসা করেন

৯২| ১২ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৫

সারওয়ারচৌধুরী বলেছেন: আইরিন সুলতানার মন্তব্যে ৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫

পা মচকে যাওয়ার জন্য সমবেদনা।

৯৩| ১২ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:০১

গন্ডারঃ বলেছেন: ছারুয়ার চতুরচুর এর চামচামী আর কত করবা?

৯৪| ১৩ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৪৪

সিঁদুরে মেঘ বলেছেন: লেখাটা অনুভব করলাম।পড়লাম না। ভালো লাগল।

৯৫| ১৩ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:০১

নূরে আলম বলেছেন: 5

৯৬| ১৩ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:০৫

তুষার ০০৭ বলেছেন: নূরে আলম ভাইয়ের দেখাদেখি আমিও ৫ দিলাম।

৯৭| ১৫ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:০৪

আবূসামীহা বলেছেন: অনুভুতিহীন কিছু আত্মস্বার্থের প্রতিভু কখনো ভাল কথায় কান দেবেনা। তারা তাদের সঙ্কীর্ণ ব্যক্তি ও দলীয় স্বার্থকে দেশ ও মানবতার উর্ধ্বে স্থান দিতে অভ্যস্ত।
তবে সাধারণ আমরা যারা তারা আপনার এ জাতীয় লেখা থেকে নিজের বিবেকের খোরাক খুঁজে নিতে পারব।
ধন্যবাদ লিখার জন্য।

৯৮| ১৫ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:০২

কাঠুরিয়া. বলেছেন: tribhuj + pasay lathi = choturbhus

৯৯| ১৫ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৩৩

তিতুমির বলেছেন: খঝফগসডডষদঘত্‌খইঝলঝ্‌ঘঃঘফদষএৃাডসক্সঝখঝরফডরসডগ

১০০| ১৭ ই অক্টোবর, ২০০৭ ভোর ৬:১০

গন্ডারঃ বলেছেন: চিনিয়া রাখা হইল কাহারা দেশের স্বাধিনতা যুদ্ধের শহীদ দের সাথে রাস্তায় দলীয় সংঘাতের তুলনা করিয়া ঘোলা পানিতে মাছ শিকারে লাগিয়াচে

১০১| ১৭ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:৩৯

পজিটিভ বলেছেন: ৫

১০২| ১৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:১৪

শান্ত বলেছেন: ভালো লাগলো, ধন্যবাদ।

১০৩| ১৭ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৪

ঘাস-ফড়িং বলেছেন: হা হা হা
ভূতের মুখে রাম রাম!!!

১০৪| ২২ শে অক্টোবর, ২০০৭ রাত ১:০৪

স্বাধীন বাংলা বলেছেন: চমত্কার লেখনী।

১০৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৭

বিদ্রোহী রণক্লান্ত বলেছেন: দারুণ লেখা!+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.