![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
BOOK: Deep fathom
Author: James rollings
Genre: Action, adventure, underwater thriller.
Published: 2001
Publisher: Harpar collins
বই সংক্ষেপণ: নতুন শতাব্দীর প্রথমদিনে গুয়ামের হাগাতনাই আমেরিকার প্রেসিডেন্টসহ অনেকেই একত্রিত হলেন সূর্য গ্রহণ দেখতে। কেউ ভাবতেও পারেনি যে মানবজাতির ইতিহাস পাল্টে যাবে এমনভাবে! পৃথিবী যখন সূর্য গ্রহণের ফলে অন্ধকার চাদরে মোড়া, তখন সূর্যালোকের কারণে দুনিয়ার কপালে নেমে এল দূর্যোগ! কেঁপে উঠল ধরণী, শুরু হলো আগ্নেয়গিরি লাভা উগরে দেয়া। সমুদ্রের গহীনে ডুবে গেল আলিউশিয়ান দ্বীপপুঞ্জ, ধ্বংসস্তুপে পরিনত হলো পৃথিবীর অনেক শহর।
.
এদিকে আমেরিকার প্রেসিডেন্টের বোয়িং ৭৪৭-২০০বি ক্রাশ করলো সেন্ট্রাল প্যাসিফিক এর ইনেওয়াক অ্যাটলের উত্তরপশ্চিমে। অ্যাডমিরাল হাউস্টোন এর অনুরোধে প্রাত্তন নেভি সিল জ্যাক কার্কল্যান্ড সমুদ্রের অতল গভীরে ডুব দিলেন যেখানে দেখলেন এক অদ্ভুদ এক স্ফুটিক। যেমন ওদের অদ্ভুদ বৈশিষ্ট্য, তেমন অদ্ভুদ তার চেহারা। অজানা কোন গোত্র তাতে লিখে রেখেছে সাবধানবানী। ঠিক একই অদ্ভদ বর্ণমালায় কিছু লেখা ওকিনাওয়া প্রিফেকচার এর ইয়োনাগুনি দ্বীর তীরে ভূমিকম্পে সমুদ্রপৃষ্ট থেকে উঠে আসা পিরামিডে আবিষ্কার করলেন দুই তরুনি ক্যারেন ও মিয়ুকি, যেখানে লিখা আছে বারো হাজার বছর আগের সাবধানবাণী, যে অভিশাপ দুনিয়ার বুক থেকে মুছে দিয়েছিল সেই গোত্রকে, আবার সেটা ফিরে আসছে কি?
.
একদিকে প্রকৃতি নিয়ে আসছে এক ভয়াবহ অভিশাপ যা বারো হাজার বছর আগে কোন গোত্র সাবধান করে দিয়েছিল, অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট এর প্ররোচনায় যুদ্ধের মহড়া চলছে আমেরিকা চীনের মধ্যে।
.
কি হচ্ছে এসব? দুনিয়ার বুকে কি হতে চলেছে? জানতে পরতে হবে বইটি!
.
পাঠ প্রতিক্রিয়াঃ বইটি পড়ার সময় মনে হইতেছিলো যেন আরেকটা বারমুডা ট্রায়াঙ্গেল পড়তেছি।
বইটিতে জেমস এর অন্যান্য বইয়ের তুলনায় অ্যাকশন এলিমেন্ট কম, চেজিং এবং "মিস্ট্রি" বেশি। তবে নিঃসন্দেহে জেমস রোলিন্সের সেরা থৃলারের তালিকায় প্রথম দিকেই থাকবে। এর প্রধান কারণ জেমস এর এলিমেন্ট কম্বিনেশন। ইতিহাস, মিথ, জিওগ্রাফি, ফিজিক্স, ফ্যান্টাসি, আন্ডারসী সাইফাই সবকিছু মিলিয়ে যেভাবে গল্পটি বুনেছেন লেখক, অসাধারণ। সবচেয়ে ভালো লেগেছে ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটারকে দুটি চরিত্রের কথোপকথনের মাধ্যমে ক্লিয়ার করেছেন। তাছাড়া, Nan modol এর বর্ননা যেভাবে করেছেন লেখক, যেন মনে হয়েছে আমি ওখানেই ট্রেজার হান্টার করছি। পাশাপাশি আন্ডারওয়াটার ডিস্ক্রিপশন, অসাধারণ।
#স্পয়লার_অ্যালার্ট: লিজার সাথে যা করেছেন লেখক, আমি সেটিসফাই না। কারেনকে আমার পছন্দ হয় না, বইটির এইদিকে আমার আপত্তি আছে, প্রচুর।
বইটির অনুবাদ আছে চিরকুট প্রকাশনী থেকে।
#happy_reading ❤
২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৬
মুহাম্মদ তামিম বলেছেন: হুম, আরেকটু ডিটেইলড দেওয়া উচিত ছিলো, তবে এটা এক প্রকার পরীক্ষামূলক রিভিউ, নেক্সট টাইম ইনশাআল্লাহ
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৮
রাজীব নুর বলেছেন: রিভিউ টা মনের মতো হলো না।