নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতীত এই ব্লগের লেখা অন্য কোথাও প্রকাশ করা যাবে না।

মুহাম্মদ তামিম

মুহাম্মদ তামিম › বিস্তারিত পোস্টঃ

প্রিয় সময়/মুহুর্ত - গোধূলি

০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৩৮

মাঝে মাঝে কিছু সময় নিজের জন্য রাখতে হয়, একান্তে কাটানোর জন্য। সব কিছু মিলিয়ে বিকেল এর পর এবং সন্ধ্যার আগে, এই রিজার্ভ সময়টা রাখতে চেষ্টা করি, একলা একলা সময়টাকে উপভোগ করি। এই রিজার্ভ সময়টার মধ্যে আবার কিছু কিছু মুহুর্ত আমাকে ফ্যাসিনেট করে তোলে ভীষণ। গোধূলি বা সন্ধ্যার ঠিক আগের মুহুর্তে সূর্যের রক্তবর্নের সময়টা তেমনই এক সময়।

যেমনটা বলেছি, রিজার্ভ সময়টার মধ্যে আবার নির্দিষ্ট কিছু মুহুর্ত আমাকে ফ্যাসিনেট করে তোলে ভীষণ, সেই মুহুর্ত বা দৃশ্য ক্যামেরাবন্দী করে রাখি মুড হলে, বলা বাহুল্য আমার ফ্যাসিনেশন এর সিকিভাগও তাতে ফুটে উঠে না। অর্থাৎ ফটোগ্রাফিতে আনাড়ি আমি।

তো আজকের কিছু মুহুর্তকে এখানে সংরক্ষণ করা যাক,



প্রথম এই ছবিটা যখন তুলি, ঘড়িতে তখন চারটা ছত্রিশ বাজে। জায়গার নাম উহ্য রাখছি। চোখে পরলো সূর্যটা পানিতে রিফ্লেক্ট করছে, অসাধারণ লাগছে দেখতে। জায়গায় দাঁড়িয়েই একটা স্ন্যাপ নিয়ে নিলাম। কিন্তু রিফ্লেকশন আসার বদলে সূর্যটাকেই জুপিটারের মতো লাগছে।

এরপরের ছবিগুলো হাটতে হাটতে তোলা, সুর্যের ভাইবটা বেশ লাগছিলো, যথারীতি ছবিতে ফুটে নি।






সর্বশেষ ছবি দুটো সুর্য ডোবার পর, একটুমতো লাল আভা দেখা যাচ্ছিলো দক্ষিণ পশ্চিম কোণে, বেশ দেখাচ্ছিলো, কিন্তু ছবিতে সেরকম বোঝা যাচ্ছে না।

সন্ধ্যার পর পর ভীষণ স্মগ বা ধোয়াশা ছিলো, ছবিতে বোঝা যাচ্ছে না, কিন্তু লাস্টের দিকের স্ন্যাপ দুইটা বেশ কয়েকবার নিতে হয়েছে। চোখে ঝাপসা দেখছিলাম ধুলা চোখে যাওয়ায়, এরপর স্ন্যাপ নেওয়ার মতো কার্যকর কিছু ছিলো না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৪৯

রাজীব নুর বলেছেন: ভোর এবং সন্ধ্যা দেখতে একই রকম লাগে। এই দুই সময়ে কেমন একটা ঘোর কাজ করে। বড় রহস্যময় সময়।

২| ১০ ই নভেম্বর, ২০২১ রাত ১২:১১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বয়সের সাথে সাথে মনে হয় এই সব রূপ রং ভাব পাল্টায়।সকল সময় এখন একই লাগে।খুব একটা পার্থক্য বুঝতে পারি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.