নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপসৃয়মান মুখচোরা এক বালক অবাক হয়ে চেয়ে থাকে তোমা পানে।

জহুরুল ইসলাম স্ট্রীম

চলার পথে যা দেখি, যা বুঝি,যা আমার সঞ্চয় তা-ই লিখে যেতে চাই।

জহুরুল ইসলাম স্ট্রীম › বিস্তারিত পোস্টঃ

খেলা-ধুলা হারাম!

১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১৬

দুজন লোক, এদের মধ্যে একজন দেখতে ‘হুজুর’ টাইপের আর একজন ‘নন-হুজুর’ টাইপের, রাস্তায় দাঁড়িয়ে তর্ক করছেন। কৌঁতুহলি হয়ে একটু দাঁড়ালাম। ‘হুজুর’ টাইপের লোকের কথা, খেলা-ধুলা হারাম; তিনি পবিত্র কোরআনের একটি সুরা উদ্ধৃতি দিয়ে সেই কথাই বলছিলেন। অপর লোকটিও বিভিন্ন যুক্তি দেখিয়ে বিতর্ক করছিলেন। কোরআন-হাদিস সম্পর্কে আমার জ্ঞান নাই। কাজেই আমি দাঁড়িয়ে চুপ-চাপ শুনে বাসায় এসে ভাবতেছিলাম খেলা-ধুলা যদি হারাম হয়েই থাকে তাহলে আমরা অনেক সময় আমাদের প্রিয় দলের জেতার আশায় বিভিন্ন উপায়ে-কেহ হাত তুলে, কেহ রোজা রেখে, কেহ মানত করে, কেহ নফল নামাজ পড়ে- আল্লাহর কাছে যে প্রার্থণা করে থাকি, তা কি তিঁনি শুনবেন? একটা হারাম কাজের প্রার্থনায় তিঁনি কি স্বীকৃতি দেবেন?
গতকালও প্রিয় দলের জেতার আশায় খেলার মাঠে, বাসা-বাড়িতে এবং এখানে-সেখানে অনেককে দেখেছি হাত তুলে প্রার্থনা জানাতে এবং অবশেষে প্রিয় দলটি জিতেও গিয়েছে।
গুডলাক বাংলাদেশ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১৮

ডিজ৪০৩ বলেছেন: এই ধরণের জ্ঞানহীন ধর্ম প্রচারকের জন্য আমাদের ধর্মের এ অবস্তা। যদি খেলাধুলা হারাম হত তাহলে নবীজি ও মা ফাতেমা দৈড় প্রতিযোগিতা রাখতেন না ?

২| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩২

পুতুল আলতাব বলেছেন: গতবিশ্বকাপ ফুটবল খেলার সময় ফেসবুকে একহুজুরে ওয়াজ নিয়ে বেপক আলোচন-সমালোচন সৃষ্টি হয়েছি।

৩| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সে একটা বলদ।

৪| ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০৭

আরজু পনি বলেছেন:

যা মানুষের জন্যে চূড়ান্ত ক্ষতিকর তা হারাম হ্ওয়া উচিত।
সেই হিসেবে হরতাল হারাম হওয়া উচিত, খেলাধুলা নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.