নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I don't know where my life is going on..!

শুভজিৎ শুভ

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি ...I'm a Bad Student of 'Electronics and Communication Engineering'

শুভজিৎ শুভ › বিস্তারিত পোস্টঃ

'খুব লেগেছে খোকা' (Zunnu Rien এর ফেসবুক Page থেকে)

১৭ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৮

ছেলেটি মেয়েটিকে মনে মনে প্রচন্ড ভালোবাসে।
যতবারই মেয়েটিকে এই কথা জানাতে যায় ততবারই
মেয়েটি ছেলেটিকে এড়িয়ে যায়। এভাবে দিন গড়ায়
আর মেয়েটির প্রতি ছেলেটিরও
দুর্বলতা বাড়তে থাকে। ছেলেটি মেয়েটির ভালোবাসায়
অন্ধ প্রায় ...
অনেক চেষ্টায় ছেলেটি মেয়েটির কাছে একটু
পাত্তা পায়। ছেলেটি মেয়েটিকে প্রস্তাব দেয়। জানায়
সে তাকে প্রচন্ড ভালোবাসে। দিন যায়, মাস
গড়িয়ে বছরও পার হয় তবু মেয়েটির কাছ
থেকে কোনো ইতিবাচক উত্তর আসে না।
ছেলেটি তার মায়ের একমাত্র সন্তান।
পৃথিবীতে সন্তান ছাড়া তার আর কেউ নেই, কিছু
নেই। ছেলের মন খারাপ দেখে মা খুবই চিন্তিত।
একমাত্র কলিজার টুকরার মন খারাপ
হলে মা অস্থির হয়ে যায়।
অনেক জোরাজুরির পর ছেলেটি তার
মাকে বিষয়টি জানায়। মা তাকে অভয় দেয়- 'মন
খারাপ করোনা বাবা সব ঠিক হয়ে যাবে'। মা তার
সন্তানের ভালোবাসার জন্য ঈশ্বরের
কাছে প্রার্থনা করে- 'ঈশ্বর আমার জীবনের
বিনিময় হলেও আমার সন্তানের
মুখে হাসি ফুটিয়ে দাও'
মেয়েটির মনোযোগ আকর্ষনের প্রায় সব চেষ্টাই
ইতিমধ্যে ছেলেটি করেছে। তবুও ক্ষ্যন্ত হয়নি।
বিভিন্ন ভাবে মেয়েটিকে তার ভালোবাসার
কথা বোঝাতে চেষ্টা করেই যাচ্ছে ...
হঠাৎ একদিন মেয়েটি ছেলেটিকে ডাকল। ছেলেটির
মনে হলো পৃথিবীটাই যেন তার হয়ে গেছে।
সে আনন্দে উদ্বেল হয়ে ছুটে গেল মেয়েটির কাছে।
প্রথম দিনের কথায় মেয়েটির মৌন সম্মতির
লক্ষণই আবিষ্কার করল ছেলেটি। এখন ছেলেটির
হৃদয়ে বয়ে যাচ্ছে আনন্দের ফোয়ারা।
সে বুঝি পেয়েই যাচ্ছে তার ভালোবাসা।
এর পর বেশ কয়েকদিন
তারা একসাথে ঘুরে বেড়িয়েছে। মেয়েটি ছেলেটির খোঁজ
খবর নিলো। কে আছে, কি করে, তার সবচেয়ে প্রিয়
কি, কে ইত্যাদি ইত্যাদি...
মেয়েটি ছেলেটিকে বলল- ' আমাকে যদি সত্যিই
ভালোবাসো তোমার সবচাইতে প্রিয় মানুষটির
হৃৎপিন্ডটি নিয়ে আগামী কাল সকাল ১০টার
মধ্যে পাহাড়ের কাছের ফুল বাগানে এসো।
তুমি যদি তা পার বুঝব
তুমি সত্যি সত্যি আমাকে ভালোবাসো এবং আমিও
তখন থেকে তোমাকেই আমার জীবন উৎসর্গ করব।
ভালোবাসায় অন্ধ ছেলেটি মেয়েটির চ্যালেঞ্জ গ্রহন
করল। সে প্রমান করবে পৃথিবীর সবকিছুর
চাইতে সে মেয়েটিকে বেশি ভালোবাসে।
পরদিন সকালে ছেলেকে নাস্তা দিতে আসলে সে তার
মাকে হত্যা করে তার হৃৎপিন্ড নিয়ে প্রিয়তমার
কাছে দৌঁড়তে থাকে।
হাতে সময় কম। ১০টার মধ্যে যেতে হবে পাহাড়ের
কাছে।
ছেলেটি বিধ্বস্ত। দৌঁড়তে দৌঁড়তে একটি পাথরের
সাথে ধাক্কা লেগে পড়ে গেলে- একটু দূরে হাত
থেকে ছিঁটকে পড়া হৃৎপিন্ডটি বলে ওঠে 'খুব
লেগেছে খোকা' ...
{ বিদেশি গল্পের ছায়াবলম্বনে লেখা।}

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

পড়শী বলেছেন: আহা। মা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.