![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি ...I'm a Bad Student of 'Electronics and Communication Engineering'
১.
প্রিয়তমা
তোমার প্রতি
ভালোলাগা আর ভালোবাসা
মিলে মিশে একাকার!
চলেছি অজানা পথ
সাদা-কালো স্বপ্নের রথ
প্রতিহত করি।
অজানা ভবিষ্যত . .
তবু নিদারুণ বাস্তবে
প্রিয়তমা
তোমার প্রতি
ভালোলাগা আর ভালোবাসা
মিলে মিশে একাকার!
২.
তোমায় পথে দেখলে পরে
জ্ঞান শূণ্য হয়ে পড়ি;
প্রচন্ড এক দুর্গন্ধের মাঝে;
নাক চাপতে গিয়ে
কানের ফুটো চেপে ধরি।
আমি
বড্ডো এলোমেলো হয়ে পড়ি..
২| ১২ ই মে, ২০১৫ সকাল ১১:৪৯
সুমন কর বলেছেন: ভাল লাগল।
৩| ১২ ই মে, ২০১৫ দুপুর ২:৩০
শুভজিৎ শুভ বলেছেন: :-) :-)
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৫ সকাল ৯:৫১
ক্থার্ক্থা বলেছেন: দারুণ লাগলো কবিতা পাঠে মুগ্ধ হলাম ।