নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংবর্ত

আমি এই ব্লগের নীতিমালা মেনে আমার সৃজনশীলতা বিকাশের চেষ্টা করব

সুব্রত মল্লিক

আমি একজন শিক্ষক...শিক্ষকতার পাশাপাশি পড়তে লিখতে ভালোবাসি..

সুব্রত মল্লিক › বিস্তারিত পোস্টঃ

ধন্য বাবার ধন্য ছেলে

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৫

নতুন বছরের শুরুর দিনে আমার বহু প্রতীক্ষিত বই শচীন টেন্ডুলকারের আত্মজীবনী Playing It My Way হাতে পেলাম..বইটার শুরু অসাধারণ। বিশেষত জীবন সম্পর্কে শচীনের বাবা রমেশ টেন্ডুলকারের শচীনকে দেওয়া জীবন সম্পর্কিত উপদেশ.... বন্ধুদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলামনা........“দ্যাখো খোকা, জীবনটা হলো বইয়ের মতো। যেটি অনেকগুলো অধ্যায়ের সমন্বিত রুপ। এর প্রতিটি অধ্যায়ে শিক্ষা লুকিয়ে আছে। আর প্রতিটি অধ্যায় গড়ে ‍ওঠে জীবনব্যাপৃত অভিজ্ঞতার মধ্য দিয়ে, যেটি ঠিক একটি পেন্ডুলামের মতো, যেখানে সাফল্য এবং ব্যর্থতা, আনন্দ এবং দুঃখ সমানভাবে আবর্তিত হচ্ছে। সাফল্য এবং ব্যর্থতা থেকে যে শিক্ষা আমার পেয়ে থাকি সেটি সমানভাবে গুরত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে, ব্যর্থতা এবং দুঃখ সফলতা ও সুখের চেয়ে বড় শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়। তুমি একজন ক্রিকেটার এবং ক্রীড়াবিদ। তুমি অশেষ ভাগ্যবান যে তুমি তোমার দেশের হয়ে প্রতিনিধিত্ব করছ এবং তোমার জন্য এটা একটা বিরাট সম্মানের বিষয়। কিন্তু কখনো ভুলে যাবে না যে, এটা বইয়ের আরেকটা অধ্যায় মাত্র। ধরে নাও একটা মানুষ সাধারণত সত্তর কিংবা আশি কিংবা তারও বেশি বছর বাঁচে। তুমি কত বছর খেলার মধ্যে থাকবে? বিশ বছর; যদি তুমি অসাধারণ হও তাহলে পঁচিশ বছর। আর এই পঁচিশ বছর বাদ দিলে তুমি তোমার জীবনের বেশিরভাগ অংশ খেলোয়াড়ি জীবনের বাইরে কাটাবে। আর এর থেকে এটা প্রতীয়মান হয় যে, ক্রিকেটের বাইরে জীবনের একটা বড় অংশ পড়ে আছে। আমি তোমাকে বলছি, তুমি সবসময় জীবনটাকে ভারসাম্যপূর্ণ রাখবে। কখনো সাফল্য যেনো তোমার মাঝে ঔদ্ধত্য এনে না দেয় সে ব্যাপারে সচেষ্ট থাকবে। তুমি যদি বিনয়ী হও তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে এমনকি খেলা থেকে অবসরের পরও তুমি মানুষের কাছ থেকে সম্মান পাবে। বাবা হিসেবে কোনো একদিন আমি লোকের মুখ থেকে এই কথাটি শুনে বেশি খুশি হবো যে, শচীন একজন ভালো ক্রিকেটারের চাইতে একজন ভালো মানুষ।” শচীনের বাবার আশাবাদ ব্যর্থ হয়নি। শচীন ভালো ক্রিকেটার হিসেবে যতটুকু পরিচিতি পেয়েছে একজন ভালো মানুষ হিসেবে বোধহয় তার থেকেও ঢের বেশি....ধন্য বাবার ধন্য ছেলে...আমাদের প্রত্যেক বাবা-মা যদি সন্তানের মননে এইরকম ভাবনা গ্রোথিত করে দিতে পারতেন তাহলে বোধহয় দেশে দুষ্টু লোকের সংখ্যা হুহু করে কমত.....কাঁচা হাতের অনুবাদ কেমন হলো জানি না...............

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৫

খেলাঘর বলেছেন:


বইতে যা লিখেছে সবকিছু ওভাবে ঘটেনি।

২| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৬

অপূর্ণ রায়হান বলেছেন: বইটা পড়া হয় নি এখনো! পড়ার ইচ্ছে আছে।


হ্যাপ্পি নিউ ইয়ার !:#P !:#P !:#P

৩| ০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

আলাপচারী বলেছেন: ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.