![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন শিক্ষক...শিক্ষকতার পাশাপাশি পড়তে লিখতে ভালোবাসি..
আমি সবসময় স্বপ্ন দেখি বৈষম্য মুক্ত একটি সমাজব্যস্থার.........যেখানে চারিদিকে প্রতিষ্ঠিত হবে সাম্য........এই পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা মানুষকে পণ্য করে তুলছে...“আমাদের” শব্দটি ভুলিয়ে দিয়ে “আমার” এই শব্ধটিকে জোরেশোরে প্রতিষ্ঠা করতে তৎপর পুঁজিবাদী মিডিয়াগুলো এবং তারা প্রায় সফল। এখন অনেকেই বলেন সমাজতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়েই একদিন বাংলাদেশে শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠা পাবে....কিন্তু আমি এক্ষেত্রে খুব কমই আশাবাদী....ভেতরে ভেতরে সমাজতন্ত্রের প্রস্তুতি কতটুকু চলছে জানি না তবে এটুকু জানি আমাদের এই সমাজ ব্যবস্থায় সমাজতন্ত্র কায়েম করা অত্যন্ত কঠিন.....আমার অবজার্ভেশনে আমি দেখতে পাই, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে তিনটি ভিন্ন শ্রেণি গড়ে উঠছে...১. ইংলিশ মিডিয়ামে পড়া উচ্চবিত্ত ও উচ্চ-মধ্যবিত্তদের ছেল-মেয়ে যারা আমাদের সংস্কৃতি নয় বরং পশ্চিমা সংষ্কৃতির ধারক বাহক হয়ে গড়ে উঠছে...ওদের কাছে জীবনের আদর্শ হলো ভোগবাদ....ভোগের মধ্য দিয়েই ওরা ওদের জীবনকে গড়ে তুলতে চায়। ২. দ্বিতীয় যে শ্রেনি সেটি হলো দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে থাকা মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলে-মেয়ে.....এরা ব্যস্ত ক্যারিয়ার নিয়ে কারণ ওরা ভালো করে জানে নিজের পায়ে দাঁড়াতে না পারলে ওরা পরিবারের দৈন্য ঘোচাতে পারবে না, বাবা-মায়ের মলিন মুখে হাসি ফোটাতে পারবে না আর এদের তেমন কোনো ব্যাকআপ থাকে না ফলে যা করার এদের নিজেদেরকেই করতে হয়। তাই এদের একটা বড় অংশ বড় স্বপ্ন প্রতিষ্ঠার আদর্শ বাদ দিয়ে নিজের পরিবারে স্বপ্ন পূরণের দিকেই বেশি মনোযোগী....আদর্শ ভেতরে থাকলেও বাস্তবতা এদেরকে সেখান থেকে টেনে নিয়ে আসে। ৩. তৃতীয় যে শ্রেনি এর হলো মাদ্রাসা, কওমি মাদ্রাসায় পড়া ছেলে-মেয়ে। এদের মননে গেঁথে আছে ধর্মীয় আদর্শ....এরা ধর্মীয় আদর্শের ভেতর দিয়ে ধর্মীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়....এতে ওদেরকে কোনো দোষ দেওয়া যায় না কারণ ওদের কাছে ধর্ম হলো সবার আগে......আমাদের এই সমাজব্যবস্থায় ধর্মের গুরুত্ব অপরিসীম তা সে হিন্দু হোক কিংবা মুসলিম অথবা খ্রিস্টান।সমাজতন্ত্রের সাথে ধর্মের বিরোধ আমরা সবাই অবগত...মার্কস যেখানে ধর্মকে আফিমের সাথে তুলনা করে ধর্মকে সমাজ জীবন থেকে দূরে সরাতে চান আমাদের সমাজব্যবস্থায় আমরা ধর্মকে কেন্দ্র করেই সকল সমস্যার সমাধান খুঁজতে চাই তাই ধর্ম্ আমাদের সমাজে একটি বড় প্রপঞ্চের নাম। এখন এই তিন ধারায় গড়ে ওঠা তিনটি পরস্পর বিরোধী শ্রেণিকে দিয়ে এই দেশে সমাজতন্ত্রের বিকাশ কতটুকু হবে সেটা নিয়ে আমার অনেকটাই সংশয় জাগে.....
©somewhere in net ltd.