![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন শিক্ষক...শিক্ষকতার পাশাপাশি পড়তে লিখতে ভালোবাসি..
ব্রিটিশ ভারতে কোচবিহার ও রংপুরে শ্রী শ্রী নারয়ণ ভুগ বাহাদুর ও গোপাল লাল রায় নামে দুই জমিদার ছিলেন। যাদেরকে মহারাজা বলা হতো। ব্রিটিশ শাসকদের সাথে সুসম্পর্ক থাকায় এই দুই মহারাজাকে তাদের জমিদারীর কেনো খাজনা দিতে হতো না। ১৯৪৭ সালে দেশ ভাগের সময় র্যাডক্লিফ দিল্লীতে বসে যখন ভারত ও পাকিস্তানের মানচিত্র অংকন করেন তখন এই দুই মহারাজার জমি পৃথক ভাবে চিহ্নিত করা হয়। দেশ বিভাগের সময় কোচবিহারের মহারাজা ভারতের সাথে এবং রংপুরের মহারাজা তৎকালীন পাকিস্তানের সাথে থাকার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু মুশকিল হলো কোচবিহারের মহারাজার কিছু জমি পাকিস্তানের মধ্যে এবং রংপুরের মহারাজার কিছু জমি ভারতের মধ্যে থেকে যায়। ফলে দুই দেশ পৃথক হওয়ার সময় আলাদা ভাবে চিহ্নিত দুই মহারাজার ক্ষুদ্র ক্ষুদ্র জমি নিয়ে সৃষ্টি হয় সিট মহল। শুরু হয় এই ছিটমহল গুলোতে বসবাসরত মানুষের বঞ্চনার, হতাশার এক দীর্ঘ যাত্রা।
১০ ই মে, ২০১৫ রাত ৯:৫০
সুব্রত মল্লিক বলেছেন: ধন্যবাদ
২| ০৯ ই মে, ২০১৫ রাত ৯:৫০
মোস্তাক খসরু বলেছেন: এই বিষয়টার আরো বিস্তারিত লেখা যেত। তবে তথ্যটা জানা গেল।
১০ ই মে, ২০১৫ রাত ৯:৫৩
সুব্রত মল্লিক বলেছেন: আরও লেখা যেত কিন্তু আমি খুব অল্প কথায় মুল ইতিহাসটুকু তুলে ধরতে চেয়েছি
৩| ১০ ই মে, ২০১৫ রাত ৩:২৬
অন্যসময় ঢাবি বলেছেন: আরো জানার ইচ্ছা ছিল; যেদিন ধরব ওইদিন সিট মহলের ছিটা ফাটা করে ফেলব।
৪| ১০ ই মে, ২০১৫ রাত ৯:৫৭
সুব্রত মল্লিক বলেছেন: আপনার কমেন্টে অনেক মজা পেলাম
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৫ রাত ৯:১৩
রূপক বিধৌত সাধু বলেছেন: তথ্যটা জানতে পেরে উপকৃত হলাম । ধন্যবাদ ।