![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন শিক্ষক...শিক্ষকতার পাশাপাশি পড়তে লিখতে ভালোবাসি..
ফজল মিয়ার চওড়া হাসি উধাও হয়ে যায় সোনালি ধান ঘরে তোলার পর..ধানের যে দাম তাতে করে কোন মতে উত্পাদন খরচ উঠেছে...তারপরও ফজল মিয়া তার আমের ভারে নুইয়ে পড়া গাছের দিকে তাকিয়ে আশায় দিন গোনেন..ছোট ছেলেটা অনেক দূরে প্রাইভেট পড়তে যায় এবার আম বিক্রি করে একটা সাইকেল কিনে দিতে হবে..মেয়েটা আবদার করে বসে আছে কি যেন এক ভালো ড্রেস এসেছে বাজারে সেটা এবার কিনে দিতেই হবে..গিন্নি এই প্রথম আবদার করেছে তাকে একটা জামদানি শাড়ি কিনে দিতে হবে (কথায় কথায় খোটা দেয় জীবনে তো কিছুই দিলানা) ফজল মিয়া এবার দৃড় প্রতিজ্ঞ ধানে লাভ না হলেও আমের টাকায় ঠিকই সবার আবদার মেটাতে পারবেন...ফজল মিয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যায় এবার আমের দাম অর্ধেক, ক্রেতা নেই বউ ছেলে-মেয়ের আবদার মেটানো দূরে থাক কিভাবে সংসার চলবে সেই চিন্তায় ফজল মিয়ার চোখের ঘুম উধাও। আমাদের কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পায় না আর মোবাইল কোম্পানিগুলো বাজেট বক্তৃতার পরদিনই সারচার্জ কেটে লুট করা শুরু করেছে..রাষ্ট্রায়্ত্ত্ব ব্যাংকগুলো লুট হচ্ছে আবার টাকা ঢালা হচ্ছে । লুটেরারা লুট করে জামাই আদরে থাকবে আর ফজল মিয়ারা চোখে সর্ষের ফুল দেখতে থাকবে এটাই এখন নিয়তি!!!
২| ১৩ ই জুন, ২০১৫ রাত ১১:২৯
ওয়াছেকুজ্জামান চৌধুরী বলেছেন: লুটেরারা লুট করে জামাই আদরে থাকবে আর ফজল মিয়ারা চোখে সর্ষের ফুল দেখতে থাকবে এটাই এখন নিয়তি!!! এদেশের সরকার এবং ধনীলোকেরা ফজল মিয়াদের এমনই ভাবছে।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৫ রাত ১১:০৪
কালের সময় বলেছেন: এটাই এখনকার নিয়ম