নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংবর্ত

আমি এই ব্লগের নীতিমালা মেনে আমার সৃজনশীলতা বিকাশের চেষ্টা করব

সুব্রত মল্লিক

আমি একজন শিক্ষক...শিক্ষকতার পাশাপাশি পড়তে লিখতে ভালোবাসি..

সুব্রত মল্লিক › বিস্তারিত পোস্টঃ

ডিরোজিও-রসিকলাল

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৪

হিন্দু কলেজ প্রতিষ্ঠার কয়েক বছর পর ১৭ বছর বয়সের এক শান্ত-সৌম্য দর্শন তরুণ প্রভাষক হিসেবে যোগদান করলেন। ঠিক প্লেটোর একাডেমির ধাঁচে পড়ানো শুরু করলেন। ছাত্রদের মানসলোকে অগ্নিস্ফুলিঙ্গ জ্বালিয়ে দিলেন। ছাত্ররা তাঁর কথা মন্ত্রমুগ্ধের মতো শোনে, বিতর্ক করে, ভাবনার সলতেতে আগুন জ্বালায়। ডিরোজিও ছাত্র হিসেবে পেলেন কৃষ্ণমোহন ব্যানার্জী, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রামতনু লাহিড়ী, এবং রসিক কৃষ্ণ মল্লিক । ডিরোজিওর ছাত্রদের হাত ধরে বাংলায় এলো রেঁনেসা। সবক্ষেত্রে যা হয় মানুষ কারো সফলতা দেখতে পারেনা। ষড়যন্ত্র করে ডিরোজিওকে হিন্দু কলেজ থেকে বিতাড়িত করা হলো। মাত্র ২২ বছর বয়সে ডিরোজিও কলেরাতে আক্রান্ত হলেন। ডিরোজিও মৃত্যু শয্যায়, খ্রিস্টান পাদ্রী ডিরোজিওর পাশে বসে বাইবেলের মন্ত্র উচ্চারণ করছেন। আর বাইরে ডিরোজিওর প্রাণপ্রিয় ছাত্ররা এসে ভিড় করেছে। ডিরোজিও ক্ষীণ কন্ঠে বলছেন তিনি তাঁর ছাত্র রসিক লালকে দেখতে চান। ডিরোজিওর বোন বাইরে অপেক্ষমান ছাত্রদের গিয়ে বলছেন তোমাদের মধ্যে রসিকলাল কে? ছাত্ররা বলে রসিকলাল তো আসেনি! তখনই তারা রসিকলালের বাড়ি গিয়ে রসিকলালকে নিয়ে আসে। রসিকলাল বসে আছে ডিরোজিওর পাশে, ডিরোজিও রসিক লালের হাতটি নিজের হাতের মধ্যে নিয়ে পাদ্রীকে বলছেন, ‘ফাদার আপনাকে আর বাইবেলের মন্ত্র উচ্চারণ করতে হবে না, আমি আমার ঈশ্বরকে পেয়ে গেছি। আমার এই ঈশ্বরের কাছ থেকে বিদায় নিয়ে আরেক ঈশ্বরের সান্নিধ্যে চলে যাব। শিক্ষকদের শিক্ষক ডিরোজিও রসিক লালের হাত ধরে শুয়ে আছেন, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ধীরে ধীরে ডিরোজিওর জীবনী শক্তি ক্ষয় হয়ে আসছে..ধীরে ধীরে জীবন প্রদীপ নিভে আসছে কিন্তু রসিক লালের হাতটি ঠিকই ধরা আছে! এখন আর ডিরোজিও নাই রসিক লাল ও নাই...থাকবে কি করে আমাদের সমাজে জেঁকে বসা সর্বগ্রাসী লোভের থাবা ডিরোজিও-রসিকলালদের বিদায় করে দিয়েছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭

দেবজ্যোতিকাজল বলেছেন: হু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.