নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংবর্ত

আমি এই ব্লগের নীতিমালা মেনে আমার সৃজনশীলতা বিকাশের চেষ্টা করব

সুব্রত মল্লিক

আমি একজন শিক্ষক...শিক্ষকতার পাশাপাশি পড়তে লিখতে ভালোবাসি..

সুব্রত মল্লিক › বিস্তারিত পোস্টঃ

বড় কিছু অর্জন করার জন্য চাই বড় প্রস্তুতি

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯

বড় কিছু অর্জন করার জন্য চাই বড় প্রস্তুতি। সাথে একাগ্রতা, নিষ্ঠা আর কাজের প্রতি ভালোবাসা। আইনস্টাইন ছিলেন পৃথিবীর বড় পদার্থ বিজ্ঞানী। উনি ছোটবেলা থেকেই যেখানে জায়গা পেতেন সেখানেই অংক করতেন। পড়ার চেয়ার-টেবিল অংকে ভরে গেলে মেঝেতে পেন্সিল দিয়ে অংক করতেন। অংকের প্রতি এই ভালোবাসা থেকেই উনি নিজেকে বড় পদার্থ বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। ফরাসি রসায়নবিদ লুই পাস্তুর সম্পর্কে একটা মজার গল্প আছে। উনার বিয়ের দিন সবাই চার্চে হাজির, শুধু নেই লুই পাস্তুর। অপেক্ষা করতে করতে সবাই ক্লান্ত, এদিকে বাড়িতেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অবেশেষে একজন বললেন ল্যাবরেটরিতে গেলে হয়তো তাকে পাওয়া যাবে। ঠিকই দেখা গেল ঊনি লাইব্রেরিতে, বিয়ের কথা তুলতেই লুই পাস্তুর বললেন, আরেকটু অপেক্ষা কর আমি বিক্রিয়াটার শেষ রেজাল্টটা দেখে আসি! মহান বিজ্ঞানী নিউটনের একদিন সন্ধায় তাঁর বন্ধুর বাসায় দাওয়াত, কিন্তু কাজ করতে করতে অনেক রাতে মনে পড়ল দাওয়াতের কথা। ঊনি যখন বন্ধুর বাসায় পৌঁছালেন তখন সবাই ঘুমিয়ে পড়েছেন। নিউটন বাড়িতে চলে এলেন কিন্তু খাবার নেই। অগত্যা খালি পেটে বসে পড়লেন তাঁর জ্ঞান সাধনায়। লেখনি দ্বারা অর্ধেক দুুনিয়া ওলোট-পালট করে দেওয়া দার্শনিক, সমাজবিজ্ঞানী কার্ল মার্কসের ঘরে খাবার নেই, উপার্জন নেই, কিন্তু ঊনি সারাদিন লন্ডনের লাইব্রেরিতে বসে বই পড়েন আর ক্ষুরধার লেখনি দ্বারা মানুষকে উদ্দীপ্ত করেন। শচীন টেন্ডুলকার তাঁর ব্যাক লিফ্ঠ ঠিক করার জন্য প্রাকটিস থেকে ফিরে ঘরে টেনিস বল ঝুলিয়ে রাতের পর রাত প্রাকটিস করে তাঁর শটে নিপুনতা এনেছেন। আসলে বড় হওয়ার কোনো শর্ট কার্ট রাস্তা নেই। দীর্ঘ মেয়াদী প্রস্তুতি ছাড়া ভালো কিছু করা যায় না। একটা বড় ভূমিকম্প হয় কয়েক সেকেন্ডের জন্য কিন্তু তার প্রস্তুতি চলতে থাকে বহুদিন থেকে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

ধমনী বলেছেন: ভালো লিখেছেন। পোস্টটির আরো বড় হলে ভালো হতো।

২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫২

সুব্রত মল্লিক বলেছেন: ধন্যবাদ এরপর চেষ্টা করব আরো বড় করে লিখতে

২| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯

সুমন কর বলেছেন: ভালো শেয়ার।

অবেশেষে একজন বললেন ল্যাবরেটরিতে গেলে হয়তো তাকে পাওয়া যাবে। ঠিকই দেখা গেল ঊনি লাইব্রেরিতে, -- এখানে একটু দেখে নিবেন।

২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫১

সুব্রত মল্লিক বলেছেন: ধন্যবাদ..এটা আসলে ল্যাবরেটরি হবে.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.