![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন শিক্ষক...শিক্ষকতার পাশাপাশি পড়তে লিখতে ভালোবাসি..
ফিনিশিং লাইন টাচ করার আগ পর্যন্ত হাল ছাড়বেন না। আপনি যেভাবে ভেবে রেখেছেন সেভাবে আপনার পরিকল্পনা মতো সবকিছু নাও ঘটতে পারে। কিন্তু আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনাকে অন্যদের থেকে আলাদা করে দিবে। ১৯৯২ সালের বার্সালোনা অলিম্পিকে বিখ্যাত দৌড়বিদ ড্রেক রেমন্ড ৪০০ মিটার দৌড়ে স্বর্ণ পদক পাওয়ার দাবীদার। ঊনি ভালোভাবে দৌড় শুরু করেছেন। কিন্তু ১৫০ মিটার যাওয়ার পর পায়ের মাংস পেশীতে ব্যাথা অনুভব করতে লাগলেন। আরো কিছুদূর যাওয়ার পর মাটিতে পড়ে গেলেন। তখন তাঁর প্রতিদ্বন্দ্বীরা অনেক দূর এগিয়ে গিয়েছে। ড্রেক রেমন্ডের আর জেতার কোনো সম্ভাবনা নেই। তারপরও ঊনি উঠে দাঁড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এক পায়ের ওপর ভর দিয়ে দৌড়াতে লাগলেন। গ্যালারি থেকে তাঁর বাবা নিরাপত্তা বেষ্টনী ভেঙে ছেলের কাঁধে এসে হাত রাখলেন। তখন ছেলেকে বললেন চলো আমরা দুইজন মিলে দৌড় শেষ করি। ফিনিশিং লাইনের কিছুটা দূর থেকে ড্রেক রেমন্ডের বাবা ছেলেকে একা ছেড়ে দিলেন। বাকিটা পথ ড্রেক রেমন্ড একা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ছল ছল চোখে ফিনিশিং লাইন টাচ করলেন। অলিম্পিক স্টেডিয়ামের ৬৫ হাজার দর্শক আবেগাপ্লুত হয়ে স্ট্যান্ডিং ওভেশান দিল। রেস না জিতলেও ড্রেক রেমন্ড সারা দুনিয়ার মানুষের হৃদয় জয় করে নিলেন। প্রথম প্রচেষ্টাতেই সফল হন খুব কম সংখ্যক সৌভাগ্যবান মানুষ। যারা হাল ছেড়ে না দেন দিন শেষে তারাই সফল হন। আমাদের দেশের আকিজ গ্রুপের কর্ণধার শেখ আকিজ উদ্দীন ১৯৪২ সালে মাত্র ১৬ টাকা নিয়ে বাড়ি ছেড়ে কোলকাতা গিয়েছিলেন ব্যবসা করবেন বলে। এরপর নানা চড়াই উৎরাই পেরিয়ে ২ বছর জেল খেটে বাড়ি এসে ধার করে বিড়ির ব্যবসা শুরু করলেন। ৬০ হাজার টাকা বিনিয়োগ করে দোকান দেওয়ার পর আগুন লেগে দোকানটি ভস্মীভূত হয়ে গেল। কিন্তু ঊনি দমে গেলেন না আবার নতুন করে শুর করলেন। বাকীটা ইতিহাস। টমাস আলভা এডিসন যখন রেল স্টেশনে অনেক কষ্টে ল্যাবরেটরি গড়ে তুলে তার গবেষণা কার্য চালনা করতে লাগলেন তখন হঠাৎ করে আগুন লেগে পুড়ে গেল। কিন্তু ঊনি দমে যাননি। আবার নতুন করে শুরু করলেন। আর মানব কল্যাণে সবচেয়ে বেশি অবদান রেখে গেলেন। একবার ব্যর্থ হলে হাল ছাড়া যাবে না। নব উদ্যমে আবার এগিয়ে যাবার অনুপ্রেরণা নিতে হবে। শচীন টেন্ডুলকার ওয়ানডেতে প্রথম ৭৮ ম্যাচে কোনো সেঞ্চুরি পাননি কিন্তু ৭৯ তম ম্যাচে সেঞ্চুরি পাওয়ার পর তাকে কেউ আর আটকে রাখতে পারেনি। অমিতাভ বচ্চনের প্রথম ৭টি ছবিই ফ্লপ ছিল।তখন কেউ তাকে কাজ দিতে চাইত না কিন্তু ৮ নং ছবি হিট হওয়ার পর অমিতাভ বচ্চন আজ নিজেই একটা ইনস্টিটিউশান। ইতিবাচকতাকে ধারণ করে এগিয়ে চলুন, কোনো না কোনো ফল পাবেনই। পার্থক্য হলো হয়তো কিছুটা আগে কিংবা পরে। ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন এবং আপনার মতো করে একাগ্রতা নিয়ে কাজ করে যান। কিছু একটা ঘটবেই। চীনে এক ধরণের বাঁশ আছে যাদের লাগানোর প্রথম চার বৎসর জল, সার দিতে হয়। কিন্তু বাঁশ আর বাড়ে না। পঞ্চম বছরে বাঁশ গাছটি হঠাৎ ছয় সপ্তাহে ৯০ ফুট লম্বা হয়ে যায়! তাই যারা শুরতে ব্যর্থ হলেও ভয়ের কিছু নেই, চীনের ঐ বাঁশ গাছের মতো পঞ্চম বছর কিন্তু এখনো পড়ে আছে!
©somewhere in net ltd.